খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন নেভানোর আগেই মার্কেটের আটটি ইলেকট্রিক দোকান পুড়ে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানায়, ভাটিয়ারী এলাকার মো. নাজিম উদ্দিনের মালিকানাধীন মার্কেটে পুরাতন জাহাজের ইলেকট্রিকের বিভিন্ন মালামালের দোকান রয়েছে। দুপুরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লেগে মুহূর্তে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
স্থানীয় ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমি নৌবাহিনীর ও কুমিরা ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণ আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। এটা তদন্তসাপক্ষে বলা যাবে।’