ফরিদপুর
অর্থ পাচার মামলায় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের এপিএস গ্রেপ্তার
আলোচিত দুই হাজার কোটি টাকা অর্থ পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি সাবেক এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফোয়াদকে গ্রেপ্তার করছে ফরিদপুর জেলা পুলিশ।
মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে তাকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অর্থ পাচার মামলাসহ হামলা, ভাঙচুরের কয়েকটি মামলা রয়েছে।
অর্থ পাচার মামলার আসামি হওয়ার পর পর তাকে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়।
ফরিদুপরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এর আগে তাকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছিল।
তিনি বলেন, ফোয়াদ মানি লন্ডারিং মামলাসহ আটটি মামলার আসামি। তার নামে তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ফোয়াদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
পড়ুন: এস কে সিনহার দুর্নীতি মামলা: ২১ অক্টোবর পর্যন্ত রায় স্থগিত
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ দুর্নীতির তদন্ত দাবি টিআইবির
দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির
১৫৪২ দিন আগে
পদ্মায় অভিযান: কারেন্ট ও চায়না দুয়ারী জাল ধ্বংস
মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ফরিদপুরে মা ইলিশ সংরক্ষণ প্রকল্পে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস। এসময় ইলিশ ধরার কাজে ব্যবহৃত পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও অবৈধ ‘চায়না দুয়ারী ২০০টি জাল উদ্ধার করে ধ্বংস করা হয় ।
শুক্রবার ও শনিবার চরভদ্রাসনে উপজেলার পদ্মা নদীতে এই অভিযান চালানো হয়।
আরও পড়ুন: ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার: আটক ৩
চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান জানান, গোপালপুর ঘাট হইতে স্পিডবোট ও ট্রলার যোগে নমুর ছ্যাম সালেপুর, সালিপুরের শেষ সীমানা পর্যন্ত অংশে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ২শ টি চায়না দুয়ারী, ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন: মধ্যরাতে থেকে মেঘনায় ২২ দিন ইলিশ ধরা বন্ধ
তিনি জানান, নদীর বিভিন্ন জায়গায় আড়াআড়ি বাধ ভেঙে দেয়া হয়েছে। আমাদের এই অভিযান সরকারি নির্দেশনা সময় পর্যন্ত অব্যাহত থাকবে।
মৎস্য বিভাগের এই অভিযানে ফরিদপুর নৌপুলিশ সহযোগিতা করে।
১৫৪৬ দিন আগে
‘ভারত-বাংলাদেশ একে অপরের আপন ভাইয়ের মতো’
ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব দেবব্রত পাল বলেছেন, ‘ভারত-বাংলাদেশ একে অপরের আপন ভাইয়ের মতো।’
তিনি বলেন, ‘বিশ্বাস করি প্রতিবেশি দু’দেশ একে অপরের আপন ভাইয়ের মতো। ভাইয়ে ভাইয়ে ছোট খাটো বিরোধ থাকতে পারে সেটা আবার কিছু সময় পরেই ঠিক হয়ে যায়। বিবাদমান যে কোন সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান হবে। ছিট মহলসহ নানা সমস্যার সমাধান হয়েছে, আগামীতে আরও হবে।
আরও পড়ুন: ফরিদপুর রামকৃষ্ণ মিশনে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি
বৃহস্পতিবার রাত ৭টার দিকে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় দেবব্রত পাল এসব কথাগুলো বলেন।
ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব বলেন, ‘ভারত বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘজীবী হবে। বঙ্গবন্ধুর চেতনায় বাংলাদেশ যেভাবে উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে তাতে সম্ভাবনার দার উন্মোচন হচ্ছে। এদেশের যে কোন সমস্যায় আমরা ছিলাম আগামীতেও থাকবো। আমরা একে অপরের প্রতি আস্থাশীল।’
আরও পড়ুন: বাংলাদেশ দ্রুত ও জরুরিভাবে টিকা পাবে: ভারতীয় হাইকমিশনার
