স্প্যান
এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা
পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানে সাথে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ধাক্কা লেগেছে। এতে ফেরির মাস্তুল ভেঙে গেছে। মঙ্গলবার সকালে ফেরিটি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম জানান, ফেরিটি পাটুরিয়া যাচ্ছিল। ফেরির ওপরের প্লাস্টিকের মাস্তুলটা পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানে সাথে ধাক্কা লেগে ভেঙে যায়। এটা সামান্য ব্যাপার। ফেরির চালকের এটা আগেই খুলে রাখা উচিত ছিল। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি।
তিনি বলেন, ১৪ দিন ধরে (১৮ আগস্ট থেকে) শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তাই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চাপ বেড়েছে। এজন্য শিমুলিয়া থেকে ফেরিটি পাটুরিয়া যাচ্ছিল। ফেরিটি চলন্ত রয়েছে। ফেরিটি ফাঁকা ছিল। আমরা জাহাজের মাস্টারকে বলেছি যদি কিছু হয়ে থাকে আমরা ফেরিটি দেখার আগে যেন সে এটার কোন রিপেয়ার না করে। তারপরও আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি আদৌ ধাক্কা লেগেছে কি না?
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ মহাব্যবস্থাপক আহম্মদ আলী জানান, তিনি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্টারের সাথে কথা বলেছেন, মাস্টার বলেছে ফেরির মাস্তুল ভেঙে যায়নি বা সেতুর স্প্যানে ধাক্কা লাগেনি। সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সাবধানতার জন্য ফেরির মাস্তুল নামিয়ে রাখা হয়। সেতু পার হয়ে আবার ফেরির মাস্তুল তুলে দেয়া হয়। দূর থেকে দেখে মনে হয়েছে মাস্তুল ভেঙে গেছে।
আরও পড়ুন: পূর্ণাঙ্গ রূপ পেল পদ্মা সেতুর সড়কপথ
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, আমরা যতটুকু জেনেছি পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানে সাথে ধাক্কা লেগে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুল ভেঙে যায়। কিন্তু বিআইডব্লিউটিসি সেটা স্বীকার করছে না। আমরা ফেরিটিকে থামাতে বলেছি। পদ্মা সেতুর নিরাপত্তায় থাকা সেনাবাহিনী ফেরিটির অবস্থা দেখতে রওনা দিয়েছে। ফেরিটি দেখার পর বোঝা যাবে মাস্তুল ভেঙেছে কি না।
এর আগে গত ৯ আগস্ট রাতে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আঘাত করে। এতে ফেরিতে থাকা দু’টি প্রাইভেটকার ও একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয় এবং ফেরির ৫ যাত্রী আহত হন। এ ঘটনায় পদ্মা সেতু কর্তৃপক্ষ লৌহজং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে এবং ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ইনল্যান্ড মাস্টার অফিসার ও হুইল সুকানীকে সাময়িক বরখাস্ত করা হয়।
এছাড়া গত ২৩ জুলাই নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহজালাল’ নামে রো রো ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিটির কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।
ওই ঘটনার পরও ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমান ও সুকানী সাইফুল ইসলামকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।
আরও পড়ুন: পদ্মা সেতুর খুঁটিতে আঘাতরোধে বয়া স্থাপন
পদ্মা সেতুর পিলারে ধাক্কা ষড়যন্ত্র কি না তদন্ত করতে হবে: সেতুমন্ত্রী
৩ বছর আগে
পদ্মা সেতুতে বাকি রইল এক স্প্যান
মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪০তম স্প্যান ‘২-ই’ বসানো হয়েছে। সেতু সম্পূর্ণ হতে এখন আর মাত্র একটি স্প্যান স্থাপন বাকি।
৪ বছর আগে
পদ্মা সেতুতে বসানো বাকি আর মাত্র ২ স্প্যান
পদ্মা সেতুর ওপর বসানো হয়েছে ৩৯তম স্প্যান। পুরো সেতু সম্পূর্ণ হতে এখন বাকি থাকল আর মাত্র দুটি স্প্যান।
৪ বছর আগে
পদ্মা সেতুর বাকি ৪ স্প্যান মাঝ ডিসেম্বরের মধ্যে বসবে: মন্ত্রী
পদ্মা বহুমুখী সেতুর বাকি চার স্প্যান ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে বসবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৪ বছর আগে
পদ্মা সেতুর ৩৫তম স্প্যান স্থাপন, দৃশ্যমান ৫.২ কিলোমিটার
পদ্মা সেতুর ওপর ৩৪তম স্প্যান স্থাপনের মাত্র ছয়দিনের ব্যাবধানে বসানো হয়েছে ‘২-বি’ নামের ৩৫তম স্প্যানটি।
৪ বছর আগে
পদ্মা সেতুর ১৯তম স্প্যান বসেছে
মাত্র এক সপ্তাহের ব্যবধানে বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর কাঠামোয় যুক্ত হয়েছে আরও একটি স্প্যান (ইস্পাতের কাঠামো)। ১৯তম এ স্প্যান বসানোর মধ্য দিয়ে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর ২, ৮৫০ মিটার দৃশ্যমান হলো।
৫ বছর আগে
পদ্মা সেতুর ১৭তম স্প্যান বসেছে
মাত্র এক সপ্তাহের ব্যবধানে মঙ্গলবার দুপুরে পদ্মা সেতুর কাঠামোয় যুক্ত হয়েছে আরও একটি স্প্যান (ইস্পাতের কাঠামো)। ১৭তম এ স্প্যান বসানোর মধ্য দিয়ে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর ২,৫৫০ মিটার দৃশ্যমান হলো।
৫ বছর আগে