আওয়ামী লীগে
ময়মনসিংহে আওয়ামী লীগের ৭ নেতা গ্রেপ্তার
বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা বিস্ফোরক মামলায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
নগরীর শম্ভুগঞ্জ এলাকায় মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জামান, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল হাসান এবং পৌর আওয়ামী লীগের সদস্য মনোয়ার হোসেন চাঁন, জহিরুল ইসলাম ভূঁইয়া ও মোহাম্মদ আনিস।
আরও পড়ুন: বরিশালে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, গত ১২ নভেম্বর দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বাদী হয়ে ১৩০ জনের নামসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি শফিকুল ইসলাম।
১ সপ্তাহ আগে
৩ আসনে উপনির্বাচন: ২ দিনে আ’লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪০ প্রার্থী
ঢাকা-১৪, সিলেট-৩ এবং কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা পাওয়ার জন্য প্রথম দুদিনে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রায় ৪০ জন প্রার্থী।
আওয়ামী লীগের একটি সূত্র ইউএনবিকে জানিয়েছে, এখন পর্যন্ত ঢাকা-১৪, সিলেট-৩ এবং কুমিল্লা-৫ আসনের জন্য যথাক্রমে ১১, ৯, এবং ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
৪ জুন থেকে ক্ষমতাসীন দলটি মনোনয়নপত্র বিক্রি শুরু করে যা চলবে ১০ জুন পর্যন্ত।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১১টা বিকাল ৫টা পর্যন্ত ধানমন্ডির দলীর কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ
এছাড়া মহামারির সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা এই মনোনয়নপত্র জমা এবং সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।
তবে এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র সাথে আনা বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু মারা গেছেন
উল্লেখ্য, ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসলামুল হক, সিলেট-৩ আসনে মাহমুদুস সামাদ চৌধুরী ও কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে আসন তিনটি শূণ্য হয়।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৪ জুলাই তিন আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
৩ বছর আগে
বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে: ওবায়দুল কাদের
আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপির রাজনীতি অস্তিত্ব সংকটে পড়ে এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
৪ বছর আগে