আওয়ামী লীগে
গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে: সাকি
গণহত্যাকারী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচারের পাশাপাশি আইন প্রণয়ন করে হলেও দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তিনি বলেন, ‘গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে টানাটানি চলছে, একদল ক্রেডিট নিজেদের দখলে নিতে চায়।’
সোমবার (২৩ মার্চ) ময়মনসিংহের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘৫ আগস্টের পর বিভাজন সৃষ্টি করা হচ্ছে, ট্যাগিং করা হচ্ছে ফ্যাসিস্টের কায়দায়। এতে পুরোনো ফ্যাসিস্টদের পূণর্জাগরণের পথ তৈরি করবে। যারা বিভাজন তৈরি করবে তাদের শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে।’
আরও পড়ুন: হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব: জোনায়েদ সাকি
সাকি আরও বলেন, ‘সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দিতে হবে। এমন কোনো ভূমিকা নেওয়া যাবে না, যাতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়। কেউ বলেন সংস্কার, কেউ বলেন নির্বাচন; কথা ছিলো একসঙ্গে সংস্কার ও নির্বাচন হবে।’
গণসংহতি আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজিবের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান রোকন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব হাতেম রানা, গণঅধিকার পরিষদের নেতা রাহাত জাহান, আলী ইউসুফ, আবুল কালাম আল আজাদ প্রমুখ।
৬ দিন আগে
কোনোভাবেই আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: নাসির উদ্দীন পাটোয়ারী
রিফাইন্ড হোক, কিংবা অন্য যেকোনোভাবেই হোক না কেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী।
রবিবার (২৩ মার্চ) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে দলটির শ্রমিক শাখা গঠনের লক্ষ্যে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।
আরও পড়ুন: নির্বাচন পেছাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এনসিপি: ফারুক
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন দলটির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম। এ নিয়ে সামাজিকমাধ্যমে নেতিবাচক মন্তব্য পড়ছে। এ সম্পর্কে জানতে চাইলে নাসিরউদ্দিন পাটওয়ারী বলেন, ‘এনসিপি নেতাদের মধ্যে কোনো দূরত্ব কিংবা বোঝাপড়ার জায়গায় কোনো ঘাটতি নেই। তবে একটি বড় অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আন্দোলন ও রাজনৈতিক জায়গা—দুটোই আলাদা। সেই জায়গা থেকে এই গণঅভ্যুত্থানের ছাত্ররা নিজেদের রাজনৈতিক জায়গায় রূপান্তর করছেন।’
‘সেখান থেকে যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমাসুন্দর দেখার অনুরোধ করছি। ফেসবুকে যেসব মন্তব্য পড়েছে, সেগুলো মূল্যায়ন করে আমরা দেখেছি, আমাদের ওপর মানুষের প্রত্যাশা অনেক উঁচু। সে ক্ষেত্র থেকে তারা আমাদের পরামর্শ দিয়ে থাকেন। আমরা সেই পরামর্শ নেই।’
শুরুতেই এমন হোঁচট খেলে আপনাদের দলের ভবিষ্যৎ কী—প্রশ্নে তিনি বলেন, “হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট রাজনৈতিক ও সেনা অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে আমরা বলতে চাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক হয়ে থাকে। যে বিষয়গুলো জনগণের কাছে স্পষ্ট না, সেগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করি। কিন্তু যখন দল গঠন হয়েছে সেক্ষেত্রে আমি বলেছি, মিটিং নিয়ে জনগণের কাছে যখন বলা হবে, তখন অপরপক্ষের সম্মতির একটি বিষয় আছে। সেই জায়গা থেকে আমি বিষয়টি ‘শিষ্টাচারবহির্ভূত’ বলেছি।”
ক্যান্টনমেন্টের বৈঠকটি হাসনাত ও সার্জিসের বৈঠক ছিল, নাকি এনসিপির বৈঠক ছিল? যদি ব্যক্তিগত বৈঠক হয়, তাহলে আপনারা কী অবগত ছিলেন? জানতে চাইলে এই ছাত্রনেতা বলেন, ‘তারা বৈঠক সম্পর্কে আমাদের অবগত করেছিলেন। তবে বিষয়টি নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। এ নিয়ে একটি বৈঠক হওয়ার কথা আছে, তারপরে সবাইকে বিষয়টি স্পষ্ট করব।’
‘তবে দলীয় কিছু মানুষ এই বৈঠক সম্পর্কে জানতেন। কিন্তু ওখানে যে কথা হয়েছিল, সবগুলো সবার কাছে প্রকাশ করা হয়নি। কেন বৈঠক হয়েছিল, সে বিষয়ে হাসনাত আবদুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন।’
হাসনাত যে কথাগুলো লিখেছেন, সেগুলো সেনাসদর থেকে ‘অবান্তর’ বলে মন্তব্য করা হয়েছে— এ বিষয়ে মতামত জানতে চাইলে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ‘যে আলোচনা হয়েছে, সেটার কোনো সমাধান আসেনি। আবার বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলে যাচ্ছেন। আবার সেনাসদর থেকে যে বক্তব্য এসেছে, সেটা কোনো মুখপাত্রের মাধ্যমে আসেনি। আইএসপিআর থেকে এমন কোনো বক্তব্য আসেনি।’
আরও পড়ুন: আ.লীগকে রাজনীতিতে ফেরানোর যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে এনসিপির অঙ্গীকার
৮ দিন আগে
ময়মনসিংহে আওয়ামী লীগের ৭ নেতা গ্রেপ্তার
বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা বিস্ফোরক মামলায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
নগরীর শম্ভুগঞ্জ এলাকায় মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জামান, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল হাসান এবং পৌর আওয়ামী লীগের সদস্য মনোয়ার হোসেন চাঁন, জহিরুল ইসলাম ভূঁইয়া ও মোহাম্মদ আনিস।
আরও পড়ুন: বরিশালে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, গত ১২ নভেম্বর দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বাদী হয়ে ১৩০ জনের নামসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি শফিকুল ইসলাম।
১৩০ দিন আগে
৩ আসনে উপনির্বাচন: ২ দিনে আ’লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪০ প্রার্থী
ঢাকা-১৪, সিলেট-৩ এবং কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা পাওয়ার জন্য প্রথম দুদিনে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রায় ৪০ জন প্রার্থী।
আওয়ামী লীগের একটি সূত্র ইউএনবিকে জানিয়েছে, এখন পর্যন্ত ঢাকা-১৪, সিলেট-৩ এবং কুমিল্লা-৫ আসনের জন্য যথাক্রমে ১১, ৯, এবং ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
৪ জুন থেকে ক্ষমতাসীন দলটি মনোনয়নপত্র বিক্রি শুরু করে যা চলবে ১০ জুন পর্যন্ত।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১১টা বিকাল ৫টা পর্যন্ত ধানমন্ডির দলীর কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ
এছাড়া মহামারির সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা এই মনোনয়নপত্র জমা এবং সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।
তবে এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র সাথে আনা বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু মারা গেছেন
উল্লেখ্য, ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসলামুল হক, সিলেট-৩ আসনে মাহমুদুস সামাদ চৌধুরী ও কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে আসন তিনটি শূণ্য হয়।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৪ জুলাই তিন আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৩৯৪ দিন আগে
বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে: ওবায়দুল কাদের
আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপির রাজনীতি অস্তিত্ব সংকটে পড়ে এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১৬০৫ দিন আগে