ইলন মাস্ক
নিউরালিংক: ইলন মাস্কের ব্রেইন-চিপ কোম্পানির মানবদেহে পরীক্ষায় যুক্তরাষ্ট্রের অনুমোদন
ইলন মাস্কের ব্রেইন-চিপ ফার্ম জানিয়েছে, তারা মানুষের ওপর প্রথম পরীক্ষা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছ থেকে অনুমোদন পেয়েছে।
নিউরালিংক ইমপ্লান্ট কোম্পানি কম্পিউটারের সঙ্গে মস্তিষ্ককে সংযুক্ত করে মানুষের দৃষ্টি ও গতিশীলতা পুনরুদ্ধার করতে সহায়তা করতে চায়।
এতে বলা হয়, অংশগ্রহণকারীদের নিয়োগ শুরু করার তাৎক্ষণিক কোনো পরিকল্পনা তাদের নেই। পরীক্ষা শুরু করার জন্য ইলন মাস্কের পূর্বের উচ্চাকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছিল।
এফডিএ জানিয়েছে, তারা নিউরালিংকের ঘোষণাকে স্বীকৃতি দিয়েছে।
আরও পড়ুন: চ্যাটজিপিটির বিকল্প 'ট্রুথজিপিটি' তৈরির পরিকল্পনা ইলন মাস্কের
গত মার্চে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এফডিএ'র অনুমোদন পাওয়ার জন্য নিউরালিংকের একটি প্রস্তাব নিরাপত্তাজনিত কারণে প্রত্যাখ্যান করা হয়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিউরালিংক পক্ষাঘাত ও অন্ধত্বের মতো অবস্থার চিকিৎসার জন্য এবং কিছু প্রতিবন্ধী ব্যক্তিদের কম্পিউটার ও মোবাইল প্রযুক্তি ব্যবহার করতে সহায়তা করার জন্য মাইক্রো চিপগুলো ব্যবহার করার আশা করে।
বানরের ওপর পরীক্ষা করা চিপগুলো মস্তিষ্কে উৎপাদিত সংকেত ব্যাখ্যা করতে এবং ব্লুটুথের মাধ্যমে ডিভাইসে তথ্য পাঠাতে ডিজাইন করা হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে নিউরালিংকের মস্তিষ্কের ইমপ্লান্ট ব্যাপকভাবে উপলব্ধ হতে হলে প্রযুক্তিগত ও নৈতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে ব্যাপক পরীক্ষার প্রয়োজন হবে।
আরও পড়ুন: টেসলার রোবট ‘অপটিমাস’ দেখালেন ইলন মাস্ক
১ বছর আগে
চ্যাটজিপিটির বিকল্প 'ট্রুথজিপিটি' তৈরির পরিকল্পনা ইলন মাস্কের
বিলিয়নেয়ার টুইটারের মালিক ইলন মাস্ক আবার মানবতার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ সম্পর্কে সতর্কতা ঘণ্টা বাজিয়েছেন। দাবি করছেন যে একটি জনপ্রিয় চ্যাটবটের একটি উদার পক্ষপাত রয়েছে। তিনি নিজের এআই সৃষ্টি করে এর মোকাবিলা করার পরিকল্পনা করছেন।
সোমবার রাতে মাস্ক প্রচারিত একটি বিভাগে ফক্স নিউজ হোস্ট টাকার কার্লসনকে বলেছিলেন যে তিনি জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির বিকল্প ‘ট্রুথজিপিটি’ তৈরি করার পরিকল্পনা করছেন। যেটি একটি ‘সর্বোচ্চ সত্য-সন্ধানী এআই হবে যা মহাবিশ্বের প্রকৃতি বোঝার চেষ্টা করে।’
মাস্ক বলেন, ধারণাটি হলো যে একটি এআই যে মানবতাকে বুঝতে চায় এটিকে ধ্বংস করার সম্ভাবনা কম।
মাস্ক আরও বলেছিলেন যে তিনি চিন্তিত যে চ্যাটজিপিটি ‘রাজনৈতিকভাবে সঠিক হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’
