নারী পোশাক শ্রমিক
নরসিংদীতে নারী পোশাক শ্রমিককে ধর্ষণ: ৪ জনের যাবজ্জীবন
নরসিংদীর পলাশে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের দায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ছয়জনের মধ্যে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বাকি দুজনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।
মঙ্গলবার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) ও আসামিদের আপিল শুনানি করে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
হাইকোর্টের রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত চারজন হলেন-পলাশ উপজেলার বাগপাড়া এলাকার আশিকুর রহমান, ইলিয়াছ মিয়া, মো. রুমিন ও মো. রবিন।
আরও পড়ুন: মহাসড়কের জমি বন্ধক রেখে ঋণ: দুদককে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের
খালালপ্রাপ্তরা হলেন- ইব্রাহিম ও আবদুর রহমান।
আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, লুৎফর রহমান আকন্দ ও আক্তার রসুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনর রশিদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমদ হিরো।
সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমদ হিরো সাংবাদিকদের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্র জানায়, ২০১৩ সালের ২৩ মে দুপুরে ওই নারী শ্রমিক কাজ শেষে বাসায় ফেরার পথে আসামিরা তাকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। ধর্ষণের ভিডিওচিত্রও ধারণ করেন আসামিরা।
আরও পড়ুন: সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল
পরে এ ঘটনায় পলাশ থানায় একটি মামলা করা হয়।
বিচার শেষে ওই নারী শ্রমিককে (২০) ধর্ষণের দায়ে ২০১৬ সালের ২৫ আগস্ট ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহাম্মদ।
পরবর্তীতে নিম্ন আদালতের আদেশ চ্যালেঞ্জ করে দণ্ডপ্রাপ্তরা হাইকোর্টে আপিল করেন।
২ বছর আগে
করোনার নেতিবাচক প্রভাব পড়েছে পোশাক খাতের নারীদের ওপর: আইএলও
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, কর্মক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যার পাশাপাশি তৈরি পোশাক খাতে (আরএমজি) করোনাভাইরাসের নেতিবাচক প্রভাবের কারণে এ শিল্পে কর্মরত নারী শ্রমিকদের পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
৪ বছর আগে