যুবকের মৃত্যু
খাগড়াছড়িতে জিপগাড়ি উল্টে যুবকের মৃত্যু
খাগড়াছড়ি সদরের ভাই-বোনছড়া এলাকায় জিপগাড়ি উল্টে মনির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভাই-বোনছড়া ইউনিয়নের দুর্গম রাইন্যাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মনির হোসেনে (২৪) ভাই-বোনছড়া ইউনিয়নের পূর্ব মুসলিম পাড়া এলাকার মো. সোলাইমানের ছেলে।
আরও পড়ুন: কমলগঞ্জে অটোরিকশা উল্টে ২ কলেজ ছাত্রের মৃত্যু
স্থানীয়রা জানান, জিপগাড়িটি বাঁশ আনতে যাওয়ার পথে রাইন্যাবাড়ি এলাকায় পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মনির হোসেন।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, মনিরের লাশ উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৪ দিন আগে
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহ্ফুজ হোসেন মোল্লা নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজ ওই এলাকার লিয়াকত হোসেন মোল্লার ছেলে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
স্থানীয়রা জানান, মাহফুজ বুধবার সকালে মোল্লার হাট বাজার এলাকার আউয়াল মোল্লার একটি পুকুরে বৈদ্যুতিক মোটর লাগিয়ে পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
৪ সপ্তাহ আগে
কুমিল্লায় ডাকাতের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যুর অভিযোগ
কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের হামলায় এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
শনিবার রাতে উপজেলার আবিদপুর গ্রামের উত্তর পাড়া পাটোয়ারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিক ওই এলাকার মো. হাবু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে আবিদপুর গ্রামে একদল ডাকাত হানা দেয়। এ সময় রফিক ডাকাত দেখে চিৎকার করে। এতে গ্রামবাসী সজাগ হলে ডাকাতদল পালিয়ে যায়। তবে ডাকাত পালিয়ে গেলেও সে সময় রফিককে খুঁজে পায়নি গ্রামবাসী। রবিবার সকালে পার্শ্ববর্তী বেগুন ক্ষেতের পাশ থেকে রফিকের লাশ পাওয়া যায়।
ডাকাতদের দেখে ফেলায় রফিককে হত্যা করা হয় বলে স্থানীয়দের ধারণা।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন: রাজশাহীতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
১ মাস আগে
বিয়ানীবাজারে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
সিলেটের বিয়ানীবাজারে পুকুরে ডুবে মতিউর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই গ্রামে এক পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মতিউর দেবারাই মেইনবাড়ি গ্রামের মৃত মিছির আলীর ছেলে। তিনি স্থানীয় পোস্ট অফিসে কর্মরত ছিলেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কুষ্টিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১ মাস আগে
ঢাকার সায়েন্সল্যাব এলাকায় আহত যুবকের মৃত্যু
ঢাকার সায়েন্সল্যাব এলাকায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কালো জিন্স ও নেভি ব্লু রঙের টি-শার্ট পরা ওই যুবককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: কোটা আন্দোলন: চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের মাথায় ব্যান্ডেজ দিয়ে মোড়ানো ছিল।
যুবককে বহনকারী অ্যাম্বুলেন্সের হেলপার শাকিল সাংবাদিকদের বলেন, তারা তাকে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে এসেছিলেন। প্রাথমিকভাবে ওই যুবককে মাথায় গুরুতর আঘাত নিয়ে ঢামেক হাসপাতালে স্থানান্তরের আগে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বিকালে সায়েন্সল্যাব এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ওই যুবক আহত হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে অ্যাম্বুলেন্স হেলপার বলেন, তিনি কীভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন সে বিষয়ে তিনি জানেন না। ‘আমরা ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এসেছি।’
আরও পড়ুন: কোটা আন্দোলন: ঢাকা কলেজের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
৫ মাস আগে
জামালপুরে বন্যার পানিতে ডুবে যুবকের মৃত্যু
জামালপুরে বন্যার পানিতে ডুবে সোহেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে মেলান্দহ উপজেলার নাংলা নইলা ঘাটে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: শেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সোহেল মেলান্দহ উপজেলার বারুইপাড়া গ্রামের শওকত আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বন্ধুরা মিলে স্থানীয় নাংলা নইলা ঘাটে বন্যার পানিতে গোসল করতে যায় সোহেল। এক পর্যায়ে অন্য বন্ধুরা তীরে উঠলেও সোহেল পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে ওই যুবকের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
মেলান্দহ থানার কর্মকর্তা মো. রাজু আহমেদ বলেন, জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বন্যার পানিতে ডুবে যাওয়া সোহেলের লাশ উদ্ধার করেছে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
৫ মাস আগে
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাইয়ুম (১৮) উপজেলার উত্তর গোপালরায় গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেল ৩টার দিকে বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া ট্রেনটি গোপালরায় এলাকা অতিক্রম করছিল। সে সময় রেললাইনে দাঁড়িয়ে থাকা একটি গরুকে বাঁচাতে গিয়ে কাইয়ুম ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।
লালমনিরহাট রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লা মোহাম্মদ আল মোমেন জানান, লালমনিরহাট থেকে করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গোপালরায় অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে।
লালমনিরহাট রেলওয়ে থানা থেকে ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে।
৬ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটি সংঘর্ষে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল হক বাবু নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ মে) ভোর ৫টার দিকে গোমস্তাপুর উপজেলার জিনারপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: যশোরে মাটিবাহী ট্রাক্টরচাপায় গৃহবধূ নিহত, আহত ৩
নিহত ভটভটি চালক মোজাম্মেল হক বাবু রহনপুর দোষিমনি কাঁঠাল এলাকার মাইনুল ইসলামের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: গরু চরাতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
৭ মাস আগে
খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নিহত ২
সত্যতা নিশ্চিত করে, ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে দু'পা বিচ্ছিন্ন অবস্থায় পথচারীরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টা ২০ মিনিটে মারা যায়। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে বিয়ের বাজার শেষে ট্রেনে কাটা পড়ে চাচা-ভাতিজির মৃত্যু
৭ মাস আগে
সিরাজগঞ্জে বাসচাপায় যুবকের মৃত্যু
সিরাজগঞ্জে বাসচাপায় আব্দুল হালিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল হালিম ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আব্দুল হালিম বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ির পাশে মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারে আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
৭ মাস আগে