কার্লসনকে দেয়া দুই-অংশের সাক্ষাৎকারে প্রথমটিতে, মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণের পক্ষেও পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি একজন ‘বড় ভক্ত’। তিনি এআইকে গাড়ি বা রকেটের চেয়ে ‘আরও বিপজ্জনক’ উল্লেখ করে বলেছিলেন যে এটি মানবতাকে ধ্বংস করার ক্ষমতা রাখে।
আরও পড়ুন: ইলন মাস্ককে নিয়ে তথ্যচিত্র তৈরি করছেন অস্কার বিজয়ী অ্যালেক্স গিবনি
নেভাদা ব্যবসায়িক ফাইলিং অনুসারে মাস্ক আলাদাভাবে এক্স.এআই কর্পোরেশন নামে একটি নতুন ব্যবসা সংগঠিত করেছে। নেভাদা সেক্রেটারি অব স্টেট অফিসের ওয়েবসাইট বলছে, ব্যবসাটি ৯ মার্চ যাত্রা শুরু করে এবং মাস্ককে এর পরিচালক এবং তার দীর্ঘকালীন উপদেষ্টা জ্যারেড বার্চালকে সচিব হিসাবে নিযুক্ত করেছে।
মাস্ক বহু বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে দৃঢ় মতামত প্রকাশ করেছেন এবং মার্ক জুকারবার্গ এবং বিল গেটস সহ অন্যান্য প্রযুক্তি নেতাদের বরখাস্ত করেছেন, যা তিনি এই ক্ষেত্রের একটি ‘সীমিত’ বোঝার জন্য বর্ণনা করেছেন।
ওপেনএআই ২০১৮ সালের ফেব্রুয়ারিতে একটি ব্লগ পোস্টে বলেছে, মাস্ক ওপেনআই-চ্যাটজিপিটির পিছনে একটি স্টার্টআপ-এ একজন প্রাথমিক বিনিয়োগকারী ছিলেন এবং২০১৫ সালে একটি অলাভজনক এআই গবেষণা ল্যাব হিসাবে প্রতিষ্ঠার পরে এর বোর্ডের সহ-সভাপতি ছিলেন৷ কিন্তু মাস্ক সেখানে মাত্র কয়েক বছর স্থায়ী থাকার পর ২০১৮ সালের শুরুর দিকে বোর্ড থেকে পদত্যাগ করেন।
সান ফ্রান্সিসকো স্টার্টআপটি স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেম তৈরিতে টেসলার কাজের সঙ্গে যুক্ত ছিল। ‘যেহেতু টেসলা এআইতে আরও বেশি মনোযোগী হচ্ছে, এটি ইলনের জন্য একটি সম্ভাব্য ভবিষ্যতের দ্বন্দ্ব দূর করবে।’
মাস্ক কার্লসনকে বলেছিলেন, ‘আমি নাম এবং ধারণা নিয়ে এসেছি।’ ‘ ওপেনএআই এখন মাইক্রোসফ্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং আর অলাভজনক নয়।
মাস্ক ২০১৯ সালে তার প্রস্থানের বিষয়ে বিস্তারিতভাবে বলেছেন, এটি টেসলার প্রকৌশল সমস্যা এবং ওপেনএআই- এর নেতাদের সঙ্গে কিছু মতামতের পার্থক্যের উপর ফোকাস করার প্রয়োজনীয়তার সঙ্গেও সম্পর্কিত ছিল। তিনি বলেন, ‘ভালো শর্তে বিচ্ছিন্ন হওয়াই ভালো।’
মাস্ক নির্দিষ্ট না করেই টুইটে বলেছেন, ‘টেসলা ওপেনএআই-এর মতো কিছু লোকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিল এবং ওপেনএআই টিম যা করতে চেয়েছিল তার কিছুর সঙ্গে আমি একমত নই।’
কিন্তু টেসলার এআই সিস্টেমের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন নিরাপত্তা নিয়ন্ত্রকরা গত মাসে ক্যালিফোর্নিয়ায় একটি পার্ক করা ফায়ারট্রাকে ছুটে যাওয়ার সময় একটি স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেম ব্যবহার করার জন্য সন্দেহভাজন একটি টেসলা জড়িত একটি মারাত্মক দুর্ঘটনার তদন্ত ঘোষণা করেছে।
