ভাটিয়ারী
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নিহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে মো. মান্নান ও বিল্পব দাশ নামে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার উপজেলা সদরে সীতাকুণ্ড রেল স্টেশন ও শুক্রবার ভাটিয়ারী এলাকার রেললাইনে ঘটনা দুইটি ঘটে।
আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
জানা যায়, সীতাকুণ্ড সদর স্টেশন থেকে শতাধিক গজ দূরে রেললাইনের পাশ থেকে মান্নান নামে এক যুবকের লাশ উদ্ধার করে জিআরপি পুলিশ।
নিহত যুবক ভোলা জেলার লালমোহন থানার মো. সিদ্দিকের ছেলে।
সীতাকুণ্ড জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমজাদ আলী চৌধুরী বলেন, যুবকটি কোনো একসময় রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে রেললাইনের পাশ থেকে যুবকটির লাশ উদ্ধার করা হয়।
অপরদিকে শুক্রবার ভোরে উপজেলার ভাটিয়ারী রেলস্টেশনের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে বিপ্লব দাশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি জাহানাবাদ এলাকার সোনারগাঁও পেট্রোল পাম্পের পশ্চিমে জেলে পাড়ার কানু দাশের ছেলে। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
যশোরে ট্রেনে কাটা পড়ে নিহত ১
৭ মাস আগে
চট্টগ্রামে জাহাজ থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ সীতাকুণ্ডে উদ্ধার
চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গরে জাহাজ থেকে পড়ে নিখোঁজ এনামুল হক প্রকাশ ইমরান (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
জোয়ারের পানিতে ভেসে আসা ইমরানের লাশ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সীতাকুণ্ডে সাগর উপকূল ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মির্জা নগর থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত ইমরান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কৌতলা গ্রামের আবদুল হকের ছেলে।
আরও পড়ুন: কচুয়ার নিখোঁজ ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ দাউদকান্দিতে উদ্ধার
তার স্ত্রী নাজমা বেগম জানান, গত বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত দুইটা সময় বন্দরের বহিনাঙ্গের ‘আকিজ হোসেন’ নামক তেলবাহী একটি জাহাজ থেকে পা পিছলে পড়ে নিখোঁজ হন আমার স্বামী। মঙ্গলবার সকালে জেলেরা আমাকে ফোন করে জানান লাশের কথা।
সীতাকুণ্ডের কুমিরা নৌ পুলিশের এসআই চাঁন মিয়া জানান, মঙ্গলবার ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসা একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জেলেরা জানালে আমরা দুপুরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি।
এদিকে লাশটির উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে টিম লিডার মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে গাউছিয়া কমিটি ভাটিয়ারী শাখা।
২ বছর আগে
সীতাকুণ্ডে ২৯ বছরের পরিত্যক্ত জাহাজ কেটে নেয়ায় ২৩ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সাগর উপকূলে আটকে যাওয়া একটি পরিত্যক্ত জাহাজের মালিকানা দাবি করে কেটে নিয়ে যাওয়ার অভিযোগে তিন ব্যক্তিকে ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে শুনানী শেষে এই আদেশ দেন পরিবেশ অধিদপ্তর পরিচালক মফিদুল ইসলাম।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল ইসলাম বলেন, সঠিক পদ্ধতিতে জাহাজ না কাটার কারণে জাহাজের মালিকানা দাবি করা তিন ব্যক্তিকে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়। তবে নোটিশ দিলেও হাজির হননি ভাটিয়ারী শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক পক্ষের লোকজন। তাদের পুনরায় নোটিশ করা হবে। এরপরও হাজির না হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান মফিদুল ইসলাম।
আরও পড়ুন: বাংলাদেশি জাহাজে রকেট হামলা: ভিডিও বার্তা পাঠিয়ে উদ্ধারের আকুতি নাবিকদের
জানা গেছে, সাগর উপকূলে দীর্ঘ ২৯ বছর ধরে আটকে থাকা রয়েল বার্ড নামের একটি পরিত্যক্ত জাহাজের মালিকানা দাবি করে জাহাজ কেটে নিয়ে যাচ্ছিল প্রভাবশালী একটি সিন্ডিকেট। যে ইয়ার্ডে জাহাজটি কাটা হচ্ছে সে ইয়ার্ডের লাইসেন্স নবায়ন না থাকায় জাহাজ কীভাবে কাটা হচ্ছে, কোন দুর্ঘটনা ঘটলে দায়ভার কে নেবে ইত্যাদি নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।
এ বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হলে গত সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কয়েকজন ঊর্ধতন কর্মকর্তা। এ সময় জাহাজের মালিক দাবি করা গিয়াস উদ্দিন, মাহবুব ও কামাল উদ্দিন নামের তিন ব্যক্তি ও ভাটিয়ারী শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিককে নোটিশের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে হাজির হতে বলা হয়।
আরও পড়ুন: ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত এক নাবিক
২ বছর আগে
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নিহত ১
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কলেজ পাড়া এলাকায় রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মতিন বাদল (৫৫) ঐ এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র। তিনি পেশায় একজন ফ্রিজ মেকানিক।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মতিন বাদল সকালে ঘর থেকে বের হয়ে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় একটি রেল ইঞ্জিনের ধাক্কা লেগে গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে চমেক পুলিশ ফাঁড়ির এ.এস.আই আলাউদ্দিন জানান, সকালে ভাটিয়ারী এলাকা থেকে মাথায় আঘাত প্রাপ্ত আব্দুল মতিন বাদল নামে একজনকে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতকে পর্যটন এলাকা ঘোষণা
২ বছর আগে
আগুনে পুড়ে ছাই সীতাকুণ্ডের ৩০ দোকান
সীতাকুণ্ডে ভাটিয়ারী উপজেলায় স্থানীয় কাঁচাবাজারে আগুন লেগে অন্তত ৩০টি ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
শনিবার সকাল পৌনে সাত টার দিকে উপজেলার ভাটিয়ারী উত্তর বাজার কাঁচা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাটিয়ারী কাঁচা বাজারে একটি লেপ তোষকের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে এলাকার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। কুমিরা ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের লোকজন সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: চট্টগ্রামে বস্তিতে আগুনকুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: ফিরোজ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে প্রায় ৩০টির মত ছোট বড় দোকান পুড়ে গেছে।
তিনি জানান, আগুন লাগার সূত্র তাৎক্ষণিক খুঁজে পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
আরও পড়ুন: প্যান্ডেল ভাঙচুর: চট্টগ্রামে ৬ ঘণ্টার হরতাল শুরু
৩ বছর আগে
ভাটিয়ারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে রবিবার দুপুরে একটি ইলেকট্রিক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
৪ বছর আগে