পলাতক আসামি গ্রেপ্তার
অ্যাডভোকেট ঝন্টু হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের হাটহাজারী থেকে রাঙ্গামাটির অ্যাডভোকেট ঝন্টু কুমার নাথ হত্যা মামলার পলাতক আসামি দিলীপ কান্তি নাথকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সরকার হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দিলীপ কান্তি নাথ রাউজান থানার নোয়াজিশপুর গ্রামের মৃত রাজেন্দ্র নাথের ছেলে।
আরও পড়ুন: অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, র্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে অ্যাডভোকেট ঝন্টু কুমার নাথ হত্যা মামলার পলাতক আসামি দিলীপ কান্তি নাথ হাটহাজারীর সরকারহাট বাজার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি দিলীপ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: চট্টগ্রামে চাঁদাবাজির অর্থসহ আটক ৫: র্যাব
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য গ্রেপ্তার দিলীপ কান্তি নাথকে রাঙ্গামাটির কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
৩ বছর আগে
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদক মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে