রোমানিয়া
ঢাকায় রোমানিয়ান জাতীয় দিবস উদযাপিত
রোমানিয়ার ১০৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে বারিধারায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশে নিযুক্ত রোমানিয়ার অনারারি কনসাল এবং ইউএনবি ও ঢাকা কুরিয়ারের প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান বৃহস্পতিবার (২৯ নভেম্বর) তার বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেন।
শুরুতে বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্ক এবং আসন্ন ডিসেম্বর মাসের গুরুত্ব তুলে ধরে এনায়েতউল্লাহ খান বলেন, বাংলাদেশ ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছে।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।
ড. ইফতেখার উল্লেখ করেন, এনায়েতউল্লাহ খান সম্প্রতি নাইট পদমর্যাদায় রোমানিয়ান ন্যাশনাল অর্ডার ফর মেরিটে ভূষিত হয়েছেন। তিনি বলেন, ‘আপনি সত্যিই এর যোগ্য।’
আরও পড়ুন: রোমানিয়ার জাতীয় দিবস উদযাপিত
রোমানিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উচ্চ পর্যায়ের সংলাপে গুরুত্বপূর্ণ অবদানের জন্য উচ্চ প্রশংসার নিদর্শন স্বরূপ খানকে এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়।
এই পুরস্কার প্রদান করেন রোমানিয়ার প্রেসিডেন্ট। ন্যাশনাল অর্ডার ফর মেরিট রোমানিয়ায় প্রদত্ত গুরুত্বপূর্ণ বেসামরিক বা সামরিক পরিষেবাগুলিকে স্বীকৃতি দেয়।
ড. ইফতেখার বলেন, বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যকার সম্পর্ক এখন অনেক শক্তিশালী হয়েছে। সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক এবং শ্রম খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে কাজ হচ্ছে।
‘রোমানিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার’ উল্লেখ করে তিনি বলেন, খান বাংলাদেশে রোমানিয়ার প্রতিনিধিত্ব করে অসাধারণ কাজ করছেন।
তিনি ২০২১ সালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সফর এবং এই সফরের ফলাফলের কথাও স্মরণ করেন, যা দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করেছে।
শিক্ষাবিদ, রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী নেতা, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাবেক বেসামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তারা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গ্রেট ইউনিয়ন দিবসকেই রোমানিয়ার জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়। ১৯১৮ সালের এই দিনে ট্রান্সিলভানিয়ার পাশাপাশি রোমানিয়ান রাজ্যের সঙ্গে বেসারাবিয়া ও বুকোভিনা প্রদেশের একত্রীকরণ করা হয়েছিল।
আরও পড়ুন: ২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিবে রোমানিয়া
মোটরসাইকেলে ২৯ দেশ পেরিয়ে রোমানিয়ার তরুণী এখন সাতক্ষীরায়
১১ মাস আগে
এনায়েতউল্লাহ খানকে 'ন্যাশনাল অর্ডার ফর মেরিট' পদকে ভূষিত করেছে রোমানিয়া
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রোমানিয়ার অনারারি কনসাল এনায়েতউল্লাহ খান নাইট পদমর্যাদায় 'ন্যাশনাল অর্ডার ফর মেরিট' পদকে ভূষিত হয়েছেন।
রোমানিয়ার প্রেসিডেন্টের কার্যালয় অনুসারে, বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং উচ্চ পর্যায়ের সংলাপ সমর্থন ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য উচ্চ প্রশংসার নিদর্শন স্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়েছে।
এই পদক প্রদান করেন রোমানিয়ার প্রেসিডেন্ট।
আরও পড়ুন: সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এনআইসি সদস্য হলেন এনায়েতউল্লাহ খান
১১ মাস আগে
ঢাকা থেকে ভিসা দেয়ায় রোমানিয়াকে ধন্যবাদ পররাষ্ট্রমন্ত্রীর
ঢাকা থেকে বাংলাদেশিদের ভিসা দেয়ায় রোমানিয়ার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
দিল্লির রোমানিয়ান দূতাবাস বাংলাদেশিদের জন্য ২০২০ সালে ৫৮০টি, ২০২১ সালে দুই হাজার ৮৬৯টি এবং ২০২২ সালের জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এক হাজার ১৮০টি ভিসা দিয়েছে।
বর্তমানে ঢাকা থেকে ভিসা দিচ্ছে রোমানিয়া।