ফায়ারট্রাক অভিযোগ হলো অটোমেকারের অটোপাইলট সিস্টেম ব্যবহার করে টেসলাসের একাধিক দৃষ্টান্তে এজেন্সির একটি বৃহত্তর তদন্তের অংশ যা পার্ক করা জরুরি যানবাহনে ক্র্যাশ করে। যা অন্যান্য দুর্ঘটনার প্রবণতা রয়েছে। এনএইচটিএসএ গত বছরে টেসলাসের সঙ্গে নিরাপত্তা সমস্যাগুলো অনুসরণ করার জন্য আরও আক্রমণাত্মক হয়ে একাধিক প্রত্যাহার এবং তদন্ত ঘোষণা করেছে।
মাস্ক বোর্ড থেকে পদত্যাগ করার পরের বছর ওপেনএআই এখনও চ্যাটজিপিটিতে কাজ করা থেকে অনেক দূরে ছিল। কিন্তু, প্রকাশ্যে তার জিপিটি সিস্টেমের প্রথম প্রজন্মের উন্মোচন করেছিল, যার উপর চ্যাটজিপিটি প্রতিষ্ঠিত হয়ে একটি লাভজনক ব্যবসা হিসাবে নিজেকে অন্তর্ভুক্ত করার জন্য একটি বড় পরিবর্তন শুরু করেছিল।
২০২০ সালের দিকে মাস্ক টুইট করেছিলেন যে ‘ওপেনএআই আরও উন্মুক্ত হওয়া উচিত’ এবং উল্লেখ করেছেন যে এটিতে তার ‘কোন নিয়ন্ত্রণ এবং শুধুমাত্র খুব সীমিত অন্তর্দৃষ্টি’ নেই।
কখনও কখনও তিনি পরিপূরক হয়েছেন। ৩০ নভেম্বর চ্যাটজিপিটি প্রকাশের পরের দিনগুলোতে মাস্ক ওপেনএআই সিইও স্যাম অল্টম্যানকে টুইট করেছিলেন যে এটি ‘ভয়ঙ্কর ভাল’ এবং অভিযোগ করেছেন যে সংবাদ মিডিয়া এটিকে ব্যাপকভাবে কভার করছে না।কারণ, ‘চ্যাটজিপিটি খুব একটা বামপন্থি নয়।’
তারপর থেকে মাস্ক বারবার উদাহরণ তুলে ধরে বলেছেন বামপন্থী পক্ষপাতিত্ব বা সেন্সরশিপ দেখান। অন্যান্য চ্যাটবটের মতো চ্যাটজিপিটি’র ফিল্টার রয়েছে যা এটিকে বিষাক্ত বা আপত্তিকর উত্তর বের করা থেকে বিরত রাখার চেষ্টা করে।
আরও পড়ুন: টুইটারের নিয়ন্ত্রণে ইলন মাস্ক, শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত
১ বছর আগে
ইলন মাস্ককে নিয়ে তথ্যচিত্র তৈরি করছেন অস্কার বিজয়ী অ্যালেক্স গিবনি
গোয়িং ক্লিয়ার সায়েন্টোলজি অ্যান্ড দ্য প্রিজন অব বিলিফ'-খ্যাত অস্কারজয়ী পরিচালক অ্যালেক্স গিবনি স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করতে যাচ্ছেন।
মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে যে ইতোমধ্যে কয়েক মাস ধরে এই তথ্যচিত্রটি নির্মাণের কাজ চলছে।
আরও পড়ুন: ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক
সোমবার এ ঘোষণা দিয়ে গিবনি বলেন, মাস্কের সঙ্গে কাজ করতে পেরে তিনি 'অত্যন্ত উচ্ছ্বসিত'।
এটিকে ‘টেসলা, স্পেসএক্স এবং মাল্টি-বিলিয়নিয়ার প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের জন্য একটি অপ্রত্যাশিত পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে’।
ক্লোজার মিডিয়া, অ্যানোনিমাস কনটেন্ট এবং ডাবল এজেন্টের পাশাপাশি ছবিটি প্রযোজনা করছে জিগসো প্রোডাকশনস।
গিবনি ও জেসি ডিটার জিগসোর জন্য প্রযোজনা করবেন এবং স্টেসি অফম্যান ও রিচার্ড পেরেলো নির্বাহী প্রযোজনা করবেন।
আরও পড়ুন: জ্যাক ডরসিকে আদালতের তলবের জন্য ইলন মাস্কের রিট
ইলন মাস্কের প্রাক্তন বান্ধবী তাদের স্মৃতিচিহ্নগুলো নিলামে তুলেছে!
