নাটোরে বিস্ফোরক আইনে যুবলীগ নেতার দায়ের করা মামলায় বিএনপির ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদসহ ২৬ বিএনপি নেতাকর্মী নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানায়।
আরও পড়ুন: কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
শুনানি শেষে বিচারক সাতজনের জামিন মঞ্জুর করে ১৯ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আজগর খান।
বিএনপি রাজশাহী বিভাগীয় সমাবেশের আগে ২০২২ সালের ২১ নভেম্বর রাতে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন স্থানীয় যুবলীগ নেতা রবিউল প্রামানিক।
আরও পড়ুন: ফারদিন হত্যা: ২ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন বুশরা
নওগাঁয় নাশকতা ও বিস্ফোরক মামলায় বিএনপির ৮ নেতাকর্মী কারাগারে