বিয়ের অনুষ্ঠান
ইরাকের উত্তরাঞ্চলে বিয়ের অনুষ্ঠানে আগুন লেগে নিহত শতাধিক
ইরাকের উত্তরাঞ্চলে এক খ্রিস্টান বিয়ের আয়োজক হলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০০ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন। বুধবার কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে বলেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
কর্তৃপক্ষ বলেছে, ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি রাজধানী বাগদাদ থেকে প্রায় ৩৩৫ কিলোমিটার (২০৫ মাইল) উত্তর-পশ্চিমে মসুল শহরের ঠিক বাইরে এটি খ্রিস্টান অধ্যুষিত এলাকা।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে বিয়ের হলের ওপর দিয়ে আগুনের শিখা ছড়িয়ে পড়ছে।
বেঁচে যাওয়া ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নিয়ে তাদের অক্সিজেন ও ব্যান্ডেজ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইরাকের কুর্দি অঞ্চলে সামরিক বিমানবন্দরে হামলায় নিহত ৩
নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য বিভাগ মৃতের সংখ্যা ১১৪ জনে উন্নীত করেছে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদর এর আগে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কে আহতের সংখ্যা ১৫০ বলে জানিয়েছিলেন।
আল-বদর বলেন, ‘দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ দেওয়ার জন্য সমস্ত প্রচেষ্টা করা হচ্ছে।’
অনলাইনে এক বিবৃতিতে তার কার্যালয় বলেছে, প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি অগ্নিকাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দেশটির স্বরাষ্ট্র ও স্বাস্থ্য কর্মকর্তাদের ত্রাণ সরবরাহের নির্দেশ দিয়েছেন।
নিনেভেহ প্রদেশের গভর্নর নাজিম আল-জুবরি বলেন, আহতদের কয়েকজনকে আঞ্চলিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, আগুনে হতাহতের কোনো চূড়ান্ত সংখ্যা এখনও পাওয়া যায়নি। যা মৃতের সংখ্যা এখনও বাড়তে পারে বলে ইঙ্গিত দেয়।
আরও পড়ুন: ইরাকে তীর্থযাত্রী বহনকারী বাস উল্টে নিহত ১৮
ইরাকে কুর্দি যোদ্ধাদের হামলায় ৬ তুর্কি সেনা নিহত : আঙ্কারা
১ বছর আগে
ভোলায় বিয়ের অনুষ্ঠানে বরের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে সংর্ঘষ, কনেসহ আহত ১৫
ভোলায় বিয়ে বাড়িতে গেটে অভ্যর্থনা জানাতে গিয়ে বরযাত্রীদের কাছে ৫ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে সংর্ঘষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কনে, তার বাবা ও শ্বশুরসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এদের মধ্যে গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির ফলে পন্ড হয়ে গেছে আয়োজনটি।
শুক্রবার (৩০ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার জামিরালতা এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভোলায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ২০
স্থানীয়রা জানান, ভোলার মুসলিম পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে শরিফের সঙ্গে জামিরালতা এলাকার হারুন মিয়ার মেয়ে নুপুরের দু’মাস আগে বিয়ে হয়। শুক্রবার দুপুরে জামিরালতায় মেয়ের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরকে অভ্যর্থনা জানাতে গেটে লাল ফিতা কেটে ভেতরে বরসহ অতিথিদের প্রবেশের ব্যবস্থা করা হয়। এ সময় বরের কাছে ৫ হাজার টাকা চাইলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটিসহ হট্টগোল বাধে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংর্ঘষ, মারধরসহ চেয়ার-টেবিল, আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটে।
