গ্যাসলাইন
রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কাউয়ারচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সিলেট জেলার জাহানারা ও তার স্বামী বরিশাল জেলার শামীম মিয়া। তারা স্থানীয় আবু মুসা মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে বিকট শব্দে ঘুম ভাঙে। পরে এগিয়ে গিয়ে দেখতে পাই আবু মুসা মিয়ার বাড়ির ভাড়াটিয়ার ঘরে আগুন।
আরও পড়ুন: সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ সিসিকের ৫ শ্রমিক
পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ঘরে থাকা শামীম মিয়া ও তার স্ত্রী জাহানারার শরীরের অনেক অংশ পুড়ে গেছে। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদেরকে ঢাকায় স্থানান্তর করেন।
বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে ভোরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দগ্ধ স্বামী-স্ত্রীকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইন বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুন: সিলেটে সিএনজি স্টেশনে আগুনে দগ্ধ ১ জনের মৃত্যু
ঢাকার দোহারে অগ্নিসংযোগে একই পরিবারের ৫ জন দগ্ধ
১০ মাস আগে
রূপগঞ্জে গ্যাসলাইনে লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাসের লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। শনিবার (১৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধেরা হলেন- জুম্মন, কবির, সিয়াম ও সেমিন। তাদের বাড়ি তারাবো খালপাড় এলাকায়।
আরও পড়ুন: রাজশাহীতে আগুনে মায়ের মৃত্যু, ২ চিকিৎসক সন্তান দগ্ধ
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবো বিশ্বরোড এলাকার সরকারি জায়গায় ইয়াজউদ্দিন নামের এক মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে একটি ঘর তুলে বসবাস করতেন।
ওই সরকারি জায়গা দিয়ে তিতাস গ্যাসের পাইপলাইন থেকে অবৈধভাবে পাইপ টেনে গ্যাস নেয় একটি চক্র। ওই পাইপ থেকে লিকেজ হয়ে আগে থেকেই গ্যাস বের হচ্ছিল।
শনিবার বিকালে মুক্তিযোদ্ধা ইয়াজউদ্দিন মারা গেলে রাতে তার লাশ দাফন ও জানাজার উদ্দেশ্যে গোসল করাচ্ছিলেন কয়েকজন। এ সময় আগরবাতি জ্বালানোর উদ্দেশ্যে দিয়াশলাই কাঠি জ্বালান এক ব্যক্তি।
পরে মুহূর্তের মধ্যে লিকেজ হওয়া তিতাস গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। দগ্ধদের তাৎক্ষণিক ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, অগ্নিদগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে রাসায়নিক ড্রাম বিস্ফারণে শ্রমিক নিহত, দগ্ধ ২
তেজগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
১ বছর আগে
রাজধানীর ওয়ারীতে গ্যাসলাইনের আগুন নিভেছে
রাজধানীর ওয়ারীর টিপু সুলতান সড়কে গ্যাসলাইনে বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে সড়কের গ্যাসলাইনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের অফিসার শাহজাদী সুলতানা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নির্বাপণ করে।
আরও পড়ুন: রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডে কয়েকজন সামান্য আহত হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতের বিষয়টি নিশ্চিত করেননি।
এদিকে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
আরও পড়ুন: রাজধানীর আদাবরে ভবনের আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
শাবিপ্রবি ক্যাম্পাসে ভবনের আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণে আহত জবি শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর গেন্ডারিয়া এলাকার ধুপখোলা বাজারে তিতাসের গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ মে) সকালে শেখ হাসিনা বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: খুলনায় চায়ের দোকানে বোমা বিস্ফোরণে আহত ৩
নিহত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান শাওন (২২)। তিনি নাটোর জেলার সদর উপজেলার আব্দুল লতিফের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান শাওনের শরীর ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাকে শেখ হাসিনা বার্নে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সোয়া ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
এর আগে, সোমবার রাজধানীর ধূপখোলা বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণে ৯ জন আহত হন।
আহতরা হলেন- মো. সোহেল (৪২), মেহেদী হাসান শাওন (২২), আলী হোসেন (৫২), রাশেদ মিয়া (৩২), সাহারা বেগম (৬৫), আব্দুর রহিম (৫০), মিম আক্তার (২২), আলিফ (২২), মিজানুর রহমান (৩২)।
এদের মধ্যে আব্দুর রহিম ও শাওনের শরীর যথাক্রমে ৪০ ও ৩০ শতাংশ পুড়েছিল।
আহত সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে ওই এলাকায় পানি সরবরাহের জন্য পাইপ বসানোর কাজ করছিলেন ওয়াসার এক ঠিকাদার।
সকালে ওয়াসার ঠিকাদার কর্তৃক খননের সময় গ্যাসের পাইপলাইনগুলো ক্ষতিগ্রস্ত হলে বিস্ফোরণ ঘটে।
পরে তিতাস গ্যাসের একটি জরুরি দল ঘটনাস্থলে গিয়ে সমস্যার সমাধান করে।
আরও পড়ুন: চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু
চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে আহত শিক্ষিকার মৃত্যু
১ বছর আগে
চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে আহত শিক্ষিকার মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটার বড়ুয়া ভবনে ভয়াবহ গ্যাসলাইন বিস্ফোরণে আহত আরও এক নারী ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার মারা গেছেন।
৫ বছর আগে