কার্গো জাহাজ
মোংলা বন্দরে সারবোঝাই কার্গো জাহাজডুবি
খুলনার মোংলা বন্দরের পশুর নদীতে ‘এম ভি দেশ বন্ধু’ নামে সারবোঝাই একটি কার্গো (লাইটার) জাহাজ ডুবে গেছে। শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে নদীর কাইনমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় জাহাজটিতে থাকা ১০ নাবিক সাঁতার কেটে নদীর পাড়ে উঠে আসেন।
দুর্ঘটনা কবলিত লাইটার জাহাজের মাস্টার মো. রিয়াদ আলী মোল্লা জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার-১৪ নম্বরে থাকা একটি বিদেশি জাহাজ থেকে ৮৫০ মেট্রিক টন সার বোঝাই করে তাদের জাহাজটি বৃহস্পতিবার দিবাগত রাতে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়।
পথিমধ্যে শুক্রবার দুপুরে পশুর নদীর চিলা ও কাইনমারী এলাকার মাঝামাঝি এলাকার ডুবো চরে আটকে জাহাজটির তলা ফেটে ডুবে যায়। এতে জাহাজটির ব্রিজের কিছু অংশ দেখা গেলেও বাকি অংশ নিমজ্জিত রয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলেও জানান রিয়াদ আলী মোল্লা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব (ভারপ্রাপ্ত) কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, দুর্ঘটনা কবলিত স্থানে হারবার বিভাগের লোকজন পাঠানো হচ্ছে। তারা পরিদর্শন করে আসার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে।
তবে কার্গোটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। এতে এ চ্যানেল দিয়ে নৌ চলাচলে কোনো সমস্যা ও ঝুঁকি নেই। এরপরও দুর্ঘটনা কবলিত স্থানে মার্কিংয়ের ব্যবস্থা করে দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন, ৮ কোচ
গতি ফিরছে বাণিজ্যে, বদলে যাচ্ছে মোংলা বন্দর
মোংলায় নির্বাচনী সহিংসতায় নারী নিহত, আহত ৪
৩ বছর আগে
৭টি স্থানে ডুবোচর: দৌলতদিয়ায় আটকে আছে পণ্যবাহী কার্গো-জাহাজ
রাজবাড়ীর দৌলতদিয়া ও সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌপথে নাব্যতা সংকটের কারণে চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে আসা ৩৫টি পণ্যবাহী কার্গো জাহাজ দৌলতদিয়া ঘাটের কাছে আটকে আছে।
৫ বছর আগে