জি-ফাইভ গ্লোবাল
অপূর্ব-ফারিয়ার ‘যদি কিন্তু তবুও’ ওয়েব সিনেমা মুক্তি পাচ্ছে ১ এপ্রিল
জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া অভিনীত রোম্যান্টিক ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’ ওটিটি প্লাটফর্ম জি ফাইভে ১ এপ্রিল মুক্তি পাচ্ছে।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ গ্লোবাল বাংলাদেশের চতুর্থ স্থানীয় প্রযোজনা হিসেবে এটি মুক্তি দিতে চলেছে।
জাতীয় পুরস্কার বিজয়ী নির্মাতা শিহাব শাহীন সিনেমাটি পরিচালনা করেছেন। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও ফারিয়া। ইতোমধ্যে ছবির ট্রেইলার প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: জি-ফাইভে মুক্তি পেল দীর্ঘ প্রতিক্ষীত ওয়েব সিরিজ ‘কনট্রাক্ট’
অভিজ্ঞতা শেয়ার করে পরিচালক শিহাব শাহীন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা গত দেড় বছর ধরে এই ছবিটি তৈরি করেছি। সিনেমার প্রাক-প্রযোজনা, প্রযোজনা এবং প্রযোজনা পরবর্তী পর্যায়গুলো যৌথভাবে বাংলাদেশ এবং ভারতের অভ্যন্তরে হয়েছে।’
তিনি বলেন, ‘এটি আমার প্রথম সিনেমাটিক প্রকল্প যা ১৯০টি দেশে বসবাসকারী ৩৫ কোটি বাঙালি দর্শকের জন্য মুক্তি দেয়া হবে।’
শাহীন বলেন, ‘আমরা প্রথমবারের মতো কোনো সিনেমায় অপূর্ব ও নুসরাত ফারিয়ার রোমান্টিক জুটি দেখতে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে দর্শকরা পর্দায় এই জুটির গল্প এবং অদেখা রসায়ন উপভোগ করবেন।’
‘আমি গর্বের সাথে বলতে পারি যে আমাদের বিশ্বব্যাপী বাঙালি দর্শকদের জন্য মানসম্পন্ন কনটেন্ট ছাড়িয়ে যাওয়া এমন একটি প্রকল্পের অংশ হতে পেরে খুব ভালো লাগছে,’বলেন তিনি।
আরও পড়ুন: বঙ্গ এবং নাগরিক টিভিতে তুর্কি ধারাবাহিক 'সহস্র এক রজনী'
সিনেমাটি রোমান্টিক ও কমেডি ঘরানার। বিয়ের আগেরদিন যখন বর-কনে সিদ্ধান্তহীনতায় ভোগে তখন আসলে পরিস্থিতি কেমন হতে পারে এই নিয়ে সিনেমার গল্প।
এতে অন্যান্যের মধ্যে তারিক আনাম খান, সাবেরী আলম, নাজিবা বাশার এবং আমান রেজা অভিনয় করেছেন।
৩ বছর আগে
মুক্তি পেল প্রথম বাংলাদেশি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’
দক্ষিণ এশীয় বিনোদন কনটেন্টের সবচেয়ে বড় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম জি-ফাইভ গ্লোবালে মুক্তি পেল প্রথম বাংলাদেশি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’।
৪ বছর আগে