বিপিএলে ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে আকস্মিকভাবে মাঠে লুটিয়ে পড়ার পর মৃত্যুবরণ করেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি। দ্রুত সিপিআর (প্রাথমিক জরুরি চিকিৎসা) দিয়ে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরুর আগে অনুশীলন চলাকালে এ ঘটনা ঘটে।
ম্যাচ শুরু হতে তখনও ২০ মিনিটের মতো বাকি। এমন সময় নিজ নিজ ড্রেসিং রুমের পাশে অনুশীলন করছিলেন রাজশাহী ও ঢাকার ক্রিকেটাররা। তাদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরা।
অনুশীলন চলাকালে আচমকা মাটিতে লুটিয়ে পড়েন একজন। তাৎক্ষণিকভাবে ঢাকার অনুশীলকে ঘিরে জটলা তৈরি হয়।
পরে জানা যায়, অসুস্থবোধ করায় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েছেন ঢাকার সহকারী কোচ জ্যাকি। তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয়। পরবর্তীতে দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে সিলেটের আল হারামাইন হাসাপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস।
বিবৃতিতে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রিয় সহকারী কোচ হৃদ্রোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন।
এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’
কোচ জ্যাকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি শ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরিভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথেই তিনি নিস্তেজ হয়ে পড়েন।
বিপিএল ঘিরে গত কয়েক দিন ধরেই দারুণ ব্যস্ত ছিলেন মাহবুব আলী জাকি। মাত্র দুদিন আগেও গণমাধ্যমের সামনে নিজের দলের পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন। আজ ছিল তার দলের প্রথম পরীক্ষা। অথচ সেই কাঙ্ক্ষিত মুহূর্তের ঠিক আগেই বিদায় নিলেন তিনি।
মাহবুব আলী জাকি কেবল একজন কোচই ছিলেন না, বাংলাদেশের পেস বোলিং শক্তির পেছনেও ছিল তার বড় ভূমিকা। জাতীয় দলের সাবেক এই পেসার খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পেশা হিসেবে নেন। মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদদের মতো তারকা পেসারদের নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা ছিল তার। এমনকি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ঐতিহাসিক দলের কোচিং প্যানেলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তার এমন প্রয়াণে শোকাভিভূত পুরো বিপিএল পরিবার।
তবে দুর্ঘটনার পরও নির্ধারিত সময়েই ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে ঢাকা।