অতিথি আপ্যায়নের জন্য দুপুরের খাবার ফেলে দেয়া হয়। এতে করে নুপুর, তার বাবা হারুন, বরের বাবা জাকির হোসেনসহ দুই পক্ষে ১৫ জন আহত হয়েছে।
এদের মধ্যে কনেসহ গুরুতর ৯ জনকে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, বিয়ে বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কেউ অভিযোগ দেয়নি।
আরও পড়ুন: ভোলায় ধান রোপন নিয়ে দুই পক্ষের সংর্ঘষে নিহত ১
চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপি সংর্ঘষ, আটক ৪৪
১ বছর আগে
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নৌকাডুবিতে নিহত ১০৩
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নৌকা ডুবে শিশুসহ অন্তত ১০৩ জন নিহত হয়েছে।
মঙ্গলবার দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।
পুলিশের মুখপাত্র ওকাসানমি অজয়ি জানান, কোয়ারা রাজ্যের রাজধানী ইলোরিন থেকে ১৬০ কিলোমিটার দূরে পাতেগি জেলার নাইজার নদীতে সোমবার ডুবে যাওয়া নৌকাটিতে থাকা কয়েক ডজন লোককে এখনও স্থানীয় বাসিন্দা ও পুলিশ খুঁজছে।
এ পর্যন্ত ১০০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামের শঙ্খ নদীতে নৌকাডুবি: নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
স্থানীয় প্রধান আব্দুল গণ লুকপাদা বলেছেন, যারা ডুবে মারা গেছেন তাদের বেশিরভাগই বেশ কয়েকটি গ্রামের আত্মীয় স্বজন। সবাই একসঙ্গে বিয়েতে অংশ নিয়েছিলেন এবং গভীর রাতে পার্টি করেছিলেন।
তিনি আরও বলেন, তারা মোটরসাইকেলে করে অনুষ্ঠানে এসেছিলেন কিন্তু বৃষ্টির কারণে সড়ক প্লাবিত হওয়ায় স্থানীয়ভাবে তৈরি নৌকায় করে রওনা দিতে হয়েছিল।
লুকপাদা বলেন, ‘নৌকাটিতে সক্ষমতার চেয়ে বেশি মানুষ উঠেছিল, মোটামুটি ৩০০ জনের কাছাকাছি। তাদের নৌকা গন্তব্যে যাওয়ার সময় একটি গুঁড়ির সঙ্গে ধাক্কা খেলে নৌকা ভেঙ্গে দুই ভাগ হয়ে যায়।’
উসমান ইব্রাহিম নামের এক বাসিন্দা বলেন, প্রতিবেশি নাইজার রাজ্যের এগবোটি গ্রামে এই বিয়ে অনুষ্ঠিত হয়। দুর্ঘটনাটি রাত ৩টার দিকে ঘটায় এ সম্পর্কে অনেক পরে মানুষ জানতে পারে।
আরও পড়ুন: দক্ষিণ ভারতে নৌকাডুবিতে অন্তত ২০ জনের মৃত্যু
উদ্ধারের প্রাথমিক প্রচেষ্টা ধীর ও খুব কঠিন ছিল উল্লেখ করে লুকপাদা বলেন, আশেপাশের গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে যান এবং প্রথমে প্রায় ৫০ জনকে উদ্ধার করতে সক্ষম হন।
নাইজেরিয়ার অন্যতম বড় এই নদীতে সরকারি কর্মকর্তা ও স্থানীয়রা এখনও আরও লাশের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
পুলিশের মুখপাত্র অজয়ি বলেন, উদ্ধার কার্যক্রম বুধবার রাত পর্যন্ত চালানো হতে পারে।
স্থানীয়রা জানান, গত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ নৌ-দুর্ঘটনা।
আরও পড়ুন: চাঁদপুরে ফেরির ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ
১ বছর আগে
পাকিস্তানে নৌকাডুবিতে ১৯ নারীর মৃত্যু
পাকিস্তানে সিন্ধু নদীতে বরযাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ১৯ নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের সাদিকাবাদ শহরের মাচকা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নৌকায় ৬০ থেকে ৭০ জন যাত্রী ছিল। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নিকটবর্তী এলাকা থেকে মাচকার দিকে যাচ্ছিল।
পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে,স্থানীয়রা অন্তত ৩৫ জনকে উদ্ধার করেছে।
এখনও নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চলছে বলে জানা গেছে।
