বিস্ফোরক আইন
বিস্ফোরক আইনে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ কারাগারে
বিস্ফোরক আইনে সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে তার বাড়ি থেকে আটক করে ঢাকায় নিয়ে যায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
আরও পড়ুন: সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক
পরে শনিবার (১৭ আগস্ট) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়ের আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার বাসিন্দা রিপন ওরফে বাবু বাদি হয়ে একদিন আগে সাবেক এমপি রমেশ চন্দ্র সেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্ত, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলসহ ৪০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত নামা অনেককে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে জানা যায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসুচি চলাকালে রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে আসামিরা শিক্ষর্থীদের ওপর হামলা চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আন্দোলনরত অসংখ্য শিক্ষার্থী আহত হন।
আরও পড়ুন: সাবেক নৌ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার উপজেলা চেয়ারম্যান
জবির সমন্বয়ক পদ থেকে সরে গেলেন নূর নবী
৩ মাস আগে
বিএনপির অবস্থান কর্মসূচি: খুলনায় বিস্ফোরক আইনে ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বিএনপির খুলনার ফুলতলা উপজেলা শাখার আহ্বায়কসহ ২২ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। শনিবার সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে খুলনা সদর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে মামলাটি করেন।
এর আগে শনিবার সারাদেশে শহর, থানা ও উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।
কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় উপজেলা শাখার আহ্বায়ক অধ্যাপক গাজী আব্দুল হকের নেতৃত্বে জামিরা রোডে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা।
এ সময় তাদের কর্মসূচি পালনের অনুমতি না থাকায় পুলিশ তাদের বাধা দেয় বলে জানায় পুলিশ।
এদিকে পুলিশের দায়ের করা বিভিন্ন মামলায় খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. রাশেদসহ বিএনপির ৯ জন নেতাকর্মী জামিনে মুক্ত হয়েছেন।
রবিবার দুপুরে তারা কারাগার থেকে ছাড়া পান।
আরও পড়ুন: নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচিতে আ.লীগের হামলায় কর্মসূচি পণ্ড
বিএনপির অবস্থান কর্মসূচি: ঢাকার রাজপথে জড়ো হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা
১ বছর আগে
নাটোরে বিএনপির ১৯ নেতাকর্মী কারাগারে
নাটোরে বিস্ফোরক আইনে যুবলীগ নেতার দায়ের করা মামলায় বিএনপির ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদসহ ২৬ বিএনপি নেতাকর্মী নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানায়।
আরও পড়ুন: কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
শুনানি শেষে বিচারক সাতজনের জামিন মঞ্জুর করে ১৯ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আজগর খান।
বিএনপি রাজশাহী বিভাগীয় সমাবেশের আগে ২০২২ সালের ২১ নভেম্বর রাতে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন স্থানীয় যুবলীগ নেতা রবিউল প্রামানিক।
আরও পড়ুন: ফারদিন হত্যা: ২ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন বুশরা
নওগাঁয় নাশকতা ও বিস্ফোরক মামলায় বিএনপির ৮ নেতাকর্মী কারাগারে
১ বছর আগে
রাজধানীতে ৯ বাসে আগুনের ঘটনায় আরও ৪ মামলা
রাজধানীতে বৃহস্পতিবার বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন থানায় আরও চারটি মামলা দায়ের করা হয়েছে।
৪ বছর আগে