পারমাণবিক বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় চালান মোংলা বন্দরে পৌঁছেছে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে আরও একটি জাহাজ দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় এসে ভিড়েছে। সোমবার সন্ধ্যায় ‘এমভি ইউনিউইসডম’- নামের এই বিদেশি জাহাজটি বন্দরের ৭নং জেটিতে নোঙ্গর করে।
রাতেই জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে তৃতীয় চালানে আমদানি করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে ওই জাহাজটি মোংলা বন্দরে আসে। জাহাজ থেকে মালামাল খালাসের পর সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হবে।
বিদেশি ও জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ম্যাক শিপিংয়ের খুলনার ম্যানেজার আবুল হাশেম শামীম জানান, বেলিজ পতাকাবাহী ‘এমভি ইউনিউইসডম’- নামের জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করার পর খালাস কার্যক্রম শুরু হয়েছে। জাহাজটিতে রাশিয়া থেকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা ২৮০টি প্যাকেজে এক হাজার ৪২১ মেট্রিক টন বিভিন্ন মেশিনারিজ রয়েছে।
আরও পড়ুন: রূপপুরে কাজাখস্তানের নাগরিক হত্যা: কারাগারে বেলারুশের ৩ নাগরিক
আগামী বৃহস্পতিবার নাগাদ খালাস কাজ শেষ হবে বলেও তিনি জানান।
মোংলা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন জানান, বিদেশি ওই জাহাজ থেকে পণ্য খালাস কাজ চলছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা সাংবাদিকদের বলেন, মোংলা বন্দরের বিদ্যমান অত্যাধুনিক সুযোগ-সুবিধার কারণেই দেশের বেশিরভাগ মেগা প্রকল্পের মালামাল এই বন্দর দিয়ে আমদানি করা হচ্ছে। এতে একদিকে বন্দর ব্যবহারকারীদের অর্থ সাশ্রয় হচ্ছে, অন্যদিকে নিরাপদে অল্প সময়ে মালামাল প্রকল্প এলাকায় মালামাল নিতে পারছে। পদ্মা সেতু চালুর কারণে ঢাকার সঙ্গে দুরত্ব কমে যাওয়ায় মোংলা বন্দর ব্যবহারে ব্যবসায়ীদের ক্রমশ আগ্রহ বাড়ছে।
আরও পড়ুন: রূপপুর প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকের মৃত্যু
সোমবার সন্ধ্যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে একটি জাহাজ মোংলা বন্দর জেটিতে ভেড়ে। এছাড়া মেট্রোরেল, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে ও বঙ্গবন্ধু রেলসেতুসহ দেশের বিভিন্ন স্থানের মেগা প্রকল্পের মালামাল আসছে মোংলা বন্দর দিয়ে।
প্রসঙ্গত, এর আগে ১ আগস্ট রাশিয়ান পতাকাবাহী ‘এমভি কামিল্লা’- নামের জাহাজে তিন হাজার ৩২৮ দশমিক ২৩৭ মেট্রিকটন মেশিনারিজ এবং ৫ আগস্ট লাইবেরিয়ান পতাকাবাহী এমভি ড্রাগনবল জাহাজে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুই হাজার ৮৬২ টি প্যাকেজ গুরুত্বপূর্ণ মেশিনারি নিয়ে দুটি জাহাজ মোংলা বন্দরে ভেড়ে।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: ১১ দিনে ৫ রুশ নাগরিকের মৃত্যু, তদন্ত করছে পুলিশ
২ বছর আগে
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের এক বড় অর্জন: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) মাধ্যমে বাংলাদেশ জনগণের কল্যাণে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে।
৪ বছর আগে
রূপপুর বালিশকাণ্ডের ঠিকাদার আসিফের জামিন বহাল
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির এক মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
৪ বছর আগে