কোভিড ভ্যাকসিন
সরকার ২৯ কোটির বেশি কোভিড ভ্যাকসিন ডোজ সংগ্রহ করেছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ৪ এপ্রিল ২০২২ পর্যন্ত সারা বিশ্ব থেকে মোট ২৯ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ১২০ ডোজ ভ্যাকসিন সংগ্রহ করেছে।
বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মোরশেদ আলমের (নোয়াখালী-২) এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি সংসদকে আরও জানান, এখন পর্যন্ত ১২ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৯৪৮ জনকে প্রথম ডোজ দেয়া হয়েছে এবং ১১ কোটি ৪২ লাখ ৬৭ হাজার ৯৫৬ জনকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।
আরও পড়ুন: চলতি বছরের শেষে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী
ভ্যাকসিন সংগ্রহের খরচ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে তুলনামূলক কম দামে ভ্যাকসিন সংগ্রহ করা সম্ভব হয়েছে। যেহেতু ভ্যাকসিন কেনার জন্য একটি অপ্রকাশযোগ্য চুক্তি আছে, তাই ভ্যাকসিনের খরচ বা সম্পর্কিত খরচ প্রকাশ করা উপযুক্ত হবে না।
মমতাজ বেগমের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৯-২০২২ সাল পর্যন্ত প্রায় ৭৬ লাখ ৭০ হাজার ৩৯৯ বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন।
তিনি বলেন, করোনা চলাকালীন প্রায় ৯ লাখ ৩৬ হাজার ৯৫৫ জন বিদেশে কর্মসংস্থান পেয়েছেন।
আরও পড়ুন: সরকারি হস্তক্ষেপে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমেছে: প্রধানমন্ত্রী
নূর উদ্দিন চৌধুরী নয়নের (লক্ষ্মীপুর-২) এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশের প্রবীণদের টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় এনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি সার্বজনীন পেনশন স্কিম প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।
এই লক্ষ্যে, সার্বজনীন পেনশন সংক্রান্ত একটি আইন প্রণয়ন এবং সেই আইনের অধীনে একটি কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে।
২ বছর আগে
তাইওয়ানকে ২৫ লাখ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
প্রতিশ্রুতি অনুযায়ী তাইওয়ানে মডার্নার ২৫ লাখ করোনা টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র । জনস্বাস্থ্য ও ভূ-রাজনৈতিক অনুদানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই টিকা পাঠাচ্ছে।
রবিবার বিকালে বিমানযোগে চালানটি পৌঁছার কথা আছে বলে মার্কিন দূতাবাস জানিয়েছেন।
তাইওয়ানের আমেরিকান ইনস্টিটিউট তাদের ফেসবুক পেজে লিখেছে, "অনুদানটি বিশ্বস্ত বন্ধু এবং গণতন্ত্রের আন্তর্জাতিক পরিবারের সদস্য হিসাবে তাইওয়ানের প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।"
আরও পড়ুন: দেশে আন্তর্জাতিক মানের ভ্যাকসিন ইনস্টিটিউট তৈরি করা হবে: প্রধানমন্ত্রী
তাইওয়ান মে মাস থেকে নতুন করে করোনার তীব্র সংক্রমণের কারণে করোনা টিকা সংকটে ভুগছিল। এ সংকট থেকে উত্তরণে টিকার আবেদন জানিয়েছিল। দেশটি সরাসরি মডার্নার কাছ থেকে ৫০ লাখ করোনার টিকার অবেদন করেছিল। তবে শুক্রবারে পৌঁছে যাওয়া দ্বিতীয় চালানসহ এ পর্যন্ত কেবলমাত্র ৩ লাখ ৯০ হাজার টিকা পেয়েছে দেশটি।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় বাংলাদেশে ফের মেডিকেল সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
চীন থেকে ক্রমবর্ধমান চাপের মুখে মার্কিন অনুদান তাইওয়ানের পক্ষে তাদের সমর্থনকে ইঙ্গিত দেয়। তাইওয়ান পূর্ব উপকূলের স্ব-শাসিত দ্বীপটিকে তার অঞ্চল হিসেবে দাবি করে। তাইওয়ানের সাথে আমেরিকার আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।
আরও পড়ুন: ফাইজারের টিকা নিবন্ধিত ব্যক্তিরা সিরিয়াল অনুযায়ী পাবেন: স্বাস্থ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্র এই মাসের শুরুর দিকে তাইওয়ানের জন্য ৭ লাখ ৫০ হাজার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
৩ বছর আগে
কোভিড ভ্যাকসিন: জরুরি স্টোরেজ ফ্যাসিলিটি তৈরিতে বেইজিংয়ের প্রস্তাবে ঢাকার সায়
জরুরি অবস্থার সময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্রুত ভ্যাকসিন সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করার জন্য ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি’ তৈরিতে চীনা প্রস্তাবের সাথে বাংলাদেশ নীতিগতভাবে একমত হয়েছে।
আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তানও চীন থেকে অনুরূপ প্রস্তাব পেয়েছে এবং সম্মতি দিয়েছে।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই। আমরা নীতিগতভাবে এটি পছন্দ (প্রস্তাব) করেছি।’
তিনি বলেন, ১৫ এপ্রিল বাংলাদেশ এই প্রস্তাব পেয়েছে এবং ২৭ এপ্রিল মন্ত্রি-পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ প্রস্তাবের বিষয়ে আরও বিস্তারিত চেয়েছিল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সচিব পর্যায়ে বৈঠক হয়েছে।
ড. মোমেন বলেন, প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা করতে ২৭ এপ্রিল মন্ত্রী-পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: টিকার মজুদ নিয়ে চিন্তার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী
এদিকে, বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণায়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ভারতে সম্প্রতি করোনার ভয়ংকর পরিস্থিতিতে চীন সহযোগিত করতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ‘আমরা মহামারি নিয়ন্ত্রণে রাখতে ভারতকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার জন্য প্রস্তুত আছি।’
ড. মোমেন বলেন, চীন উপহার হিসেবে ৬ লাখ ভ্যাকসিনের ডোজ দেবে এবং আশা করি শিগগিরই বাণিজ্যিক ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ ভ্যাকসিন পাবে।
বাংলাদেশ চুক্তির মাধ্যমে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) দ্বারা উত্পাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ টিকার ৭০ লাখ ডোজ পেয়েছে। দ্বিপাক্ষিক অংশীদারিত্বের উপহার হিসেবেও বাংলাদেশ টিকার ৩৩ লাখ ডোজ পেয়েছে।
৩ বছর আগে
কোভিড ভ্যাকসিনকে বিশ্বজনীন পণ্য হিসেবে ঘোষণা করা উচিত: প্রধানমন্ত্রী
কোভিড-১৯ চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী অংশীদারিত্বের প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেছেন, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে করোনাভাইরাস ভ্যাকসিনকে বিশ্বজনীন পণ্য হিসেবে ঘোষণা করা উচিত।
তিনি উল্লেখ করেন যে, করোনা মহামারি আমাদেরকে মানব ইতিহাসের এক চূড়ান্ত পথে নিয়ে এসেছে এবং সম্ভবত আমাদের সময়ের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি।
তিনি বলেন, ‘মহামারির আর্থ-সামাজিক প্রভাব ব্যাপক এবং এখনও পর্যন্ত তা বাড়ছে। সুতরাং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক ও আঞ্চলিক অংশীদারিত্বকে আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
‘এ ওয়াল্ড ইন চেঞ্জ: জয়েন হ্যান্ডস টু ট্রেংদেন গ্লোবাল গভর্নেন্স এন্ড অ্যাডভান্স বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) কোঅপারেশন’ শীর্ষক চার দিনের বোয়াও ফোরাম ফর এশিয়া’র (বিএএফ) উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব রেকর্ড করা ভাষণে তিনি এ আহ্বান জানান।
অংশীদারিত্ব এবং সংযোগ
শেখ হাসিনা তিনটি বিষয়ে মনোনিবেশ করেন –
প্রথমত, মহামারির কারণে সৃষ্ট চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য দৃঢ় অংশীদারিত্বের প্রয়োজনীয়তা এবং বিশ্বব্যাপী জনসাধারণের পণ্য হিসেবে ঘোষণা করে ভ্যাকসিনগুলো সবার জন্য উন্মুক্ত করা।
আরও পড়ুন: মানুষের জীবন সর্বাগ্রে: প্রধানমন্ত্রী
দ্বিতীয়ত, প্রযুক্তির শক্তিকে কাজে লাগানোর জন্য একসাথে কাজ করার প্রয়োজনয়ীতা এবং তৃতীয়, বিরামবিহীন শারীরিক এবং ডিজিটাল সংযোগ।
তিনি বলেন, ‘আসুন একসাথে চিন্তা করি, একসাথে কাজ করি এবং একসাথে এগিয়ে যাই।’
আরও তহবিল গঠন
প্রধানমন্ত্রী বলেন, মহামারি সংকট চলাকালীন কেউ যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী সম্প্রদায়েরর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি বলেন, সব দেশকে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর করার জন্য একসাথে কাজ করা দরকার যাতে প্রত্যেকের ভ্যাকসিন এবং চিকিত্সার প্রয়োজনীয়তা পূরণ হয়।
শেখ হাসিনা বলেন, ডব্লিউএইচও, জিএভিআই এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবশ্যই সদস্য রাষ্ট্রের অধিকার, সাম্য এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: মহামারিতে বৈশ্বিক শান্তি আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে: প্রধানমন্ত্রী
কোভিড-১৯ ভ্যাকসিনকে বিশ্বজনীন পণ্য হিসেবে ঘোষণা করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলোকে অন্যদের সার্বজনীন ভ্যাকসিনের কভারেজ অর্জনের লক্ষ্যে তাদের উত্পাদন করতে সহায়তা করা উচিত।
তিনি বলেন, এই সংকটময় সময়ে উন্নয়নশীল দেশগুলোর আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তাও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বহুজাতিক উন্নয়ন ব্যাংকগুলোর তহবিল থেকে উন্নয়নশীল দেশগুলোর আরও বেশি সহায়তা প্রয়োজন।’
তিনি বলেন, জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্যপূর্ণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশ মহামারির বিরূপ প্রভাব হ্রাস করার চেষ্টা করছে।
তিনি বলেন, ‘সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আমরা এখন পর্যন্ত ১৪ দশমিক ৬ বিলিয়ন ডলারের বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি যা আমাদের জিডিপির ৪ দশমিক ৪ শতাংশ।’
তিনি উল্লেখ করেন যে সার্ক, বিমসটেক, এসএএসইসি, বিবিআইএন এবং বিসিআেএম’র মাধ্যমে বাংলাদেশ বিভিন্ন আঞ্চলিক যোগাযোগের উদ্যোগের সাথে সম্পৃক্ত।
‘বাংলাদেশ দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া এবং এর বাইরেও বহু মাল্টি মডেল লিংকেজের সঙ্গে সম্পৃক্ত এবং বাংলাদেশ বিশ্বাস করে বৈশ্বিক গভর্নেন্স শক্তিশালী করা এবং অ্যাডভান্স বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে,’ বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া এবং এর বাইরেও বহু-মাল্টিমডেল লিংকেজের সাথে সম্পৃক্ত এবং বাংলাদেশ বিশ্বাস করে যে বিআরআই এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শেখ হাসিনা উল্লেখ করেন যে এই মহাদেশে বিপুল জনসংখ্যা, বিস্তৃত বাজার এবং প্রযুক্তিগত সুবিধা রয়েছে।
তিনি বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে আরও দ্রুত প্রবৃদ্ধি অর্জন করতে পারি। এটি আমাদের এসডিজি অর্জন করতেও সহায়তা করবে যা আমরা প্রত্যেকে প্রতিশ্রুতিবদ্ধ । একে অপরের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের সর্বোচ্চ প্রযুক্তিগত সম্ভাব্যতা বাড়ানো দরকার।’
৩ বছর আগে
কর্মী নিয়োগে প্রটোকল চূড়ান্ত করতে কুয়ালালামপুরকে ঢাকার অনুরোধ
মালয়েশিয়ার বাজারে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) সংশোধন করে প্রটোকল চূড়ান্ত করতে দেশটির সমর্থন চেয়েছে বাংলাদেশ।
৩ বছর আগে
কোভিড ভ্যাকসিনের উৎপাদন বাড়ানোর জন্য জরুরি পদক্ষেপ দরকার: ডব্লিউএইচও
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান জাতিসংঘের বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে সব দেশে সহজেই বিতরণের জন্য কোভিড -১৯ ভ্যাকসিনের উৎপাদন বাড়াতে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
৩ বছর আগে
কোভিড ভ্যাকসিন সহায়তা নিয়ে আলোচনা করছে বাংলাদেশ, চীন: রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং শুক্রবার বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন সহায়তা নিয়ে তারা বাংলাদেশের সাথে এখন ঘনিষ্ঠ আলোচনা করছেন।
৩ বছর আগে
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে কোভিড টিকা দেয়া শুরু হবে: স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশে বহুল-আকাঙ্খিত কোভিড-১৯ মহামারির টিকাদান ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজিএইচএস) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।
৩ বছর আগে
দেশে কোভিড ভ্যাকসিন বিতরণে মাস্টারপ্ল্যান হচ্ছে
কোভিড-১৯ নিয়ন্ত্রণে সারা দেশে লাখ লাখ মানুষকে টিকা দেয়াকে মহাযজ্ঞ হিসেবে ধরে নিয়ে এই কাজটি সঠিকভাবে করার জন্য সরকার একটি মাস্টারপ্ল্যান ও প্রয়োজনীয় নির্দেশনা তৈরি করছে।
৩ বছর আগে
ফাইজারের কোভিড ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর
করোনভাইরাস সংক্রমণ রোধে চলমান ভ্যাকসিন গবেষণার অন্তর্বর্তীকালীন আরও ফলাফল বিশ্লেষণ করে নিজেদের তৈরি ভ্যাকসিনটি ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার।
৪ বছর আগে