মোসাদ
নুর ইসরায়েলের মোসাদের সঙ্গে ৩ বার সাক্ষাৎ করেছেন: ফিলিস্তিনি রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমজান বৃহস্পতিবার বলেছেন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তিনটি বৈঠক করেছেন।
ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এ দাবি করেন।
মোসাদের সঙ্গে এ ধরনের বৈঠক বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি বলে তিনি মনে করেন।
রমজান বলেন, ‘আমাদের গোয়েন্দা সূত্রগুলো কাতার, দুবাই ও ভারতে ইসরায়েলিদের সঙ্গে নুরের সাক্ষাতের ছবি পেয়েছে।’
আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সিলেটে ভিপি নুরের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল
রাষ্ট্রদূতের মতে, গত বছর কাতারে ফুটবল বিশ্বকাপের সময় ফিলিস্তিনি গোয়েন্দা সংস্থা প্রথম বিষয়টি লক্ষ্য করে।
দূত বলেন, নুর যদি মোসাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করেন, তা ফিলিস্তিনের জন্য যথেষ্ট।
তিনি বলেন যে তবে তা বাংলাদেশ সরকার বা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য হুমকি।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে বলেছেন।
আরও পড়ুন: ৭ কর্মদিবসে সাবেক ভিপি নুরকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজিরের নির্দেশ
চট্টগ্রামে ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
৬৪৮ দিন আগে
বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন, কারামুক্তিতে বাধা নেই
নাশকতার অভিযোগে রাজধানীর কোতোয়ালি ও শাহবাগ থানায় দায়ের করা দুই মামলায় বিএনপির আলোচিত নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
রবিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চ এই আদেশ দেন।
জামিন পাওয়ার বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ নিশ্চিত করেন।
এই দুই মামলায় জামিন পাওয়ার ফলে বিএনপির এই নেতারা কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী হাসিবুর রহমান।
আরও পড়ুন: কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা ডা. শাহাদাত
২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার হন বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলাম চৌধুরী। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের’ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর রাষ্ট্রদ্রোহের দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে নাশকতা, চেক প্রতারণাসহ বিভিন্ন মামলায় আসামি হন আসলাম। অন্যান্য মামলায় তিনি আগেই জামিন পেয়েছেন বলে জানান তার আইনজীবী হাসিবুর রহমান।
১৪০১ দিন আগে
গোপনে সৌদি সফর করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার গোপনে সৌদি আরব সফর করেছেন বলে ইসরায়েলের গণমাধ্যম খবর প্রকাশ করেছে।
১৫৮৯ দিন আগে