প্রতিযোগিতা
মাগুরায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে এ প্রতিযোগিতার ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
শত বছরের ঐতিহ্য ধরে রাখতে আমুড়িয়া যুব সংঘ এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে।
মাগুরা, নড়াইল ও রাজবাড়ী জেলার মোট ১৫টি ঘোড়া এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় মাগুরা জেলার গাংনী গ্রামের ঘোড়া প্রথম স্থান, মাগুরা জেলার কাটাখালী গ্রামের ঘোড়া দ্বিতীয় ও মাগুরা জেলার শালিখা উপজেলার রামপুর গ্রামের ঘোড়া তৃতীয় স্থান লাভ করে।
ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমুড়িয়া যুব সংঘের সভাপতি শিমুল হোসেন।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা উপলক্ষে আয়োজিত গ্রামীণ মেলায় নানা রকমের মিষ্টি, বাচ্চাদের খেলার সামগ্রী, আসবাবপত্রের দোকান বসে।
এলাকার হাজার হাজার দর্শক গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা উপভোগ করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ২ দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু
গাইবান্ধায় ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা
বন্ধুর সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতায় ২ ভাই নিহত
কুষ্টিয়ার খোকসায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে নছিমনের ধাক্কায় দুই কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার শোমসপুর সড়কের কাদিরপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শোমসপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে ও কুষ্টিয়া পলিটেকনিকের ছাত্র সাব্বির (২০) এবং একই গ্রামের আলী আজমের ছেলে ও শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের ছাত্র আসলাম (২১)। তারা সম্পর্কে মামাতো ও খালাতো ভাই হয়।
আহতরা হলেন-নিহতদের বন্ধু রাসেল (২০) এবং নছিমন যাত্রী মহিন (৫৫)।
আরও পড়ুন: ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রত্যক্ষদর্শী স্কুলছাত্র আসিফ জানায়, রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে শোমসপুর রেল স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি নছিমনের সঙ্গে মোটরসাইকেল দুটির ধাক্কা লাগে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়।
নিহতদের খালাতো ভাই আনিছুর রহমান ফজলু জানায়, দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে ভর্তির পর অপারেশন থিয়েটারে নেয়ার সময় সাব্বির ও আসলাম মারা যায়।
খোকসা থানার উপপরিদর্শক (এসআই) আজিজ বলেন, ঘটনাস্থলে ভঙ্গুর অবস্থায় একটি নছিমন ও কিছু মালামাল তারা পেয়েছেন। সেটি স্থানীয় মাদরাসার সামনে রাখা হয়েছে। এ ঘটনায় নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা কেউ মামলা দেয়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মামুনুর রশিদ জানান, যারা নিহত হয়েছে তাদের পরিবার মামলা দিতে আসেনি।
এছাড়া মামলা দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
আরও পড়ুন: শিকাগো স্কুলের কাছে বন্দুকধারীর গুলিতে ২ ছাত্র নিহত, আহত ২
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ঠাকুরগাঁওয়ে পায়েস রান্না করে সাবিনা ইয়াসমিন সেরা রাধুঁনি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রথমবারের মতো দেশীয় রান্নার ঐতিহ্য সংরক্ষণ এবং সেটিকে ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে সেরা রাঁধুনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পায়েস রান্না করে সেরা রাধুঁনির খেতাব জিতে নিয়েছেন সাবিনা ইয়াসমিন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে উপজেলা চত্বরে প্রতিযোগিতায় রুটি ও মাংসভুনা করে সারমিন আকতার দ্বিতীয় এবং মাংসের আচার রান্না করে লাইলী বেগম তৃতীয় স্থান অধিকার করেন।
