গাড়িতে আগুন
ফেনীতে বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, গাড়িতে আগুন
ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপি সভাপতি আকবর হোসেনের বাড়িতে বোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার গভীর রাতে দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির লোকজন জানান, উপজেলা বিএনপির সভাপতি ও দাগনভূঞা পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেন সম্প্রতি গ্রেপ্তার হয়ে বর্তমানে ফেনী কারাগারে আছেন। বাড়ির পেছনে রাখা ছিল তার গাড়ি। সোমবার গভীর রাতে কে বা কারা ওই স্থানে গিয়ে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া যায়।
তারা আরও জানান, খবর পেয়ে ফেনী থেকে দমকল বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে আগুন নেভালেও গাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে আ. লীগ নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ
আকবরের স্ত্রী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীনা আকবর বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে প্রথমে আতঙ্ক ছড়ায়। পরে তারা দেয়াল টপকে ভেতরে ঢুকে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার জন্য তিনি সরকারি দলের লোকজনদের দায়ী করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নেভাতে দমকল বাহিনীকে সহায়তা করে।
তিনি আরও বলেন, কীভাবে এ ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। এটা কোনো নাশকতা, না কি কোনো যান্ত্রিক ত্রুটির ফলে হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, বিএনপির ডাকা অবরোধের সমর্থনে শনিবার সন্ধ্যায় তুলাতুলী এলাকায় মশাল মিছিল থেকে উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীরা ঘেরাও করে পুলিশে সোপর্দ করে।
আরও পড়ুন: আগারগাঁওয়ে বিস্ফোরণে আহত ৪
রাজধানীর মৌচাকে ইউএনবি কার্যালয়ের কাছে দুটি ককটেল বিস্ফোরণ
১১ মাস আগে
অবরোধ: দুই জেলায় দু’টি গাড়িতে আগুন
বগুড়ার শিবগঞ্জ ও বরগুনার আমতলী উপজেলায় বিএনপিসহ সমমনা বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে বুধবার রাতে দুটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় বলে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান।
তিনি আরও বলেন, খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: গাজীপুরে বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা
এদিকে বরগুনার আমতলী উপজেলায় বুধবার রাতে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
রাত ৯টা ২২ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় বলে স্টেশন অফিসার তালহা জানান।
তিনি বলেন, খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের মধ্যে বুধবার সন্ধ্যা থেকে ঢাকাসহ সারা দেশে একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: বনানীতে মিনিবাসে আগুন
অবরোধ: তাঁতিবাজারে বাসে আগুন
১ বছর আগে
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, গাড়িতে আগুন
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ শুরু করেছে শিল্প কারখানার শ্রমিকরা।
সোমবার (৩০ অক্টোবর) বিক্ষোভভালে বেশ কিছু যানবাহন ভাঙচুর ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
সোমবার সকালে সপ্তম দিনের মতো গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা, নাওজোড়, নলজানী, ও মালেকের বাড়ি এলাকায় কাজ বন্ধ করে শ্রমিকেরা বিক্ষোভ করেন।
এ সময় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ভবনে ঢিল ছুড়ে গ্লাস ভাঙচুর করা হয়। শ্রমিকদের একটি গ্রুপ গাজীপুরের ভোগড়া এলাকায়
অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর করতে গেলে শিল্প পুলিশ ও থানা পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে ভোগড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া কারখানার শ্রমিকরা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও তাদের কাজের দাম বাড়েনি। তাই বাধ্য হয়েই বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে নামতে হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীর বাবুরহাট-শেখেরচর বাজারে আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ শুরু করে। সড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিচালা এলাকার লেগোস অ্যাপারেলস,
এটিএস, বে-ফুটওয়ারসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন।
আরও পড়ুন: নরসিংদীর বাবুরহাট-শেখেরচর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
গাড়িতে আগুনের ঘটনা আড়ালকারীদেরও আইনের আওতায় আনা উচিত: তথ্যমন্ত্রী
সম্প্রতি গাড়িতে আগুনের ঘটনা আড়ালকারীদেরও আইনের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
৩ বছর আগে