কোভিড পরীক্ষা
মেয়াদোত্তীর্ণ লিকুইড টিউবে চলছিল কোভিড পরীক্ষা!
পাবনায় কোভিড পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ লিকুইড টিউব ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্টে নমুনা নেয়ার সময় তারিখ মেয়াদোত্তীর্ণ দেখা যায়।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া কোভিড-১৯ পরীক্ষার কাজে এই লিকুইড টিউব ব্যবহার করা হয়।
ভুক্তভোগী এক ব্যক্তি জানান, তার করোনা টেস্টের জন্য তাকে ২০২১০৬ মেয়াদের লিকুইড টিউবে নমুনা নেয়া হয়। নমুনা নেয়ার সময় তিনি মেয়াদোত্তীর্ণ টিউব কেন ব্যবহার করা হচ্ছে তা জানতে চান। এ সময় দায়িত্বরত ব্যক্তিরা এ ব্যাপারে অফিসে অভিযোগ করতে বলেন।
পড়ুন: টানা পঞ্চম দিনে দুই শতাধিক মৃত্যু, শনাক্ত ১২২৩৬
পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা কোভিডে আক্রান্ত হওয়ায় অন্য লোক দিয়ে নমুনা সংগ্রহের কাজ করানো হচ্ছে। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়া ১৯টি টেস্ট টিউব ছিল। পরবর্তীতে মেয়াদ আছে এমন নতুন লিকুইড টিউব দিয়ে নমুনা সংগ্রহের কাজ করা হয়েছে।
তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ টিউবে সংগৃহীত নমুনায় সঠিক ফলাফল নাও আসতে পারে। এদের কাছ থেকে পুনরায় নমুনা নিতে হবে।
পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান, খবর পাওয়ার সাথে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। পরবর্তীতে ২০২১০৬ এর পরবর্তে মেয়াদ ওয়ালা লিকুইড টিউব দিয়ে বর্তমানে নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয়েছে।
পড়ুন: টিকা নেয়ার বয়স ১৮ বছর করার চিন্তা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীতে যানজট, যাত্রীদের ভোগান্তি
৩ বছর আগে
খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান ইউএনবিকে বলেন, শনিবার সন্ধ্যায় বেগম জিয়া কোভিড পরীক্ষা করেছেন এবং আজ (রবিবার) পজিটিভ ফল এসেছে।
তিনি বলেন, আইসিডিডিআর,বিতে আরটি-পিসিআর পরীক্ষা করে খালেদার করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ল
বিএনপি নেতারা অবশ্য বলছেন যে তাদের কাছে এ জাতীয় কোনো তথ্য নেই।
গত সপ্তাহে খালেদার এক আত্মীয়ের সাথে দেখা হওয়ার পর তার করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। ‘এই কারণেই ম্যাডামের (খালেদার) পরিবার তার কোভিড পরীক্ষার উদ্যোগ নেয়, যদিও তার কোনো বড় কোনো জটিলতা নেই।’
দুর্নীতির মামলায় ২৫ মাস কারাভোগের পর করোনভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে নির্বাহী আদেশে ছয় মাস দণ্ড স্থগিত হওয়ায় গত বছরের ২৫ মার্চ সাময়িক মুক্তি পান সাবেক এ প্রধানমন্ত্রী।
একইদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি এবং তখন থেকেই গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় অবস্থান করছেন।
গত বছরের ২৭ আগস্ট আরও ছয় মাস এবং এরপর গত ১৫ মার্চ আরও ছয় মাসের জন্য তার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
আরও পড়ুন: নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার শুনানি ১৮ মার্চ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠায় আদালত। পরে হাইকোর্ট তার সাজার মেয়াদ দ্বিগুণ করে। একই বছরে তিনি আরও একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন। যদিও তার দল বলছে, দুটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
৩ বছর আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর কোভিড পরীক্ষা ফের নেগেটিভ
আইসোলেশনে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের চতুর্থবারের মতো কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
৪ বছর আগে