ভয়াবহ অগ্নিকাণ্ড
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করে এবং নিয়ন্ত্রণে আসে সকাল ৯টা ১০ মিনিটের দিকে।
আরও পড়ুন: রাজধানীর চকবাজারে সিরামিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে
৭৫১ দিন আগে
কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতের দিকে ওই গ্রামের ছালে মাহমুদের ছেলে নাদের আলীর ঘরে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। ঘুমন্ত মানুষ জেগে ওঠার আগেই আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে নাদের আলীর চারটি টিনসেড ঘর, গোয়াল ঘর, রান্না ঘর এবং গোয়ালে রাখা তিনটি গাভী পুড়ে যায়। পরে আগুন পাশ্ববর্তী আব্দুল কাদের ও মজিদুলের ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেয়।
ধারণা করা হচ্ছে, সবমিলিয়ে প্রায় ১০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার ৯০ শতাংশ কমানো হবে: পরিবেশমন্ত্রী
কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই আব্দুল কাদেরের দু’টি, মজিদুলের একটি ঘর, আসবাবপত্র, ধানচাল, নগদ টাকাসহ সবকিছু পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত নাদের আলী বলেন, আমার বাড়ি ঘর, গরু বাছুর সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার এখন কি হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। খুব টেনশনে আছি কথা বলতে পারবো না। তবে আগুন কিভাবে লাগছে বলতে পারছি না।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহসান হাবীব জানান, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় চেয়ারম্যান পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ জানান, সর্বনাশী আগুন পরিবার তিনটির সবকিছু শেষ করে দিয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ইউনিয়ন পরিষদ থেকে প্রাথমিক সহায়তা দেয়া হয়েছে।
আরও পড়ুন: লাশ হয়ে ফেরা ৭১৪ নারী অভিবাসী শ্রমিকের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট
৭৯৭ দিন আগে
নগরকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল গুদামঘর
ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বাড়ির গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকালে উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা ম তআক্তার হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ওই উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: অগ্নিকাণ্ডে ২০২২ সালে ৯৮ জনের মৃত্যু: ফায়ার সার্ভিস
জানা যায়, রামনগর এলাকার রতন শেখ নামে এক ব্যক্তির রান্না ঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যেই পাশের গুদাম ঘরে ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা পর্যন্ত পুড়তে থাকে গুদাম ঘরটি। এসময় গুদাম ঘরে থাকা পাট, ধানসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক, রামনগর ইউপি চেয়ারম্যান কাইমউদ্দিন মন্ডল, নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বশির উদ্দিন প্রমুখ। এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেন ইউএনও।
নগরকান্দা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আক্তার হোসেন বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা ধারণা করছেন যে বাড়ির একটি রান্না ঘর থেকে এই আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।
আরও পড়ুন: কচুয়ায় অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই, আহত ১০
ঝাড়খন্ডে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১৪, আহত ১২
৮০৯ দিন আগে
ভৈরবে জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮টি ইউনিট
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পৌর শহরের হাজী ফুল মিয়া পাদুকা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৮টি ইউনিট কাজ করছে।
রবিবার চার ঘন্টার চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনে কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিষয়টি নিশ্চিত করেন উপ-সহকারী পরিচালক মো. মোবারক আলী। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
জানা যায়, বিকাল সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. শাহ আলম মোল্লা ও মার্কেট মালিক হাজী মো. ফুল মিয়া।
আরও পড়ুন: ভৈরবে জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮টি ইউনিট