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার এই দেশে স্বাধীনতার যুদ্ধের সময়ে যারা বিরোধী ছিল আজও তারা সক্রিয় রয়েছে। তারাই আমাদের নিয়ে (ভারতকে) কথা বলার চেষ্টা করে।’
ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, অধ্যাপক মিজানুর রহমান মানিক, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, পান্না বালা, হাবিবুর রহমান হাবিব, বিজয় পোদ্দার, শেখ ফয়েজ আহম্মেদ, জাহিদ রিপন, রেজাউল করিম, সঞ্জিত দাসসহ অন্যান্য সাংবাদিকরা।
১৫৪৭ দিন আগে
ফরিদপুরে এনজিওকর্মী ধর্ষণ ও হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
ফরিদপুরের বোয়ালমারীর উপজেলার এনজিওকর্মী শিউলি আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় রিপন মোল্লা নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালন। একই সময়ে এ মামলায় নয় আসামির মধ্যে আট জনকে খালাস দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচার (জেলা ও দায়রা জজ) প্রদীপ কুমার রায় এই রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: ‘মাদক’ মামলায় ঠাকুরগাঁওয়ে এক জনের যাবজ্জীবন
খালাসপ্রাপ্তরা হলেন, সাইদ মাতুব্বর, ফজর খাঁ, বক্কার মোল্লা, রাফিক মোল্লা, মিকু মাতুব্বর, রঞ্জু সরদার, বিপুল সরদার ও ওবায়দুর মোল্লা।
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি ) অ্যাডভোকেট স্বপন পাল জানান, ২০০৯ সালের ১২ জুলাই বোয়ালমারীর দাদপুর গ্রামে আব্দুর বারিক মোল্লা মেয়ে শিউলি আক্তার স্থানীয় একটি এনজিও অফিসে কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। এসময় রিপন মোল্লাসহ অন্যারা তাকে ধর্ষণ করে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে।
আরও পড়ুন: প্রধান শিক্ষক হত্যা: ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবনসহ ৪ জনের মৃত্যুদণ্ড
এই ঘটনার পরদিন নিহতের বাবা আব্দুর বারিক মোল্লা বাদী হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে। মামলায় দীর্ঘ তদন্ত ও সাক্ষীগ্রহণ শেষে মঙ্গলবার বিজ্ঞ বিচারক দোষী রিপন মোল্লাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে। মামলায় অন্য আট আসামিকে ঘটনার সাথে সম্পৃক্ততা না পেয়ে খালাস প্রদান করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে ‘মাদক’ মামলায় একজনের যাবজ্জীবন
১৫৫০ দিন আগে
ফরিদপুরে পদ্মার ভাঙন, বিলীন হচ্ছে ফসলি জমি
গত কয়েকদিন ধরে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর ওপারে ইউসুফ আলী মাতুব্বরের ডাঙ্গী, ইমান মাতুব্বরের ডাঙ্গী, আলেক খার ডাঙ্গী ও শুকুর আলী মৃধার ডাঙ্গী এলাকায় ভাঙন চলছে।
শুকুর আলী মৃধার ডাঙ্গী এলাকায় ভাঙনের ফলে এর আগে ১১টি বসত ভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে তীব্র আকারে ভাঙন দেখা দিয়েছে ইউসুফ আলী মাতুব্বরের ডাঙ্গী, ইমান আলি মাতুব্বরের ডাঙ্গী ও আলেক কার এলাকার ফসলি জমিতে ভাঙন চলছে। নদী ভাঙনের হুমকিতে রয়েছে কয়েক হাজার বসত বাড়ি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও ৩টি মসজিদ।
সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান বলেন, গত এক মাসে পদ্মা নদীর ভাঙনের ফলে অন্তত একশ হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত রয়েছে।
পড়ুন: আড়িয়াল খাঁর ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা
শুক্রবার দুপুর থেকে ওই এলাকার ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, শুক্রবার থেকে এ ভাঙন রোধে কাজ শুরু করছে পাউবো। ওই এলাকায় প্রতিটি ২৫০ কেজি ওজনের পাঁচ হাজার ১০৮টি বালিভর্তি বস্তা ফেলার কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, পদ্মা নদীর ভাঙন থেকে যাতে ওই এলাকাকে বাঁচানো যায় তার জন্য সব কিছু করা হবে।
এ সময় ফরিদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুল আলম, উপ বিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা বলেন, সদরের নর্থ চ্যানেলের ভাঙনকবলিত এলাকায় ভাঙন রোধে কাজ শুরু করেছে পাউবো।
নির্দিষ্ট ওজনের বালুর বস্তা যাতে ফেলা হয় তা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।
পড়ুন: সিলেটে নদী ভাঙনে হুমকির মুখে বিশ্বনাথের গোবিন্দনগর গ্রাম
গোয়ালন্দে পদ্মার ভাঙনে মসজিদসহ ৫ পরিবারের বসতভিটা বিলীন
১৫৫৪ দিন আগে
ফরিদপুরে করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু
ফরিদপুরে গত দুই সপ্তাহ যাবত কোভিড-১৯ মহামারিতে মৃত্যুর হার শুন্য থাকলেও এখন আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জনের প্রাণহানি হয়েছে। এনিয়ে জেলায় করোনায় শনাক্ত হয়ে মারা গেছে ৫২২ জন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে তিনজন করোনা শনাক্ত এবং উপসর্গে একজন চিকিৎসাধীন ছিলেন।
ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা রোগী ভর্তি হয়েছে ৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬৫ জন। এছাড়াও আইসিইউতে রয়েছে আরও ১৪ রোগী।
পড়ুন: কোভিড-১৯: বিশ্বে আক্রান্তের সংখ্যা ২৩ কোটির কাছাকাছি
যুক্তরাষ্ট্র থেকে আরও ৮৯ লাখ টিকা পাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৫৬৩ দিন আগে
আবাদ মৌসুমে সারের দাম বৃদ্ধি, ফরিদপুরে আমন উৎপাদনে শঙ্কিত চাষিরা
ফরিদপুরে চলতি আমন ধান আবাদ মৌসুমে সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে ছয় হাজার হেক্টর বেশি আবাদ হয়েছে। কিন্তু হঠাৎ করে খুচরা বাজারে ইউরিয়া সারের দর বেড়ে যাওয়ায় কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কিত জেলার চাষিরা।
জেলার ৯ উপজেলাতে মাসিক ইউরিয়া সারের চাহিদা তুলনায় সরবরাহ হয়েছে অর্ধেক। যে কারণে খুচরা বাজারের এর প্রভাব পড়তে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হযরত আলী জানান, চলতি আমন মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ৬৪ হাজার ৬৫০ হেক্টর। কিন্তু সেখানে আবাদ হয়েছে ৭০ হাজার ২৯৪ হেক্টর।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে আমন আবাদে ব্যস্ত কৃষকরা
তিনি জানান, চারা রোপনের সময় সার কিটনাশকের দাম স্বাভাবিক ছিল। কিন্তু কয়েক দিন হলো হঠাৎ করেই খুচরা বাজারে ইউরিয়ার সারের দর কিছু বেড়েছে। তবে এই দর বেশি দিন থাকবে না বলে জানান এই কর্মকর্তা।
তিনি জানান, আমন মৌসুমে আগস্ট মাসের ইউরিয়া সারের চাহিদা ছিল ৫ হাজার ২০০ মেট্রিক টন এবং সেপ্টেম্বর মাসের চাহিদা ৪ হাজার ৫০২ মেট্রিক টন। এর বিপরীতে সরবরাহ হয়েছে ৫ হাজার ৭০২ মেট্রিক টন।
জেলার আমন চাষিরা জানান, আমরা খেত-খামার করি নিজের ও দেশের উন্নয়নের জন্য। সেখানে যদি চাষাবাদের প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যায় তাহলে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা থাকে।
আরও পড়ুন: কয়রায় জনপ্রিয় হয়ে উঠেছে বিনা চাষে আলু আবাদ
চাষিরা বলেন, ‘ধানের উৎপাদন খরচ আগের যে কোন সময়ে চেয়ে এখন বেশি। তার ওপর যদি সারের দাম বাড়ে তাহলে আমরা (চাষিরা) ক্ষতিগ্রস্ত হবো।’
ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের ডোমরাকান্দি এলাকার চাষি নিজাম খলিফা বলেন, ‘আমার আমন খেতে চাহিদা রয়েছে ২৫ কেজি ইউরিয়া। সেখানে আমি কিনেছি এক কেজি। বাজারে সারের ঘাটতি রয়েছে যে কারণে দাম কেজিতে চার টাকা বেশি।’
আরও পড়ুন: ধান ও আম আবাদের পরিবর্তে মাল্টা চাষে ঝুঁকছেন কৃষক
সারের দামের প্রসঙ্গে বাংলাদেশ ফাটিলাইজার অ্যাসোসিয়েশনের ফরিদপুর শাখার সভাপতি আব্দুর সালাম বাবু বলেন, ‘ডিলার পর্যায়ে সারের দাম কম-বেশি হয়নি। তবে খুচরা বাজারে কিছুটা দাম বেড়েছে।’
তিনি জানান, আগস্ট ও সেপ্টেম্বর মাসের জেলার ইউরিয়ার চাহিদা যা ছিল সে তুলনায় সরবরাহ কম হয়েছে চার হাজার মেট্রিক টন। এই কারণে হয়তো দামের কিছুটা প্রভাব পড়তে পারে।
১৫৬৪ দিন আগে
ফরিদপুর রামকৃষ্ণ মিশনে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি
দু’দিনের সফরে ফরিদপুরের রামকৃষ্ণ মিশনে পরিদর্শনে গিয়েছেন ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি সনজয় জাইন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সড়ক পথে তিনি সেখানে পৌঁছান বলে জানিয়েছেন মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী সুরবরানন্দ মহারাজ।
আরও পড়ুন: বাংলাদেশ দ্রুত ও জরুরিভাবে টিকা পাবে: ভারতীয় হাইকমিশনার
তিনি বলেন, ভারতীয় সরকারের অর্থায়নে ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে নব নির্মিত ভবন, রামকৃষ্ণ মিশন আশ্রমের ছাত্রাবাস, অডিটোরিয়াম, গ্রন্থাগার, পাঠকক্ষ ও মিউজিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন করবেন।
ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি আগামী ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে ঢাকার উদ্দেশে সড়ক পথে ফরিদপুর ত্যাগ করবেন বলে জানান অধ্যক্ষ স্বামী সুরবরানন্দ।
আরও পড়ুন: হ্যাকিংয়ের ঘটনায় ভারতীয় হাইকমিশনের নিন্দা
১৫৬৯ দিন আগে
করোনা: ফরিদপুরে আরও ২ মৃত্যু
কয়েকদিন আগে মৃতের হার শূন্যে নামার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুরে আবারও দুজন প্রাণ হারিয়েছেন। এছাড়া করোনা উপসর্গে মারা গেছেন আরও একজন।
সোমবার জেলা স্বাস্থ্য বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, এখন পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৬ জনে।
জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলের করোনা ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের করোনা শনাক্ত হয়েছিল। উপসর্গে মারা গেছেন আরও একজন।
একই সময়ে পিসিআর ল্যাবে ২৬০ নমুনা পরীক্ষার মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৬১ জন। শনাক্তের হার ২৩ দশমিক ৮৪ শতাংশ। গত এক সপ্তাহ ধরে এই হার ২০ শতাংশের নিচে ছিল।
আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্ত ২২ কোটি ৪৬ লাখ ছাড়াল
জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি ঠিকভাবে না মানলে শনাক্ত ও মৃতের হার আবার বাড়তে পারে।
জেলা সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস বলেন, ‘স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বাড়ায় সংক্রমণ কমতে শুরু করেছিল। কিন্তু মানুষ আবার স্বাভাবিক চলাফেরা শুরু করায় শনাক্তের হার আবার বাড়ছে।’
তিনি বলেন, ‘কোনোভাবেই স্বাস্থ্যবিধি অমান্য করা চলবে না।‘
ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, ‘এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী ভর্তি হয়েছেন ১০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন। এছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন আরও ১১ রোগী।‘
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনায় ২ মৃত্যু
১৫৭২ দিন আগে
পাবনায় ভাইয়ের হাতে বোন খুন!
পাবনার ফরিদপুরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে চাচাতো বোন পারুল খাতুন (২৫) নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার দিঘুলিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে নিহতের চাচাতো ভাই একই গ্রামের মোকলেছ আলী (৩০) পলাতক রয়েছেন।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, বাড়ির শিশুদের খেলাধূলা ও মারামারি নিয়ে সকাল ৭টার দিকে মোকলেছ ও পারুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ মোকলেছ কাঠের বাটাম দিয়ে পারুলকে মাথায় আঘাতসহ মারধোর করে। এ ঘটনায় গুরুতর আহত পারুলকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে বিকাল ৩টার দিকে মারা যান পারুল।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: পাবনায় ‘চরমপন্থী’ সদস্যকে গুলি করে হত্যা
পাবনায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২
১৫৭২ দিন আগে