আরও পড়ুন: ২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিবে রোমানিয়া
সোমবার মোমেন বলেন,‘২০২১ সালের অক্টোবরে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কুর সঙ্গে আমার ফলপ্রসূ বৈঠকের পর বাংলাদেশিদের নেয়ার কার্যকর উদ্যোগের জন্য আমরা রোমানিয়ান সরকারের প্রতি কৃতজ্ঞ।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া থেকেও বেশ কিছু সংখ্যক বাংলাদেশি বৈধ কাজের ভিসা নিয়ে রোমানিয়ায় যাচ্ছেন।
২ বছর আগে
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন রোমানিয়ার রাষ্ট্রদূত
বাংলাদেশে রোমানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটির রাষ্ট্রদূত ড্যানিয়েলা সেজোনভ টেনে।
সেজোনভ নয়াদিল্লিতে অবস্থান করে একই সঙ্গে ভারত ও নেপালে তার দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন।
বুধবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রদূত ড্যানিয়েলা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা প্রকাশ করেন, তার দায়িত্বকালে রোমানিয়ার সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আরও বাড়বে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত রোমানিয়ার অনারারি কনসুল এনায়েতউল্লাহ খান রাষ্ট্রদূত ড্যানিয়েলার সম্মানে তার বারিধারার বাসভবনে এক সংবর্ধনার আয়োজন করেন।
আরও পড়ুন: রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসনে নিহিত: পররাষ্ট্র সচিব
নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে এসে আমি আনন্দিত। বাংলাদেশে এসে আমি খুবই গর্বিত।’
তিনি আরও জানান, বাংলাদেশ ও রোমানিয়া তাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে একসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করছে।
তিনি বলেন, ইউক্রেনের সংকটে রোমানিয়ানরা যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করছে। এ সময় তারা কীভাবে ভারতীয় শিক্ষার্থীদের এবং ইউক্রেনে আটকা পড়া কিছু বাংলাদেশিকে সাহায্য করেছিল তা স্মরণ করেন তিনি।
রোমানিয়ার রাষ্ট্রদূত বলেন, বর্তমানে আমাদের কিছু মৌলিক সাধারণ মূল্যবোধের পক্ষে দাঁড়ানোর জন্য এক হতে হবে। আমি এই পরিস্থিতির উন্নতির আশা করি।
তিনি আরও বলেন, এটি এমন একটি যুদ্ধ, সবাইকে এর সমালোচনা করতে হবে।
বেদ ও উপনিষদের প্রাচীন জ্ঞানের মাধ্যমে ভারতের প্রেমে পড়ে রাষ্ট্রদূত ড্যানিয়েলা বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ে হিন্দি ভাষা ও সাহিত্য অধ্যয়ন করার সিদ্ধান্ত নেন।
তিনি কমিউনিস্ট-পরবর্তী রোমানিয়ায় হিন্দি অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রথম ব্যাচের ছাত্রী।
ড্যানিয়েলা ১৯৯২ সালে আগ্রার কেন্দ্রীয় হিন্দি সংস্থায় হিন্দি ভাষা ও সংস্কৃতি অধ্যয়নের জন্য ভারত সরকারের কাছ থেকে একটি বৃত্তি পেয়েছিলেন। এভাবেই মাত্র ২২ বছর বয়সে তিনি ভারতে আসেন।
এনায়েতউল্লাহ খান বলেন, বাংলাদেশকে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়া বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে রোমানিয়া একটি।
এ সময় তিনি প্রায় ২০ বছর পর ঢাকায় রাষ্ট্রদূত ড্যানিয়েলাকে দেখে আনন্দ প্রকাশ করেন।
আরও পড়ুন: বাংলাদেশে অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস নর্ডিক দেশগুলোর
তিনি জানান, গত দুই বছরে করোনা আমাদের ভিন্নভাবে ভাবতে শিখিয়েছে। মহামারি পরবর্তী ভোগান্তি আমাদের আরও শক্তিশালী করেছে।
ইউক্রেনের পরিস্থিতি আরও ভালো এবং শান্তিপূর্ণ হবে এমন আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন নতুন চ্যালেঞ্জ থাকলেও সবাই মিলে একটি উন্নত বিশ্বের জন্য ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব আমরা।
তিনি আরও বলেন, ‘এটা নতুন বাংলাদেশ। ক্রমবর্ধমান বাংলাদেশ এটি।’
এনায়েতউল্লাহ খান বলেন, ‘ইমেজ সংকট’ থেকে উত্তরণে বাংলাদেশকে উন্নীত করার লক্ষ্যে তারা কঠোর পরিশ্রম করছেন।
