মাদক উদ্ধার
কক্সবাজারে ৫.৬ কোটি টাকার মাদক উদ্ধার: বিজিবি
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে রবিবার রাতে প্রায় পাঁচ কোটি ৬২ লাখ টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার বিজিবি-২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন যে তারা নাফ নদীর তীরবর্তী বেড়িবাঁধ সংলগ্ন খারাংখালী এলাকা থেকে এক দশমিক ৬৫ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন ও ১০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
তিনি আরও বলেন, খবর পেয়ে বিজিবির দুটি টহল দল মধ্যরাতে খারাংখালীতে অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা এক ব্যক্তি তাদের দেখে ভয় পায়।
পরে বিজিবি দল ঘটনাস্থলে গিয়ে কাপড়ে মোড়ানো ক্রিস্টাল মেথ ও ইয়াবা ট্যাবলেট দেখতে পায়।
ইফতেখার জানান, বিজিবি সদস্যরা সম্ভাব্য মাদক চোরাকারবারীদের ধরার তৎপরতা চালালেও অবৈধ মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
আরও পড়ুন: নভেম্বরে ১৩৪ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি
কক্সবাজারে ১৯১ টি চোরাই মোবাইল জব্দ, আটক ৩
১০৮৮ দিন আগে
চট্টগ্রামে অভিযানে গিয়ে মাইক্রোবাস চাপায় পুলিশের কর্মকর্তা নিহত
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় মাদক উদ্ধার করতে গিয়ে মাইক্রোবাস চাপায় কাজী মোহাম্মদ সালাউদ্দিন নামে পুলিশের এক এএসআই সহকারী উপ-পরিদর্শক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৬টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মো. মাসুম (২৬) নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরা ফরিদপুর সড়কে বাসের ধাক্কায় শ্রমিক নিহত
নিহত এএসআই কাজী সালাহ উদ্দীনের বাড়ি লক্ষীপুর সদর উপজেলার দক্ষিণ জয়পুর এলাকায়।
চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এএসআই কাজী সালাহ উদ্দীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। একটি মাইক্রোবাসে করে মাদকদ্রব্য নেয়া হচ্ছে, এমন খবর পেয়ে তিনি ওই মাইক্রোবাসকে থামানোর সংকেত দেন। কিন্তু গাড়িটি না থামিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাজী সালাউদ্দিন নিহত হন। এ ঘটনায় মো. মাসুম নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
তিনি আরও জানান, পরে ৭৩০ লিটার চোলাই মদসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৬
১৬৫৯ দিন আগে
কুড়িগ্রামে ইয়াবা বিক্রেতার কামড়ে পুলিশ সদস্য হাসপাতালে
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে ইয়াবা বিক্রেতার কামড় খেয়ে আহত এক পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১৮৭৯ দিন আগে