নাটোরের নলডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে আব্দুল মান্নান নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (১৯ জানুয়ারি) রাতে নলডাঙ্গা উপজেলার সমসখলসী গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে মহিষ চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
স্থানীয়রা জানান, নলডাঙ্গায় মোমিনপুরে চোরের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিলে চোরের দল সেখান থেকে পালিয়ে যায়। পরে দলটি একই উপজেলার সমসখলসী গ্রামের হাসান আলী ও আফজাল হোসেনের লিজ নেওয়া পুকুরে মাছ চুরির উদ্দেশে গেলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয়। সবাই পালিয়ে গেলেও মান্নানকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুকুর মালিকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, চুরির অভিযোগে গণপিটুনিতে মান্নানের মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া চলছে।