নগরকান্দা
ফরিদপুরে ১৯ বছরের ভ্যানচালককে কুপিয়ে হত্যা
ফরিদপুরের নগরকান্দায় পূর্ব শত্রুতার জেরে ১৯ বছর বয়সী এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ফুলসূতি ইউনিয়নের কাজিকান্দা গ্রামের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত যুবক রুবেল শেখ নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পাঁচকাইচাইল গ্রামের সালাম শেখের ছেলে।
আরও পড়ুন: জৈন্তাপুরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন রুবেল। দুই ভাই, তিন বোনের মধ্যে রুবেল সবার বড়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, উপজেলার কয়েকজন যুবকের সঙ্গে রুবেলের পূর্ব শত্রুতা ছিল এবং তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে হিয়াবলদী গ্রামের হায়াত শেখের ছেলে রনি শেখ (১৮) সহ কয়েকজন যুবক রুবেলকে কাজীকান্দা সড়কে নির্বিচারে ছুরিকাঘাত করে আহত করে। পরে তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, হামলায় রনি আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার পর রনিসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে গ্রামপুলিশকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১ বছর আগে
নগরকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল গুদামঘর
ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বাড়ির গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকালে উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা ম তআক্তার হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ওই উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: অগ্নিকাণ্ডে ২০২২ সালে ৯৮ জনের মৃত্যু: ফায়ার সার্ভিস
জানা যায়, রামনগর এলাকার রতন শেখ নামে এক ব্যক্তির রান্না ঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যেই পাশের গুদাম ঘরে ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা পর্যন্ত পুড়তে থাকে গুদাম ঘরটি। এসময় গুদাম ঘরে থাকা পাট, ধানসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক, রামনগর ইউপি চেয়ারম্যান কাইমউদ্দিন মন্ডল, নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বশির উদ্দিন প্রমুখ। এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেন ইউএনও।
নগরকান্দা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আক্তার হোসেন বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা ধারণা করছেন যে বাড়ির একটি রান্না ঘর থেকে এই আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।
আরও পড়ুন: কচুয়ায় অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই, আহত ১০
ঝাড়খন্ডে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১৪, আহত ১২
১ বছর আগে
ফরিদপুরে সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন
ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টায় নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় এমএন একাডেমী প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে তার মৃতদেহ বেলা পৌনে ১১টার দিকে নগরকান্দায় এসে পৌঁছে।
জানাযার আগে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এদিকে জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি ও কনিষ্ট পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী।
পড়ুন: আ.লীগ নেত্রী সাজেদা চৌধুরী মারা গেছেন
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহ্জাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আরিফসহ জনপ্রতিনিধি, রাজনীতিবীদ ও সরকারি কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে ১২টার দিকে তার মৃতদেহ নিয়ে নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা ঢাকার পথে রওনা হন।
সোমবার বিকাল ৩টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। এরপর বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে বনানী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
আওয়ামী লীগের পক্ষ থেকে এ কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে বলে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান।
গতকাল রবিবার রাত ১১টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে কিছু দিন আগে সিএমএইচে ভর্তি হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
পড়ুন: সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এফবিসিসিআই সভাপতির শোক
২ বছর আগে
ফরিদপুরে বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগরের সাবিত হোসেন (১৭) ও নড়াইলের লোহাগড়ার সৌরভ হোসেন (১৬)।
আরও পড়ুন: কর্মক্ষেত্র দুর্ঘটনায় ৫৩৮ শ্রমিকের প্রাণহানি: এসআরএস
