মোটর শ্রমিক
গণপরিবহন চালুর দাবিতে মাগুরায় শ্রমিকদের বিক্ষোভ
অবিলম্বে গণপরিবহন চালু ও বাস শ্রমিকদের সরকারি প্রণোদনা দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাগুরা জেলা বাস ও মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন।
সোমবার (৩ মে) দুপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে শ্রমিক ইউনিয়নের প্রায় ২ শতাধিক শ্রমিক অংশ নেয়। এ সময় তারা অবিলম্বে গণপরিবহন চালু ও বাস শ্রমিকদের সরকারি প্রণোদনা দেয়ার দাবিতে স্লোগান দিতে থাকে।
আরও পড়ুন: বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান বলেন, “সারাদেশে সবকিছু চলছে কিন্তু আমাদের গণপরিবহন বন্ধ রয়েছে। আজ প্রায় ১ মাস যাবৎ বন্ধ রয়েছে গণপরিবহন। এই ১ মাসে আমাদের কোনও শ্রমিক সরকারের পক্ষ থেকে কোনও ত্রাণ সহায়তা পায়নি। এতে শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে।”
আরও পড়ুন: দোকান খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ
তিনি অবিলম্বে গণপরিবহন চালু করার দাবিতে জানান। এছাড়া এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আরও পড়ুন: নড়াইলে বাজারে লকডাউনের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ
৩ বছর আগে
নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ
নওগাঁ মোটর শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও রাস্তা দখলের অভিযোগে অভ্যন্তরীণ সব সড়ক এবং নওগাঁ থেকে বগুড়া, রাজশাহী, ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দূরপাল্লার সব পথে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।
৪ বছর আগে