প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মেড ইন বাংলাদেশ সপ্তাহ- ২০২২’ উদ্বোধন করেছেন।
রবিবার ‘কেয়ার ফর ফ্যাশন’ প্রতিপাদ্য নিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) উদ্বোধন করা হয়। যা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এই আয়োজনের লক্ষ্য হচ্ছে, দেশের পোশাক খাতের সক্ষমতা বিশ্বের কাছে তুলে ধরা।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক পণ্যের বাজারের অংশীদারিত্ব বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী বিলম্বিত পরিশোধের সময়সূচীসহ সৌদি জ্বালানি চেয়েছেন
বিদেশি ক্রেতা ও প্রতিনিধিদের মধ্যে ১০০ টিরও বেশি অংশগ্রহণকারী সপ্তাহব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘দ্য আনটোল্ড স্টোরিজ অব বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রি: ইকোনমিক, সোশাল অ্যান্ড এনভাইরনমেন্টাল গুড প্রাক্টিসেস’ ও ‘বিউটি অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ ছিল, আমাদের চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, মেগা ইভেন্টের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর কোনো চাপ থাকবে না, তবে বিদেশি অংশগ্রহণকারী থাকায় এই আয়োজন কিছু বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করবে।
আরও পড়ুন: আ.লীগ সরকার এ দেশের একটা টাকাও অপচয় করে না: প্রধানমন্ত্রী