আরও পড়ুন: মাস্টারশেফ অস্ট্রেলিয়া: বাঙালি রান্নার সুবাস ছড়িয়ে তৃতীয় কিশোয়ার
অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করুন, স্বাস্থ্য-শিক্ষার জন্য সম্পদ ব্যবহার করুন: বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে এবং স্বাস্থ্য ও শিক্ষার জন্য প্রয়োজনীয় সম্পদ ব্যবহার করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সকল ডায়াবেটিস রোগী এবং সেবাকারীদের পক্ষ থেকে আমি বিশ্ব নেতাদের প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছি। আমাদের অবশ্যই আন্তর্জাতিক অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে হবে এবং আমাদের জনগণের স্বাস্থ্য ও শিক্ষার জন্য প্রয়োজনীয় সম্পদ ব্যবহার করতে হবে।’
মঙ্গলবার পর্তুগালের লিসবনে ‘ডায়াবেটিসের বৈশ্বিক রাষ্ট্রদূত’ হিসেবে বিশ্ব ডায়াবেটিস কংগ্রেস-২০২২-এ প্রচারিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ডায়াবেটিস এবং সংশ্লিষ্ট সহ-অসুস্থতায় আক্রান্ত প্রত্যেকের জন্য সঠিক চিকিৎসা ও যত্ন নিশ্চিত করার জন্য আমাদের একটি শান্তিময় বিশ্ব থাকা দরকার।’
শেখ হাসিনা ইনসুলিন ও অন্যান্য জীবন রক্ষাকারী ওষুধ দরিদ্রদের জন্য সাশ্রয়ী করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। ‘দরিদ্রদের জন্য সাশ্রয়ী মূল্যে ইনসুলিন এবং অন্যান্য জীবন রক্ষাকারী ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব।’
তিনি বলেন, কোভিড-১৯ মহামারি বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থায় অনেক ত্রুটি-বিচ্যুতি প্রকাশ করেছে। ডায়াবেটিস এবং অন্যান্য এনসিডিগুলোর জন্য আরও বেশি মারাত্মক হতে পারে এমন বৈষম্যগুলো মোকাবিলার জন্য জাতিগুলোকে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে।
আরও পড়ুন: চলমান অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলো সম্পন্ন করুন: সচিবদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা
প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসা ও গবেষণায় বিনিয়োগের জন্য আন্তর্জাতিক রাজনৈতিক সদিচ্ছাকে কার্যকর করতে হবে।
তিনি আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিশ্ব স্বাস্থ্য ক্রীড়ানকদের সঙ্গে গ্লোবাল ডায়াবেটিস কমপ্যাক্ট বাস্তবায়নে সহায়তা করার জন্য আহ্বান জানান।
তিনি আরও বলেন, ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসা ও গবেষণার জন্য আন্তর্জাতিক অর্থায়নের কোনো বিকল্প নেই।
প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লুএইচও) উদ্ধৃত করে বলেন যে বিশ্বে প্রায় ৪২২ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে ভুগছে এবং এই রোগে প্রতি বছর প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন প্রাণ যায়।
তিনি বলেন, বাংলাদেশে শিশুসহ ৮ দশমিক ৫ মিলিয়নেরও বেশি মানুষ ডায়াবেটিস এবং এর সঙ্গে সম্পর্কিত সহ-অসুস্থতায় বসবাস করে।
তিনি বলেন, ডায়াবেটিসের ফলে হওয়া জটিলতা ও অকাল মৃত্যু প্রতিরোধ করা যায়।
নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবারের মতো কিছু জীবনযাত্রার পরিবর্তন অনেক পরিবর্তন আনতে পারে উল্লেখ করে তিনি বলেন, সঠিক ওষুধ ও সতর্কতার মাধ্যমে একজন ডায়াবেটিস রোগী স্বাভাবিক জীবন উপভোগ করতে পারেন।
তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে স্বীকৃতি দেয়।
