নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাসের লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। শনিবার (১৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধেরা হলেন- জুম্মন, কবির, সিয়াম ও সেমিন। তাদের বাড়ি তারাবো খালপাড় এলাকায়।
আরও পড়ুন: রাজশাহীতে আগুনে মায়ের মৃত্যু, ২ চিকিৎসক সন্তান দগ্ধ
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবো বিশ্বরোড এলাকার সরকারি জায়গায় ইয়াজউদ্দিন নামের এক মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে একটি ঘর তুলে বসবাস করতেন।
ওই সরকারি জায়গা দিয়ে তিতাস গ্যাসের পাইপলাইন থেকে অবৈধভাবে পাইপ টেনে গ্যাস নেয় একটি চক্র। ওই পাইপ থেকে লিকেজ হয়ে আগে থেকেই গ্যাস বের হচ্ছিল।
শনিবার বিকালে মুক্তিযোদ্ধা ইয়াজউদ্দিন মারা গেলে রাতে তার লাশ দাফন ও জানাজার উদ্দেশ্যে গোসল করাচ্ছিলেন কয়েকজন। এ সময় আগরবাতি জ্বালানোর উদ্দেশ্যে দিয়াশলাই কাঠি জ্বালান এক ব্যক্তি।
পরে মুহূর্তের মধ্যে লিকেজ হওয়া তিতাস গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। দগ্ধদের তাৎক্ষণিক ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, অগ্নিদগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে রাসায়নিক ড্রাম বিস্ফারণে শ্রমিক নিহত, দগ্ধ ২
তেজগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু