ঢাকা-১৪, সিলেট-৩ এবং কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা পাওয়ার জন্য প্রথম দুদিনে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রায় ৪০ জন প্রার্থী।
আওয়ামী লীগের একটি সূত্র ইউএনবিকে জানিয়েছে, এখন পর্যন্ত ঢাকা-১৪, সিলেট-৩ এবং কুমিল্লা-৫ আসনের জন্য যথাক্রমে ১১, ৯, এবং ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
৪ জুন থেকে ক্ষমতাসীন দলটি মনোনয়নপত্র বিক্রি শুরু করে যা চলবে ১০ জুন পর্যন্ত।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১১টা বিকাল ৫টা পর্যন্ত ধানমন্ডির দলীর কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ
এছাড়া মহামারির সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা এই মনোনয়নপত্র জমা এবং সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।
তবে এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র সাথে আনা বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু মারা গেছেন
উল্লেখ্য, ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসলামুল হক, সিলেট-৩ আসনে মাহমুদুস সামাদ চৌধুরী ও কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে আসন তিনটি শূণ্য হয়।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৪ জুলাই তিন আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।