মৃতরা হলেন- কাজিপুর পৌর এলাকার বিয়াড়া মহল্লার তোজাম হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২১) ও একই এলাকার কোরবান আলীর ছেলে রাসেল (২২)।
তবে উপজেলা প্রশাসন এবং পুলিশ এ ঘটনায় ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী বলেন, ‘বৃহস্পতিবার বিকালে ওই দুই ছাত্র মদপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তির পর শুক্রবার ভোরে সাদ্দাম ও রাসেলের মৃত্যু হয়।’
তবে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান বলেন, ‘কাজিপুর পৌর এলাকায় বিয়াড়া মহল্লায় একটি বিয়ের দাওয়াতে সকলের সাথে বৃহস্পতিবার দুপুরে ওই ১০ জনও খাবার খায়। রাতে বাড়ি ফিরে তারা বমি করতে থাকে। অসুস্থ অবস্থায় স্বজনেরা তাদের বৃহস্পতিবার রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।’
‘সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে দুজনের মৃত্যু হয়। বাকি আটজন বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন,’ বলেন তিনি।
এদিকে হাসপাতালের মৃত্যু সনদে মৃত্যুর কারণ হিসেবে খাদ্যে বিষক্রিয়া লেখা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ মৃতদের লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও কাজিপুর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, খাদ্যে বিষক্রিয়া নাকি মদপানে তারা মারা গেছে সে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। হাসপাতালের মৃত্যু সনদে খাদ্যে বিষক্রিয়া লেখা থাকলেও ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, বলেন তিনি।