মদপান
অতিরিক্ত মদপানে চুয়াডাঙ্গায় একজনের মৃত্যু
চুয়াডাঙ্গায় অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে সুবাস সরদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: হবিগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু
নিহত সুবাস সরদার চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার মিন্টু সরদারের ছেলে।
নিহতের মেয়ের স্বামী পিন্টু বলেন, অতিরিক্ত মদপানের পর অসুস্থবোধ করলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী।
আরও পড়ুন: কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে আশিকের মৃত্যু: আওয়ামী লীগের ১০৪ জনের নামে মামলা
৪৪১ দিন আগে
গাজীপুরে মদপানে ২ জনের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মার্চ) দিবাগত রাতে হরিণহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হেলাল উদ্দিন ও কাদেরুল। তাদের মধ্যে হেলাল কসাই ও কাদেরুল স্থানীয় একটি বেকারির শ্রমিক।
তারা কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার বসবাস করতেন।
আরও পড়ুন: ‘বাবা আমি আটকা পড়েছি, আমাকে বাঁচাও’-মৃত্যুর আগে লামিসা
স্থানীয় ও স্বজনরা জানায়, শুক্রবার দিবাগত রাতে দেশীয় মদ পান করে অসুস্থ হয়ে মারা যান হেলাল উদ্দিন ও কাদেরুল।
পরে তাদের চিকিৎসার জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানার কুমুদিনী হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, মদপান বিষক্রিয়া হলে হেলাল ও কাদেরুলের স্বজনরা তাদের হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: বেইলি রোড ট্র্যাজেডি: ভোলার দুই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
বেইলি রোডের অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু
৬৬৪ দিন আগে
পাবনায় মদপানে যুবকের মৃত্যু
পাবনার সাঁথিয়ায় মদপানে নিজাম উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) ঘটনাটি ঘটে।
নিজাম উদ্দিন উপজেলার করমজা ইউনিয়নের করমজা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজাম স্থানীয় একটি দোকান থেকে মদ কিনে বাড়িতে নিয়ে এসে পান করেন। অতিরিক্ত মদপানের কারণে কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের লোকজন তাকে দ্রুত পাবনা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন থেকে বিকালে মারা যান তিনি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
৭১৬ দিন আগে
জন্মদিনে অতিরিক্ত মদপানে কিশোরের মৃত্যু
যশোরের কেশবপুরে জন্মদিনের অনুষ্ঠানে মদপান করে ইন্দ্রজিৎ বাইন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর বন্ধু কৃষ্ণ রায় (১৭) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) উপজেলার কালীচরণপুর গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গাছের ডাল ভেঙে কিশোরের মৃত্যু
সুফলাকাঠি ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল হোসেন জানান, কালীচরণপুর গ্রামের রণজিত বাইনের ছেলে ইন্দ্রজিতের রবিবার (৩০ অক্টোবর) জন্মদিন ছিল। দুই বন্ধু রবিবার সারারাত নিজ ঘরে মধ্যে বসে মদ পান করে।
এরপর সোমবার সন্ধ্যায়ও তারা ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন ঘর থেকে ইন্দ্রজিতের লাশ উদ্ধার করে এবং গুরুতর অবস্থায় কৃষ্ণকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন।
তিনি বলেন, জন্মদিনের উৎসব পালন করতে রণজিত বাইনের ছেলে ইন্দ্রজিৎ বাইনের অতিরিক্ত অ্যালকোহল (মদ) পানে মৃত্যু হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বিশ্বনাথে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
ট্রেনে সেলফি তুলতে গিয়ে কিশোরের মৃত্যু
১১৫০ দিন আগে
অতিরিক্ত মদপানে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু
অতিরিক্ত মদ্যপানের কারণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাসরুর মুহিত বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ার আব্দুল মান্নানের ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, রবিবার রাত সোয়া ৮টায় মাসরুর মুহিতকে রাজশাহী মেডিকেল কলেজের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তি থাকা অবস্থায় সোমবার রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: দিনাজপুরে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু!
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিভাগের অধ্যাপক রুকনুজ্জামান বলেন, আমাদের বিভাগের একজন শিক্ষার্থী মারা গেছেন। বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তুহিন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ঘটনায় মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে ২ জনের মৃত্যু, অসুস্থ ৫
১৪৫৩ দিন আগে
দিনাজপুরে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু!
দিনাজপুরের খানসামায় শুক্রবার সকালে রসুন খেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত মদ পানে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।
মৃত রাব্বী ( ১৯) খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের জুগীরঘোপা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। তিনি পেশায় খেত মজুর।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ‘বিষাক্ত মদপানে’ ৩ যুবকের মৃত্যু
বৃহস্পতিবার রাতে এই ঘটনায় জহুরুল ইসলাম (১৯) নামে আরেক অসুস্থ যুবককে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে শুক্রবার সকালে রাব্বীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত ‘মদপানে’ যশোরে দুদিনে ৯ জনের মৃত্যু!
অতিরিক্ত মদ পানে বেসামাল হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন তার সঙ্গী জহুরুল ইসলাম বর্তমানে শঙ্কামুক্ত।
১৪৭৭ দিন আগে
বগুড়ায় বিষাক্ত মদপানে মৃত্যু, হোমিও ডাক্তার আটক
বগুড়ার গাবতলীতে বিষাক্ত মদপানে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার রাত আনুমানিক ২টায় গাবতলী উপজেলার পশ্চিম মহিষাবান মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শহিদুল ইসলাম (২৮) পশ্চিম মহিষাবান মধ্যপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: বিষাক্ত মদ্যপানে বগুড়ায় মৃতের সংখ্যা বেড়ে ১০
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: থার্টি ফার্স্ট নাইট: অতিরিক্ত মদ পানে রাজশাহীতে ৩ জনের মৃত্যু
মদ বিক্রেতা গোলাবাড়ী বন্দরের বিউটি হোমিও হলের মালিক ডা. বাহানুল আলম বাদলকে (৫৫) পুলিশ আটক করেছে। তিনি পূর্ব মহিষাবান গ্রামের মৃত হাফিজার রহমান খোকা’র ছেলে।
এ ছাড়া বিষাক্ত মদপানে হাসেন আলী ও মুলা মিয়া নামের দু’জন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: খুলনায় ‘অতিরিক্ত মদ পানে’ ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই হাসপাতালে
এদিকে শনিবার বিকালে মৃত শহিদুল ইসলামের পরিবার জানিয়েছে, বিষাক্ত নেশা জাতীয় দ্রব্য (মদ বা অ্যালকাহল) পানে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল মারা গেছে।
গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, যেহেতু নেশা জাতীয় দ্রব্য পানে মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে, সে জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মেডিকেল প্রতিবেদন আসার পর মৃত্যুর কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।
১৭০৬ দিন আগে
রাজশাহীতে মদপানে ছয়জনের মৃত্যুর ঘটনায় আটক ৪
রাজশাহী মহানগরীতে মদপানে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যুর ঘটনায় রবিবার চারজনকে আটক করেছে পুলিশ।
১৮১৭ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে জেলা শহরের উদয়নমোড় এলাকায় বুধবার দুপুরে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু হয়েছে।
১৯৫৫ দিন আগে
সিরাজগঞ্জে ‘মদপানে’ ২ কলেজছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পৌর এলাকার বিয়াড়া মহল্লায় ‘মদপানে’ দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আট যুবক।
২২২৬ দিন আগে