স্থানীয় বাসিন্দা ও মার্কেটের জুতা ব্যবসায়ী সূত্রে জানা যায়, ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক লাগোয়া ভৈরব উপজেলা পরিষদের সামনে হাজী ফুল মিয়া জুতা মার্কেট। এই মার্কেটে পাইকারি দরে জুতা বেচা-কেনা হয়ে আসছে। তৃতীয় তলা বিশিষ্ট মার্কেটে একটি বেসরকারি ব্যাংকের শাখাসহ প্রায় দেড় হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় পাইকারি ব্যবসার দোকান। আর তৃতীয় তলায় পাদুকার গোদাম হিসেবে ব্যবহার করে ব্যবসায়ীরা। ফলে তৃতীয় তলায় মানুষের চলাচলও কম। এদিকে মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শত শত ব্যবসায়ী ও উৎসুক জনতা ভীড় জমায়। ফলে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের যানযটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে হঠাৎ করে তৃতীয় তলা থেকে আগুনের কালো ধোঁয়া বের হতে দেখতে পায় লোকজন। পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। কিন্তু সময় বাড়ার সঙ্গে আগুনও বাড়তে থাকে। ফলে ভৈরবসহ আশ-পাশের জেলা ও উপজেলা থেকে সার্ভিসের ৮টি ফায়ার ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে প্রায় সাড়ে চার ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে, কিভাবে এই আগুনের সূত্রপাত তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে, দমকল বাহিনীর প্রাথমিক ধারণা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মোবারক আলী জানান, রাত সাড়ে ৮টায় ৮টি ইউনিট একযোগে কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব না।
সোমবার আমাদের ও জেলা প্রসাশকের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
আরও পড়ুন: শার্শায় জুট মিলে অগ্নিকাণ্ডে ২০ জন আহত
শার্শায় জুট মিলে অগ্নিকাণ্ডে ২০ জন আহত
৮৮৯ দিন আগে
খুলনায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২ কোটি টাকার ক্ষতি
খুলনার তেরখাদা উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ থেকে ১৫টি দোকান ও গুদাম ঘর আগুনে পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
মঙ্গলবার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রূপসা সেনের বাজার ফায়ার সার্ভিস ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ব্যবসায়ী সূত্রে জানা গেছে, আগুনে সুধীর সাহা, কালু সাহা, হামিদ শেখের মুদির দোকান, অসীম সাহার রাইস মিল, ইশারুলের চালের দোকান, বিধান সাহার টিনের দোকান, রাইস মিল, তেল-পেট্রো-চালের গোডাউনসহ প্রায় ১৫টি দোকান পুড়ে গেছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার কারাগারে অগ্নিকাণ্ডে নিহত ৪১
তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, ‘৪-৫টি দোকান ঘরের কোনো কিছুই নাই। আর পাঁচটি ঘরের অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুধীর সাহা ও কালু সাহার গুদাম ঘরের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।’
মুদি দোকানি সুধির সাহার দোকানে ভাতের মাড় গলাতে গিয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন তেরখাদা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক কচি।
সেনেরবাজার ফায়ার সার্ভিসের ইন্সটেক্টর নূর ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর আমাদের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি।’
তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা সুলতানা বলেন, ‘খবর শোনার পরই ফায়ার সার্ভিস ইউনিটকে জানিয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে সব মিলিয়ে ১০-১৫টি দোকান, রাইস মিল ও মালামালের গুদাম পুড়ে যায়।’
আরও পড়ুন: সেজান জুস অগ্নিকাণ্ড: হাসেম, ২ ছেলের জামিন
গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
১৩০৭ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়েছে ১০ দোকান
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ দোকান আগুনে পুড়ে গেছে।
উপজেলার নয়নপুর বাজারে রবিবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজার কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, কিভাবে আগুন লেগেছে তা আমাদের জানা নেই। খবর পেয়ে এসে দেখি মার্কেটে ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ফলে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
কসবা ফায়ায় সার্ভিস স্টেশনের লিডার সাইদুল ইসলাম জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান, মোরগের খাবারের দোকানসহ ১০ দোকান পুড়ে গেছে।
১৪৪৮ দিন আগে
রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান ও কাঁচা ঘর পুড়ে ছাই
রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী এলাকায় মসজিদ কলোনিতে শনিবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫-৩০টি দোকান ও কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
১৫২০ দিন আগে
ভাটিয়ারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে রবিবার দুপুরে একটি ইলেকট্রিক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১৬৩১ দিন আগে