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বলেন, খুলনা থেকে ঢাকাগামী হামীম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ফরিদপুরের ভাঙ্গা থেকে সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী সাবিত ঘটনাস্থলে মারা যান এবং সৌরভকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: রাজধানীতে পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ফরিদপুরের মধুখালী ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর এলাকায় ভাঙ্গাগামী একটি পিকআপ ফরিদপুরগামী একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোর দুজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত আরও পাঁচ জনকে ফরিদপুর শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের বাড়ি সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্রি গ্রামে। তাদের নাম পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
অপরদিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মুধখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষকদের সাথে ডিসপ্লেতে অংশ নিতে এসে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত সাজেদা পারভিন (১১) উপজেলার রায়পুর ইউনিয়নের বকুল শেখের মেয়ে। সে দামুরদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
সকাল ১০টার দিকে এমএম পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
লাশ তিনটি উদ্ধার করা হয়ে হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে মাহফুজুর রহমান জানিয়েছেন।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
৩ বছর আগে
নগরকান্দায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ফরিদপুরের নগরকান্দায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়ার নতুন হাটখোলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, উপজেলার দক্ষিণ বিলনালিয়া নতুন হাটখোলা গ্রামের আইয়ুব মৃধার ছেলে সাজিদ (৪) ও একই গ্রামের মজিবর মুন্সীর পালকপুত্র তরিকুল (৫)।
তালমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন জানান, শিশু সাজিদ ও তরিকুল বাড়ির পাশের একটি পুকুরে পড়ে গিয়ে নিখোঁজ হয়। বেলা দুইটার দিকে দুই শিশুর লাশ ভেসে উঠলে স্থানীয়রা তা দেখতে পান। পরবর্তীতে তাদের উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: হরিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
৩ বছর আগে
নগরকান্দায় বৃদ্ধা মাকে গোয়ালঘরে আটকে রাখার অভিযোগ
ফরিদপুরের নগরকান্দায় শতবর্ষী এক বৃদ্ধা মাকে পরিত্যক্ত গোয়াল ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে ওই বৃদ্ধার একমাত্র ছেলের বিরুদ্ধে।
স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের হস্তক্ষেপে অবশেষে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, নগরকান্দা পৌরসভার ১নং ওয়ার্ডের করপাড়া এলাকার রমেন মন্ডল তার শতবর্ষী মা রাজেশ্বরী মন্ডলকে একটি পরিত্যক্ত ঘরে তালাবদ্ধ অবস্থায় আটকে রাখছেন দীর্ঘদিন যাবত। রমেন মন্ডল উপ সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকরি শেষে সম্প্রতি অবসরে গেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, একটি পরিত্যক্ত তালাবদ্ধ ঘরে জরাজীর্ণ অবস্থায় ওই বৃদ্ধাকে রাখা হয়েছে। তালা খুলে দেখা গেছে ওই শতবর্ষী বৃদ্ধা ময়লা আবর্জনার ভিতর তীব্র গরমে কাতরাচ্ছে। ঘরের মধ্যে কোন পাখা নেই, না পাচ্ছে ঠিকমতো খাবার, না পাচ্ছে একটু পানি। একমাত্র ছেলে ও ছেলের বউ আরাম আয়েসে আলিশান ঘরে থাকলেও সেই ঘরে জায়গা হয়নি বৃদ্ধা মায়ের।
দরজার তালা খোলা মাত্রই এই প্রতিবেদককে দেখে হাউমাও করে কেঁদে উঠেন ওই বৃদ্ধা। পরে তাকে উদ্ধার করে ছেলের ঘরে নিয়ে পাখার নিচে বসালে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি বোরহান আনিস বলেন, ‘পৌরসভার করপাড়ায় এক বৃদ্ধাকে আটকে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে আমি সহ প্রেসক্লাবের সাংবাদিকরা যাই। সেখানে গিয়ে দেখতে পাই ওই বৃদ্ধাকে একটি পরিত্যাক্ত গোয়ালঘরে আটকে রাখা হয়েছে। আমরা সেখান থেকে ওই বৃদ্ধাকে বের করে নিয়ে আসি।’
তিনি বলেন, ‘ওই বৃদ্ধা খুব ক্ষুধার্ত ছিল, তাকে তাৎক্ষনিক আম খেতে দেয়া হয়। পরে তার ছেলেকে এ বিষয়ে চাপ প্রয়োগ করলে তিনি তার ভুল স্বীকার করে মাকে আর কষ্ট দিবেন না বলে আমাদের আশ্বস্ত করেন।’
ওই বৃদ্ধার ছেলে রমেন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দরজা খোলা থাকলে বিভিন্ন দিকে চলে যায় মা। তাই আমি তাকে আটকিয়ে রাখি। আমার ভুল হয়েছে। আমি না বুঝে অনেক বড় ভুল করেছি। এখন থেকে মায়ের যত্ম নেব।’
৩ বছর আগে
নগরকান্দায় বালুভর্তি ট্রাকের ভারে ভেঙে পড়ল বেইলি ব্রিজ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জুঙ্গুরদি বাসস্ট্যান্ড ও নগরকান্দা সদরের মধ্যবর্তী কুমার নদের ওপর স্থাপিত একমাত্র বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে।
৩ বছর আগে
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে ২ শ্রমিকের মৃত্যু
জেলার নগরকান্দায় ট্রেনের নিচে কাটা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে