মালয়েশিয়ার বাজারে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) সংশোধন করে প্রটোকল চূড়ান্ত করতে দেশটির সমর্থন চেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম. সারাভানানের সাথে বৈঠককালে বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সরোয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন।
বৈঠকে মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের বৈধকরণে চলমান রিক্যালিব্রেশন কর্মসূচি, বিদেশি কর্মীদের উন্নততর আবাসস্থল নিশ্চিত করা, কোভিড ভ্যাকসিন প্রদান, কোভিড পূর্ববর্তী সময়ে ছুটিতে বাংলাদেশে গিয়ে ফিরে আসতে না পারা কর্মীদের ফেরত আনা প্রসঙ্গে আলোচনা হয়।
এ সময় মানবসম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ হাইকমিশনের উপহাইকমিশনার, কাউন্সেলর (শ্রম) ও শ্রম শাখার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের `পূর্ণাঙ্গ ডিজিটাল' যাত্রা শুরু