হাতবোমা উদ্ধার
গাংনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি হাতবোমা উদ্ধার
মেহেরপুরের গাংনীতে দুটি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলার ফ্লোর থেকে লালকসটেপ মোড়ানো বোমা দুটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: খুলনায় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৌজিয়া আক্তার জানান, সকালে স্কুল খোলার পর শিক্ষার্থীরা ক্লাসে যাওয়ার সময় তৃতীয় তলার ফ্লোরে লাল টেপে মোড়ানো দুটি বোমা দেখতে পায়। খবর পেয়ে এলাঙ্গী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি উদ্ধার করে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলো রেখে গেছে, তা জানা যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, বোমা দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিষ্ক্রিয় করা হয়েছে।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।
২৪৪ দিন আগে
রাজধানীতে ৩১টি হাতবোমা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আরও ৪
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ৩১টি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
১৮৬১ দিন আগে