১ বছর আগে
টুইটারের বহিষ্কৃত সিইও পরাগ আগরওয়াল পেতে পারেন ৪২ মিলিয়ন ডলার
টুইটারের বহিষ্কৃত ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়াল টুইটার ছাড়ার পরে ৪২ মিলিয়ন ডলার পাবেন বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কোম্পানির নিয়ন্ত্রণ পরিবর্তনের এক বছরের মধ্যে যদি আগরওয়ালকে বরখাস্ত করা হয়,তাহলে তিনি আনুমানিক ৪২ মিলিয়ন ডলার পাবেন।
প্রতিবেদনে আরও বলা হয়, টুইটারের নতুন মালিক ইলন মাস্ক কোম্পানিটি কেনার জন্য ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি করে।
মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দায়িত্বে রয়েছেন এবং দায়িত্ব নেয়ার পরই সিইও পরাগ আগরওয়াল,সিএফও নেড সেগাল এবং জেনারেল কাউন্সেল ভিজায়া গাড্ডেকে বরখাস্ত করেছেন।
মাস্ক টুইটারের ব্যবস্থাপনায় তার বিশ্বাসের অভাব প্রকাশ করেছিলেন।
এনডিটিভির মতে, আগরওয়াল; যিনি টুইটারের পূর্ববর্তী সিটিও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন,গত বছরের নভেম্বরে সিইও নিযুক্ত হন।
২০২১ সালের জন্য তার মোট ক্ষতিপূরণ ছিল ৩০ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার। যার বেশিরভাগই স্টক পুরষ্কারের মাধ্যমে এসেছিল।
২ বছর আগে
টুইটারের নিয়ন্ত্রণে ইলন মাস্ক, শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত
ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন। এরপরেই মাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান আর্থিক কর্মকর্তা ও এর শীর্ষ আইনজীবীকে বরখাস্ত করেন। মাস্কের টুইটার কিনে নেয়ার চুক্তির সঙ্গে পরিচিত দুই ব্যক্তি বিষয়টি বৃহস্পতিবার রাতে জানান।
তবে তারা চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলার মূল্যের এই চুক্তির সমস্ত কাগজপত্র স্বাক্ষরিত বা চুক্তিটি বন্ধ হয়েছে কি না তা বলেননি। কিন্তু তারা বলেছেন যে ইলন মাস্ক মাধ্যমটির দায়িত্বে আছেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল ও প্রধান আইনি পরামর্শদাতা বিজয়া গাড্ডেকে বরখাস্ত করেছেন। চুক্তিটির সংবেদনশীলতার জন্য কেউই পরিচয় জানায়নি।
কয়েক ঘন্টা পরে মাস্ক টুইট করেন, ‘পাখিটিকে মুক্ত করা হয়েছে।’
২ বছর আগে
টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ইলন মাস্কের
ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিক হলে কোম্পানিটির বেশিরভাগ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন তিনি। বিষয়টি বৃহস্পতিবার মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।
ইলন মাস্ক যে টুইটার কিনে নেয়ার প্রক্রিয়ায় আছেন, সে প্রক্রিয়ায় বেশকিছু বিনিয়োগকারীদের মাধ্যমটির সাত হাজার ৫০০ কর্মীর প্রায় ৭৫ শতাংশ কমানোর পরিকল্পনার কথা জানান। এ বিষয়টিকে কোম্পানিটির শুধু কঙ্কাল রেখে যাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে প্রতিবেদনটিতে। সংবাদপত্রটি কিছু নথি ও নাম না প্রকাশ করা সূত্রের উদ্ধৃতি টেনে বিষয়টি উপস্থাপন করেছে।
টুইটার এবং মাস্কের প্রতিনিধি হিসেবে অ্যাটর্নি অ্যালেক্স স্পিরোর কাছে জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যদিও কোম্পানিটির হাতবদলে কর্মী ছাঁটাই অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে মাস্কের ভাবনা টুইটারের পরিকল্পনার চেয়ে অনেক বেশি চরম। মাস্ক নিজেই পূর্বে কোম্পানির কিছু কর্মীকে বাদ দেয়ার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা বলেননি, অন্তত প্রকাশ্যে নয়।
পুঁজিবাজার ও বিনিয়োগবিষয়ক সংস্থা ওয়েডবুশ সিকিউরিটিজ এর একজন বিশ্লেষক ড্যান আইভেস বলেন যে সহজভাবে বললে, ৭৫ শতাংশ জনবল ছাঁটাই করলে অর্থের প্রবাহ সহজতর হবে এবং এতে লাভ বৃদ্ধি পাবে। যা বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।
আরও পড়ুন: ইউক্রেনে স্যাটেলাইট নেটওয়ার্কের জন্য মার্কিন তহবিল চেয়েছেন ইলন মাস্ক
তবে আইভেস বলেন যে টুইটারের জনবলে এতো ঘাটতি কোম্পানিটিকে বেশ কয়েকবছর পিছিয়ে নেবে।
ইতোমধ্যেই বিশেষজ্ঞরা কন্টেন্টে পরিবর্তন ও তথ্য নিরাপত্তায় বিনিয়োগ ফিরিয়ে আনলে টুইটার ও এর ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হবে। মাস্ক যতটা কঠোরভাবে কমানোর পরিকল্পনা করছে এতে প্ল্যাটফর্মটি দ্রুত ক্ষতির মুখোমুখি হবে।
এপ্রিলে টুইটার কিনে নেয়ার জন্য চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দিলেও মাস্ক পরবর্তীতে মাধ্যমটিতে ভুয়া অ্যাকাউন্ট না সরানোর অভিযোগ তুলে তা থেকে সরে আসে। তবে এ মাসে আবার তিনি প্রস্তাবে ফিরে আসেন।
আরও পড়ুন: ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক
টেসলার রোবট ‘অপটিমাস’ দেখালেন ইলন মাস্ক
২ বছর আগে
ইউক্রেনে স্যাটেলাইট নেটওয়ার্কের জন্য মার্কিন তহবিল চেয়েছেন ইলন মাস্ক
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের কাছ থেকে তার স্যাটেলাইট নেটওয়ার্কের জন্য তহবিল চেয়ে চিঠি পেয়েছে।
এই নেটওয়ার্ক রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রায় শুরু থেকেই ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র যোগাযোগ সরবরাহ করেছে। শুক্রবার মার্কিন সরকারি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, বিষয়টি বৈঠকে আলোচনা করা হয়েছে এবং জ্যৈষ্ঠ নেতারা বিবেচনা করছেন। তবে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
শুক্রবার এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে বিভাগটি স্পেসএক্সের কাছ থেকে ইউক্রেনে তাদের স্যাটেলাইট যোগাযোগ পণ্য স্টারলিংকের অর্থায়নের বিষয়ে চিঠি পেয়েছে।’
আরও পড়ুন: জ্যাক ডরসিকে আদালতের তলবের জন্য ইলন মাস্কের রিট
পেন্টাগন সংবাদ সম্মেলনের সময় তিনি যোগাযোগের বিষয়ে বিস্তারিত বলেননি বা কাকে চিঠিপত্র পাঠানো হয়েছিল ও কখন মাস্কের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছিল তাও বলেননি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া আক্রমণ করার কয়েকদিন পর মাস্ক ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ডিশ পাঠাতে শুরু করেন। ২৮ ফেব্রুয়ারি ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী মাইখাইলো ফেদোরভ ট্রাকের পেছনে প্রথম স্টারলিংক কিট আসার একটি ছবি টুইট করেন৷
মাস্কের এই উদারতা ইউক্রেনীয়দের কাছে বেশ প্রশংসিত হয় এবং যুদ্ধ কৌশলে এই পদক্ষেপকে আমূল পরিবর্তনকারী হিসেবেই দেখা হয়। কারণ রুশরা ইউক্রেনের স্থল যোগাযোগ চাইলেই বিচ্ছিন্ন করতে পারে। কিন্তু তারা স্যাটেলাইট যোগাযোগ নিয়ন্ত্রণ করতে পারেনি।
আরও পড়ুন: ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক
দুই হাজার ২০০টিরও বেশি নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইটের স্টারলিংক সিস্টেম এক লাখ ৫০ হাজার ইউক্রেনীয় ভূ-স্টেশনে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করেছে। শুক্রবারের প্রথম দিকে, মাস্ক টুইটারে জানান, ইউক্রেনের যোগাযোগের প্রয়োজনগুলোকে পূরণ করতে স্পেসএক্সের প্রতি মাসে দুই কোটি মার্কিন ডলার খরচ করছে।
তিনি টুইটারে আরও বলেন যে তাকে স্যাটেলাইট ও ভূস্টেশনগুলো তৈরি, উৎক্ষেপণ, রক্ষণাবেক্ষণ করতে হবে।
আরও পড়ুন: টেসলার রোবট ‘অপটিমাস’ দেখালেন ইলন মাস্ক
২ বছর আগে
টেসলার রোবট ‘অপটিমাস’ দেখালেন ইলন মাস্ক
শিশু যখন হাঁটতে শেখে তখন তার প্রতিটি কদমে এক ধরনের অনিশ্চয়তা দেখা যায়। এই বুঝি পড়ে গেলাম! সেজন্যই হয়তো ছোট ছোট কদমে ধীরে ধীরে পা ফেলতে শুরু করে। ঠিক শিশুর মতোই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কার্যালয়ে শুক্রবার দেখা মেলে মানব রোবটের হেঁটে আসার দৃশ্য।
মঞ্চের এক পাশে দাঁড়িয়ে ছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ধীর কদমে হেঁটে এসে রোবটটি দর্শকদের উদ্দেশে হাত নাড়িয়ে অভিবাদন জানায়। রোবটটির নাম রাখা হয়েছে অপটিমাস।
প্রতিষ্ঠানটির কৃত্তিম বুদ্ধিমত্তা দিবসে (এআই ডে) টেসলা যে রোবটটি দেখিয়েছে তা আপাতত একটি প্রোটোটাইপ। যা ভারী বস্তু উঠানোসহ নানা কাজ করতে পারে।
হেঁটে আসা রোবটটি একটি প্রোটোটাইপ হলেও মঞ্চে পরবর্তীতে তিনজন মানুষজে তার ও অন্যান্য সংযুক্ত যন্ত্রাংশসহ রোবট আনতে দেখা যায়। যা দেখতে মোটেই মাস্কের ভাস্য অনুযায়ী রোবটের মতো নয়।
আরও পড়ুন: সময় ও খরচ বাঁচাতে গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ওষুধ উদ্ভাবনে কাজ করছে
কার্যালয়ে উপস্থিত দর্শকদের উদ্দেশে মাস্ক বলেন যে শুক্রবার তারা যে রোবটটি দেখতে পেয়েছে প্রকৃতপক্ষে এটি আরও বেশি কাজ করতে পারে।
মাস্ক অন্যান্য রোবট ও গবেষণা প্রতিষ্ঠানের সমালোচনা করে বলেন, জাঁকজমক ও আয়োজন করে যে রোবটগুলো দেখানো হয় সেগুলোর আসলে ‘ব্রেন’ থাকে না। নিজে থাকে চলার মতো কৃত্তিম বুদ্ধিমত্তা না থাকার কথাও বলেন তিনি। তবে অপটিমাসের মাধ্যমে তিনি কিছু এআইয়ের নমুনা দেখান।
তবে নতুন এই রোবট নিয়ে সমালোচনাও করতে দেখা গেছে। মঞ্চে দেখানো নমুনায় এআই গবেষক ফিলিপ পিকনিউস্কি সন্তুষ্ট হননি। তিনি টুইটারে লিখেছেন, এটি বেশ তামাশার এবং সম্পূর্ণভাবে ‘স্ক্যাম’।
আরও পড়ুন: ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক
মাস্ক জানান, এই প্রথম রোবটটি কোনো সাহায্য ছাড়াই হেঁটেছে। টেসলার লক্ষ্য কি তা জানিয়েছেন মাস্ক। তিনি জানান, এমন রোবট তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি যা কাজের ক্ষেত্রে অতিমাত্রায় সক্ষম হবে। আর রোবটটি তৈরি ও বাজারজাত করা হবে অধিক হারে। যা লক্ষাধিকও হতে পারে। এর মূল্য হবে একটি গাড়ির দামের চেয়েও কম। দামের ধারণা দিয়ে মাস্ক জানান, ২০ হাজার মার্কিন ডলারের কম হতে পারে।
আরও পড়ুন: ইলন মাস্ক সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য
২ বছর আগে
ইলন মাস্কের প্রাক্তন বান্ধবী তাদের স্মৃতিচিহ্নগুলো নিলামে তুলেছে!
যদি আপনার প্রাক্তন কেউ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠেন, তাহলে তার উপহার সংগ্রহে রাখা ভবিষ্যতে লাভজনক হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল কেবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন) এর এক প্রতিবেদনে বলা হয়, বোস্টনভিত্তিক নিলাম সংস্থা আরআর অকশনের মাদ্যমে ইলন মাস্কের কলেজের বান্ধবী জেনিফার গুয়েন তাদের সম্পর্কের ছবি ও অন্যান্য স্মৃতিচিহ্নের একটি সংগ্রহ নিলামে তুলেছে।
আরও পড়ুন: ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক
আরআর এর পক্ষ থেকে সিএনএনকে দেয়া একটি বিবৃতিতে বলা হয়, ১৯৯৪ সালে জেনিফার ও মাস্ক একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে চাকরিরত অবস্থায় সম্পর্কে জড়িয়েছিল।
এই সংগ্রহের মধ্যে রয়েছে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র থাকাকালে তোলা মাস্ক ও জেনিফারের ১৮টি ব্যক্তিগত ছবি।
এই ছবিগুলোতে দ্রুত খ্যাতির চূড়ায় পৌঁছানো বিলিয়নিয়ার মাস্ককে অন্য যে কোনও কলেজ ছাত্রের মতোই মনে হচ্ছে। ছবিতে তাকে তার সহকর্মীদের সঙ্গে আড্ডা দিতে, ঘরে বসে মজা করতে বা তার বাগদত্তার সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায়।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়,জেনিফারকে তার জন্মদিনে দেয়া একটি নেকলেস হলো বর্তমান নিলামে সর্বোচ্চ দামি আইটেম, যার সঙ্গে একটি স্বাক্ষরিত জন্মদিনের কার্ডও রয়েছে।
কার্ডটিতে লেখা আছে, ‘শুভ জন্মদিন, জেনিফার (ওরফে বো-বো), লাভ, ইলন।’
আরও পড়ুন: টুইটার বোর্ডে থাকছেন না ইলন মাস্ক
আরআর এই কার্ডটি ১০ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যে বিক্রির আশা করছে।
দক্ষিণ আফ্রিকার একজন সফল প্রকৌশলী ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মাস্কের বাবা ইরোল ওই সোনার নেকলেসের পান্নাটি জাম্বিয়াতে পেয়েছিলেন।
নেকলেসটির সঙ্গে দুটি ফটোগ্রাফও অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি হলো মা মায়ো মাস্কের সঙ্গে ইলন মাস্ক ও জেনিফারের একটি ছবি এবং ১৯৯৫ সালের শেষ দিকে মাস্ক ও জেনিফারের তোলা আরেকটি ছবি।
বুধবার নিলাম শেষ হওয়া পর্যন্ত টেসলার অনুরাগীরা মাস্কের স্মৃতিচিহ্নগুলোর জন্য দাম হাকতে পারবেন।
আরও পড়ুন: ইলন মাস্ক সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য
২ বছর আগে
সাইবার নিরাপত্তায় অবহেলা, অভিযোগ টুইটারের সাবেক নিরাপত্তা প্রধানের
টুইটারের সাবেক নিরাপত্তা প্রধান পিটার জাটকো মাধ্যমটির দুর্বল সাইবার নিরাপত্তাব্যবস্থার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছে ভুল ব্যাখ্যা দেয়ার অভিযোগ তুলেছেন। ভুয়া অ্যাকাউন্ট যেগুলোতে মিথ্যা তথ্য ছড়িয়ে থাকে, তা সরানোর পদক্ষেপ নিতেও অবহেলা করেছে। বিষয়টি যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের কাছে দাখিল করা এক অভিযোগপত্র থেকে জানা যায়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমটিকে গুরুতর আইনি ও আর্থিক সমস্যার সম্মুখীন হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এতে টুইটার বেশি করে চাইবে ইলন মাস্কের সঙ্গে চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের চুক্তিটি যাতে সম্পন্ন হয়। মঙ্গলবার কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য নিয়ন্ত্রক সংস্থাকে অভিযোগটি তদন্ত করতে বলেছেন।
পিটার অভিযোগটি যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন, ফেডারেল ট্রেড কমিশন এবং বিচার বিভাগের কাছে গত মাসে দাখিল করেন। অভিযোগের বিষয়ে পিটারের সঙ্গে কাজ করেছে আইনবিষয়ক অলাভজনক সংস্থা ‘হুইসেলব্লোয়ার এইড’। নিশ্চিত করে, ওয়াশিংটন পোস্ট অনলাইনে পোস্ট করা অভিযোগের একটি সংশোধিত অনুলিপির সত্যতা। পিটারের অভিযোগটি ওয়াশিংটন পোস্ট অনলাইনে ছেড়েছে এবং এর সত্যতা হুইসেলব্লোয়ার এইড নিশ্চিত করেছে।
আরও পড়ুন: টুইটার বোর্ডে থাকছেন না ইলন মাস্ক
সংস্থাটির সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান উন্মোচন কর্মকর্তা জন টাই মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেন, ‘এটিই তাঁর (পিটার) জন্য শেষ আশ্রয় ছিল’। পিটারকে এবছরের জানুয়ারিতে বরখাস্ত করা হয়।
পিটারের গুরুতর অভিযোগ হচ্ছে, টুইটার ২০১১’র এফটিসি (ফেডারেল ট্রেড কমিশন) শর্তাবলী লঙ্ঘন করে। টুইটার মিথ্যা দাবি করেছিল যে কোম্পানিটি এর ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে। পিটারের আরও অভিযোগগুলোর একটি হল, স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোম্পানিটি প্রতারণা করেছে। ঠিক এ কারণেই ইলন মাস্ক চেষ্টা করছে টুইটার কিনে নেয়া থেকে পিছিয়ে আসতে।
এ ঘটনার পর মঙ্গলবার টুইটার ইনকরপোরেটেডের শেয়ার সাত শতাংশের বেশি কমেছে।
আরও পড়ুন: জ্যাক ডরসিকে আদালতের তলবের জন্য ইলন মাস্কের রিট
৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক
২ বছর আগে