তিনি বিশ্বে শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশা করে বলেন, প্রতিটি সংকটে একটি ভালো দিক আছে। আমি আশা করি বাংলাদেশ-রোমানিয়ার সম্পর্ক বৃহত্তর, শক্তিশালী ও গভীর হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী মলদোভা ও রোমানিয়া হয়ে ইউক্রেন থেকে আটকে পড়া বাংলাদেশিদের সহায়তায় রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বুখারেস্টে বাংলাদেশ মিশনের সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
সচিব বলেন, তিনি (রোমানিয়ান রাষ্ট্রদূত) যেভাবে বাংলাদেশকে গ্রহণ করেছেন তাতে আমি খুবই মুগ্ধ এবং তিনি দুই দেশের সম্পর্ককে ভিন্ন উচ্চতায় উন্নীত করার ইচ্ছা প্রকাশ করেছেন।
সচিব বলেন, (দুই দেশের সম্পর্কে) অনেক অগ্রগতি হয়েছে। রোমানিয়া বাংলাদেশ থেকে প্রচুর জনবল নেয়ার অপেক্ষায় রয়েছে এবং নতুন রাষ্ট্রদূত এটি সহজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
এ সময় সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান ও কসমস ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ইমেরিটাস রাষ্ট্রদূত (অব.) তারিক এ করিমসহ বর্তমান ও সাবেক কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রোহিঙ্গা নিপীড়নকে ‘গণহত্যা’ ঘোষণা: যুক্তরাষ্ট্র প্রত্যাবাসনে সহায়তা করবে প্রত্যাশা ঢাকার
২ বছর আগে
হাদিসুরের মরদেহ ঢাকায়
ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ সোমবার ঢাকায় পৌঁছেছে।
বিমানবন্দরের একজন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে তার্কিস এয়ারলাইন্সের একটি ফ্লাইট মরদেহ নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রবিবার রোমানিয়া থেকে ইস্তাম্বুল হয়ে হাদিসুরের মরদেহ ঢাকায় আসার কথা থাকলেও ইস্তাম্বুলে প্রবল তুষারঝড়ের কারণে মরদেহ বহনকারী ফ্লাইট সময় মতো উড়তে পারেনি।
আরও পড়ুন: ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত এক নাবিক
গত ৯ মার্চ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র জীবিত ২৮ নাবিক ঢাকায় পৌঁছেন। তারা ইউক্রেন থেকে মলদোভা হয়ে বুখারেস্টে পৌঁছায়, সেখান থেকে তারা ঢাকায় ফিরে আসেন।
রুশ আাগ্রাসনের কারণে বিএসসি জাহাজটি ২৩ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়ে।
৩ মার্চ রকেট হামলায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর নিহত হন। এরপর থেকে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
হাদিসুরের মরদেহ ইউক্রেনের কাছে একটি বাঙ্কারে সংরক্ষিত ছিল। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি অবনতির কারণে হাদিসুরের মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া বিলম্বিত হয়।
আরও পড়ুন: দেশে ফিরলেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক
২ বছর আগে
ইউক্রেন থেকে নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন ২৮ নাবিক: পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-এর ২৮ নাবিক নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন এবং শিগগিরই তারা দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
পাঁচ বাংলাদেশির পোস্ট করা ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, সরকার ঘটনা ও তাদের অবস্থান জানতে তাদের বক্তব্য যাচাই-বাছাই করছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা চায়।
আরও পড়ুন: ইউক্রেনে আটকে পড়া নাবিকদের রোমানিয়ায় নেয়ার চেষ্টা চলছে: পররাষ্ট্র সচিব
এর আগে শুক্রবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-এর ২৮ জন ক্রুকে রোমানিয়ায় আনার চেষ্টা চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, পোল্যান্ডে এখন প্রায় ৬০০ বাংলাদেশি রয়েছেন।
গত বুধবার রুশ রকেট হামলায় এ জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমান আরিফ মারা যান।
ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান থেকে উদ্ভূত মানবিক সমস্যা সমাধানে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার অনুরোধসহ রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয় হটলাইন চালু করেছে। হটলাইন নম্বর +৭ ৪৯৫৪৯৮-৪৬, ৭ ৪৯৫৪৯৮-৪২-১১, ৭ ৪৯৫৪৯৮-৪১-০৯।
আরও পড়ুন: ইউক্রেনে আটকা পড়া নাবিকদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
২ বছর আগে
পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়ায় নিরাপদে পৌঁছেছে চার শতাধিক বাংলাদেশি
সরকার জানিয়েছে, এ পর্যন্ত ৪০০ জনেরও বেশি বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে পৌঁছেছে।
বাংলাদেশ সরকার তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করছে এবং তাদের দেশে ফেরার জন্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করছে।
শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ পর্যন্ত প্রায় ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডসহ অন্যান্য দেশে পৌঁছেছে।
এদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থা করা অস্থায়ী আশ্রয়ে রয়েছেন।
বাকিরা তাদের পছন্দ অনুযায়ী তাদের নিজস্ব ব্যবস্থায় রয়েছে। যদিও তাদের দূতাবাসের পক্ষ থেকে আশ্রয় দেয়া হয়েছিল।
আরও পড়ুন: ইউক্রেনীয় বন্দরে আটকা পড়েছেন ২৯ বাংলাদেশি নাবিক
ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি), ইউক্রেনের মাধ্যমে দূতাবাস ২৮ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার ও স্থানান্তরের জন্য কাজ করছে।
দূতাবাস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম), ইউক্রেনের মাধ্যমে কারাগারে থাকা বা ইউক্রেনে আটক বাংলাদেশিদের সরিয়ে নেয়ার জন্যও কাজ করছে।
ইতোমধ্যে, প্রায় ১৫ জন বাংলাদেশি শিক্ষার্থী হাঙ্গেরিতে এসেছেন, যারা এখন ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আছে।
আগামী কয়েক দিনের মধ্যে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারাও এখন বাংলাদেশে ফিরতে ইচ্ছুক।
আরও পড়ুন: ২ লাখের বেশি মানুষ ইউক্রেন ত্যাগ করেছেন: জাতিসংঘ
এ পর্যন্ত তিনজন বাংলাদেশি রোমানিয়ায় প্রবেশ করেছেন যাদের এখন বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস দেখাশোনা করছে।
শিগগিরই আরও সাত বাংলাদেশি রোমানিয়ায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। তারা অবিলম্বে বাংলাদেশে ফিরতেও ইচ্ছুক বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে বেলারুশে আলোচনা নয়: ইউক্রেন
২ বছর আগে
নিরাপদে পোল্যান্ড, রোমানিয়ায় প্রবেশ করেছেন ২০০ বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইউক্রেন থেকে প্রায় ২০০ বাংলাদেশি নাগরিক পোল্যান্ড ও রোমানিয়ায় প্রবেশ করেছেন। শনিবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এই তথ্য জানিয়েছেন।
বাংলাদেশি নাগরিকদের ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও মলদোভায় যেতে সহায়তা করার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউএনবিকে বলেন, ‘আমরা প্রায় ৭০০ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে যোগাযোগ করছি।’
আরও পড়ুন: ইউক্রেন সঙ্কট: রাজধানী কিয়েভে কারফিউ অব্যাহত
ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের একটি দল পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডে প্রবেশে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের সহায়তা করতে কাজ করছে।
এর আগে, ইউক্রেনে আটকা পড়া বাংলাদেশিদের প্রতিবেশী ইউরোপীয় দেশগুলোতে দেশের কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান করে বাংলাদেশ। তাছাড়া পোল্যান্ড ও রোমানিয়া বাংলাদেশিদের অস্থায়ী আশ্রয় দিতে এগিয়ে এসেছে।
শনিবার জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাত দিয়ে এপি জানিয়েছে, রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ এখন পর্যন্ত ইউক্রেন ছেড়ে পোল্যান্ড ও অন্যান্য প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে।
আরও পড়ুন: রুশ হামলায় ১৯৮ জন নিহত, আহত সহস্রাধিক: ইউক্রেনের মন্ত্রী
২ বছর আগে
রোমানিয়ায় হাসপাতালে আগুনে ১০ কোভিড-১৯ রোগীর মৃত্যু
উত্তর-পূর্ব রোমানিয়ার পিয়াতরা নিমট কাউন্টি হাসপাতালে শনিবার লাগা আগুনে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ১০ কোভিড-১৯ রোগী নিহত হয়েছেন।
৩ বছর আগে