বাংলাদেশে রোমানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটির রাষ্ট্রদূত ড্যানিয়েলা সেজোনভ টেনে।
সেজোনভ নয়াদিল্লিতে অবস্থান করে একই সঙ্গে ভারত ও নেপালে তার দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন।
বুধবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রদূত ড্যানিয়েলা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা প্রকাশ করেন, তার দায়িত্বকালে রোমানিয়ার সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আরও বাড়বে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত রোমানিয়ার অনারারি কনসুল এনায়েতউল্লাহ খান রাষ্ট্রদূত ড্যানিয়েলার সম্মানে তার বারিধারার বাসভবনে এক সংবর্ধনার আয়োজন করেন।
আরও পড়ুন: রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসনে নিহিত: পররাষ্ট্র সচিব
নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে এসে আমি আনন্দিত। বাংলাদেশে এসে আমি খুবই গর্বিত।’
তিনি আরও জানান, বাংলাদেশ ও রোমানিয়া তাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে একসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করছে।
তিনি বলেন, ইউক্রেনের সংকটে রোমানিয়ানরা যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করছে। এ সময় তারা কীভাবে ভারতীয় শিক্ষার্থীদের এবং ইউক্রেনে আটকা পড়া কিছু বাংলাদেশিকে সাহায্য করেছিল তা স্মরণ করেন তিনি।
রোমানিয়ার রাষ্ট্রদূত বলেন, বর্তমানে আমাদের কিছু মৌলিক সাধারণ মূল্যবোধের পক্ষে দাঁড়ানোর জন্য এক হতে হবে। আমি এই পরিস্থিতির উন্নতির আশা করি।
তিনি আরও বলেন, এটি এমন একটি যুদ্ধ, সবাইকে এর সমালোচনা করতে হবে।
বেদ ও উপনিষদের প্রাচীন জ্ঞানের মাধ্যমে ভারতের প্রেমে পড়ে রাষ্ট্রদূত ড্যানিয়েলা বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ে হিন্দি ভাষা ও সাহিত্য অধ্যয়ন করার সিদ্ধান্ত নেন।
তিনি কমিউনিস্ট-পরবর্তী রোমানিয়ায় হিন্দি অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রথম ব্যাচের ছাত্রী।
ড্যানিয়েলা ১৯৯২ সালে আগ্রার কেন্দ্রীয় হিন্দি সংস্থায় হিন্দি ভাষা ও সংস্কৃতি অধ্যয়নের জন্য ভারত সরকারের কাছ থেকে একটি বৃত্তি পেয়েছিলেন। এভাবেই মাত্র ২২ বছর বয়সে তিনি ভারতে আসেন।
এনায়েতউল্লাহ খান বলেন, বাংলাদেশকে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়া বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে রোমানিয়া একটি।
এ সময় তিনি প্রায় ২০ বছর পর ঢাকায় রাষ্ট্রদূত ড্যানিয়েলাকে দেখে আনন্দ প্রকাশ করেন।
আরও পড়ুন: বাংলাদেশে অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস নর্ডিক দেশগুলোর
তিনি জানান, গত দুই বছরে করোনা আমাদের ভিন্নভাবে ভাবতে শিখিয়েছে। মহামারি পরবর্তী ভোগান্তি আমাদের আরও শক্তিশালী করেছে।
ইউক্রেনের পরিস্থিতি আরও ভালো এবং শান্তিপূর্ণ হবে এমন আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন নতুন চ্যালেঞ্জ থাকলেও সবাই মিলে একটি উন্নত বিশ্বের জন্য ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব আমরা।
তিনি আরও বলেন, ‘এটা নতুন বাংলাদেশ। ক্রমবর্ধমান বাংলাদেশ এটি।’
এনায়েতউল্লাহ খান বলেন, ‘ইমেজ সংকট’ থেকে উত্তরণে বাংলাদেশকে উন্নীত করার লক্ষ্যে তারা কঠোর পরিশ্রম করছেন।
তিনি বিশ্বে শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশা করে বলেন, প্রতিটি সংকটে একটি ভালো দিক আছে। আমি আশা করি বাংলাদেশ-রোমানিয়ার সম্পর্ক বৃহত্তর, শক্তিশালী ও গভীর হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী মলদোভা ও রোমানিয়া হয়ে ইউক্রেন থেকে আটকে পড়া বাংলাদেশিদের সহায়তায় রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বুখারেস্টে বাংলাদেশ মিশনের সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
সচিব বলেন, তিনি (রোমানিয়ান রাষ্ট্রদূত) যেভাবে বাংলাদেশকে গ্রহণ করেছেন তাতে আমি খুবই মুগ্ধ এবং তিনি দুই দেশের সম্পর্ককে ভিন্ন উচ্চতায় উন্নীত করার ইচ্ছা প্রকাশ করেছেন।
সচিব বলেন, (দুই দেশের সম্পর্কে) অনেক অগ্রগতি হয়েছে। রোমানিয়া বাংলাদেশ থেকে প্রচুর জনবল নেয়ার অপেক্ষায় রয়েছে এবং নতুন রাষ্ট্রদূত এটি সহজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
এ সময় সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান ও কসমস ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ইমেরিটাস রাষ্ট্রদূত (অব.) তারিক এ করিমসহ বর্তমান ও সাবেক কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রোহিঙ্গা নিপীড়নকে ‘গণহত্যা’ ঘোষণা: যুক্তরাষ্ট্র প্রত্যাবাসনে সহায়তা করবে প্রত্যাশা ঢাকার