আরও পড়ুন: ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১৩
চীনে আকস্মিক বন্যায় ১২ জনের মৃত্যু
২ বছর আগে
ব্রিটনিকে স্টকিংয়ের অভিযোগে তার প্রাক্তন স্বামীর বিচার শুরু
পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সকে অপরাধমূলক স্টকিং করার অভিযোগে তার সাবেক স্বামী জেসন অ্যালেন আলেকজান্ডারের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার আদালত।
সোমবার দুই ঘণ্টার প্রাথমিক শুনানির পর ভেনচুরা কাউন্টির বিচারক ডেভিড ওয়ার্লি রায় দেন যে, ৪০ বছরবয়সী জেসন আলেকজান্ডারকে অনুপ্রবেশ, ভাঙচুর সহ আনীত সকল অভিযোগের জন্য জবাবদিহিতা ও বিচারের আওতায় আনা উচিত।
তবে সমস্ত অভিযোগের জন্য দোষী নয় এমন আবেদন করেন আলেকজান্ডারের আইনজীবী।
ব্রিটনি ও তার দীর্ঘদিনের প্রেমিক স্যাম আসগারির বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়া জেমস অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল।
২০০৪ সালে বিচ্ছেদের আগে আলেকজান্ডার ও স্পিয়ার্সের বিয়ের স্থায়িত্ব ছিলো তিন দিনেরও কম।
উল্লেখ্য ক্যালিফোর্নিয়ার থাউজ্যান্ড ওকসে নিজ বাড়িতে ৪০ বছর বয়সী ব্রিটনি স্পিয়ার্স ও ২৮ বছর বয়সী স্যাম আসগারির বিয়ে সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: ব্রিটনির থেকে ১০০ গজ দূরে থাকতে হবে আলেকজান্ডারকে
বলিউডে ‘কিং খান’ শাহরুখের ৩০ বছর
২ বছর আগে
ছুটি দিয়ে স্কুল মাঠে বিয়ের অনুষ্ঠানের আয়োজন
বরিশালে স্কুল ছুটি দিয়ে বিয়ের আয়োজন করছে স্থানীয় এক প্রভাবশালী মহল। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও ছুটির জন্য তাগিদ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার মোফাজ্জেল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, পুরো স্কুল মাঠ জুড়ে প্যান্ডেল করে বিয়ের আয়োজন করছে স্থানীয় ইয়ার হোসেন সিকদার। তার মেয়ে সাবরিনা আক্তার সুমির সঙ্গে পশ্চিম চর হোগলা গ্ৰামের আবুল হোসেনের ছেলে বিকাশ আহমেদ বাপ্পির এ বিয়ের আয়োজন চলে।
আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠান থামাতে ব্যর্থ করোনা!
বিদ্যালয় চলাকালীন মাঠে বিয়ের আয়োজনের অনুমতি প্রসঙ্গে মেয়ের বাবা জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তাকে এ আয়োজনের অনুমতি দিয়েছে। তাছাড়া আমার মেয়ে এই বিদ্যালয়ের ছাত্রী ছিল।
এ বিষয়ে মোফাজ্জেল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসরাফুজ্জামান খান রনি জানান, আমি যেহেতু সোসাল ওয়ার্ক করি সেহেতু অনেকেই অনেক কিছুতে অনুমতি দিতে হয়।
এদিকে স্থানীয়রা নাম প্রকাশ না করা শর্তে জানান, বিয়ে উপলক্ষে শিক্ষার্থীদের আগে ভাগেই ছুটি দিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে জানতে মোফাজ্জেল হোসেন খান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনের ব্যবহৃত নম্বরে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিয়ের অনুষ্ঠানে ছুরিকাঘাতে যুবক নিহত
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ হাওলাদার বলেন, এ বিষয়ে আমাদের কাছে অনুমতির জন্য আসছিল। তাদের অনুমতি দেয়া হয়নি। স্কুল চলাকালীন সময়ে দুপুর আড়াইটা পর্যন্ত কোন কিছু করার বিধান নেই।
বিদ্যালয় পরিদর্শক খান রফিকুল ইসলাম বলেন, এটা পুরাই আইন বহির্ভূত। ম্যানেজিং কমিটি যদি অনুমতি দিয়েও থাকে তাহলে সেটা ঠিক করেনি।
২ বছর আগে
বরগুনায় যুবলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন জমাদ্দারকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
৪ বছর আগে