সপ্তাহ
১৫ নভেম্বরে বাংলাদেশ রেলওয়ে’র সেবা সপ্তাহ শুরু
১৫ই নভেম্বর থেকে সপ্তাহব্যাপী রেলওয়ে সেবা সপ্তাহ পালন করবে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে সেবা সপ্তাহ উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে।
এ সকল কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ১৫ই নভেম্বর ঢাকা রেলওয়ে স্টেশনে এক আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃক টাস্কফোর্স কমিটি গঠন-পূর্বক বিভিন্ন স্টেশন/ট্রেন পরিদর্শন করা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা রেলওয়ে স্টেশনে সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ট্রেনে ভ্রমণরত যাত্রীদের মধ্যে ফুল/চকলেট/পানি বিতরণ করার ব্যবস্থা করা, যাত্রী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্টেশনে রেল সেবা সংক্রান্ত লিফলেট বিতরণ করা ইত্যাদি।
আরও পড়ুন: বাংলাদেশ রেলওয়ে: ঢেলে সাজানোর বিস্তর পরিকল্পনা সরকারের
এছাড়া গুরুত্বপূর্ণ স্টেশন সমূহ ব্যানার ও ফেস্টুন দিয়ে সজ্জিত করা, বিনা টিকিটে রেল ভ্রমণ রোধে বিশেষ ব্লক চেকিং কার্যক্রম গ্রহণ করা, আরএনবি ও জিআরপি কর্তৃক বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা, স্টেশন প্লাটফর্ম ও ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ট্রেনে সরবরাহকৃত খাবারের মান নিশ্চিতকরণ সম্পর্কে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা, স্টেশন প্লাটফর্ম ও স্টেশনে অবস্থিত দোকানসমূহ এবং চলন্ত ট্রেনে ধূমপান ও তামাক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা, রেলওয়ের নিয়ন্ত্রণাধীন হাসপাতালসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রেলওয়ে হাসপাতাল সংলগ্ন স্টেশনসমূহে ফ্রী চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা, ট্রেনের গার্ড ও স্টেশন মাস্টারের নিকট রক্ষিত ফার্স্ট এইড বক্সে প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রদান করার ব্যবস্থা ইত্যাদি করা হবে।
এছাড়াও রেলসেবার মান উন্নয়নের লক্ষে যাত্রীদের নিকট থেকে ফিডব্যাক সংক্রান্ত সার্ভে সরাসরি কোশ্চেনইয়ার এর মাধ্যমে এবং অনলাইনেও করা হবে।
আরও পড়ুন: বুধবার থেকে সব আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন: বাংলাদেশ রেলওয়ে
বাংলাদেশ রেলওয়ের জন্য ৪০টি ইঞ্জিন কেনার চুক্তি সই
২ বছর আগে
‘মেড ইন বাংলাদেশ সপ্তাহ ২০২২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মেড ইন বাংলাদেশ সপ্তাহ- ২০২২’ উদ্বোধন করেছেন।
রবিবার ‘কেয়ার ফর ফ্যাশন’ প্রতিপাদ্য নিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) উদ্বোধন করা হয়। যা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এই আয়োজনের লক্ষ্য হচ্ছে, দেশের পোশাক খাতের সক্ষমতা বিশ্বের কাছে তুলে ধরা।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক পণ্যের বাজারের অংশীদারিত্ব বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী বিলম্বিত পরিশোধের সময়সূচীসহ সৌদি জ্বালানি চেয়েছেন
বিদেশি ক্রেতা ও প্রতিনিধিদের মধ্যে ১০০ টিরও বেশি অংশগ্রহণকারী সপ্তাহব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘দ্য আনটোল্ড স্টোরিজ অব বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রি: ইকোনমিক, সোশাল অ্যান্ড এনভাইরনমেন্টাল গুড প্রাক্টিসেস’ ও ‘বিউটি অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ ছিল, আমাদের চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, মেগা ইভেন্টের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর কোনো চাপ থাকবে না, তবে বিদেশি অংশগ্রহণকারী থাকায় এই আয়োজন কিছু বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করবে।
আরও পড়ুন: আ.লীগ সরকার এ দেশের একটা টাকাও অপচয় করে না: প্রধানমন্ত্রী
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ১৭ হাজার ৫৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২ বছর আগে
মুন্সীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন
মুন্সীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জের লৌহজং কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ জাটকা সপ্তাহের উদ্বোধন করেন মন্ত্রী।
এ উপলক্ষে লৌহজংয়ের পদ্মা তীরে আয়োজিত আলোচনা শেষে পদ্মায় বর্ণাঢ্য নৌর্যালি বের হয়। এতে অংশ নেয়া নৌ যানগুলোতে ‘ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ’ স্লোগানসহ নানা সচেতনতামূলক বাণী স্থান পায়।
এ সময় সংসদ সদস্য, মৎস্য সচিব, নৌ পুলিশ প্রধান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, জেলে সম্প্রাদায়সহ সর্বস্তরের প্রতিনিধিরা অংশ নেয়।
আরও পড়ুন: চিংড়ি উৎপাদন ও রপ্তানি সমস্যা সমাধানে সরকার বদ্ধপরিকর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
অংশগ্রহণকারীরা পদ্মাসহ দেশের সকল স্থানে জাটকা সংরক্ষণে সজাগ থাকার আহ্বান জানান।
তারা বলেন,আজকের জাটকা আগামী দিনের ইলিশ। তাই জাটকা সংরক্ষণ সপ্তাহ বিশেষ গুরুত্ব বহন করছে। জিডিপির এক শতাংশের আয় আসে ইলিশ সম্পদ থেকে।
গত এক বছরে দেশে ইলিশ উৎপাদন হয়েছে প্রায় পাঁচ লাখ মেট্রিক টন। আয়োজকরা বলছে ইলিশের প্রসার বাড়াতেই এই নৌ র্যালি। পদ্মার বুকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে জাতীয় মাছ ইলিশ সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
আরও পড়ুন: জীবাণু সংক্রমণে সাফারি পার্কে প্রাণীর মৃত্যু ঘটছে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গবেষণা অপরিহার্য : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
২ বছর আগে
শিক্ষার্থীরা ক্লাসে আসবে সপ্তাহে ৩-৪ দিন, জানালেন মন্ত্রী
করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট বাস্তবতায় শিক্ষার্থীদের পাঠদানে বড় পরিবর্তন আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
৪ বছর আগে