মাদারীপুর সদর উপজেলায় বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ সময় আরও অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ এ সময় দুজনকে আটকও করেছে।
নিহতরা হলেন— সাইফুল সরদার, তার চাচাতো ভাই অলিল সরদার ও পলাশ সরদার।
স্থানীয়রা জানান, মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা মো. শাহজাহান খানের সঙ্গে এলাকার সাইফুল সরদারের বিরোধ চলছিল। এর জেরে আজ (শনিবার) দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে ভুট্টাখেত থেকে মাথাবিহীন নারীর লাশ উদ্ধার
সংঘর্ষ চলাকালে সাইফুল ও তার চাচাতো ভাই অলিলকে অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপানো হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় ৮ জন গুরুতর আহত হন। তাদের মদ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে পলাশ সরদারের (১৭) মৃত্যু হয়।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়েছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।’