আরও পড়ুন: ২০২৩ সালে পাইপলাইনে ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু: প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিস এবং অন্যান্য প্রধান এনসিডি থেকে অকাল মৃত্যুহার এক-তৃতীয়াংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে।
শেখ হাসিনা বলেন, তার সরকার একটি গণমুখী স্বাস্থ্যনীতি বাস্তবায়ন করছে, যা কমিউনিটি সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণকে গুরুত্ব দেয়।
তিনি বলেন, তার সরকার দেশের সরকারি হাসপাতালে ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করে এবং সরকার সম্প্রতি বিনামূল্যে ইনসুলিন প্রদান শুরু করেছে।
তিনি বলেন, সারাদেশে ১৮ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিকে এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রশিক্ষিত পেশাদার এবং ডায়াবেটিস পরীক্ষার সুবিধা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দেশব্যাপী ডায়াবেটিস যত্ন ও সচেতনতা বৃদ্ধির জন্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে।
আরও পড়ুন: ৫০ শিল্প ইউনিট ও অবকাঠামো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
গ্রাম বাংলা ঐহিত্যবাহী খেলার নাম ঘোড়দৌড়। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন আম বাগান মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হাজারো দর্শক এই খেলা উপভোগ করেন। ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে শিশু-কিশোর ও বিভিন্ন বয়সী নারী-পুরুষের ঢল নামে।
আরও পড়ুন: ৫০ বছরের কূটনৈতিক বন্ধন: থাই দূতাবাসের পক্ষ থেকে ফটোগ্রাফি ও ভিডিও প্রতিযোগিতার আয়োজন
বালিয়াডাঙ্গা শান্তি মিশন আয়োজিত এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে আসা ঘোড়া ছাড়াও বগুড়া, নওগাঁ, পাবনা জেলার ৫০টি ঘোড়া অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় এ গ্রুপে প্রথম হয় মহাব্বতপুরের আলী, দ্বিতীয় চাপড়ার জলিল ও তৃতীয় স্থান অর্জন করেন বরিয়ার মাহবুব।
বি গ্রুপ প্রথম হয় চাপড়ার ফারুক, দ্বিতীয় রাজশাহীর তানোরের নাদিম, তৃতীয় স্থান অর্জন করেন সাহাপুরের এনামুল।
সি গ্রুপে প্রথম হয় বরিয়ার বাচ্চু, রাজশাহীর মোহনপুরের আনারুল ও নওগাঁর সাপাহারের মারুফ।
দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন খাতুন, বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতাউল হক কমল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাকবিরুল আলম আজমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ২ দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু
গাইবান্ধায় ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা
ইউএনবির ‘এশিয়া কাপ ২০২২ কুইজ প্রতিযোগিতায়’ ১৬ বিজয়ী
শেষ হয়েছে এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসর। ১১ সেপ্টেম্বর (রবিবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠবারের মতো মহাদেশীয় এই টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় শ্রীলঙ্কা।
ক্রিকেটের এই উন্মাদনা দর্শক-শ্রোতাদের মধ্যে আরও বহু গুণে ছড়িয়ে দিতে পুরো টুর্নামেন্ট জুড়ে আকর্ষণীয় এক কুইজ প্রতিযোগিতার অয়োজন করে বার্তা সংস্থা ইউএনবি। এতে ১৬ জন প্রতিযোগী বিজয়ী হন।
ইউএনবির কুইজ ক্যাম্পেইনটি ২৭ আগস্ট শুরু হয় এবং ১১ সেপ্টেম্বর শেষ হয়।
অংশগ্রহণকারীদের ইউএনবি ওয়েবসাইট এবং ফেসবুক পেজে চলমান এশিয়া কাপ ক্রিকেটের ১৬টি কুইজ দেয়া হয়েছিল।
সঠিক উত্তর থেকে লটারির মাধ্যমে ১৬ জন অংশগ্রহণকারীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। প্রতিদিনের কুইজের জন্য একজন বিজয়ীকে বেছে নেয়া হয়।
কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা হলেন-তাপস চক্রবর্তী, আবদুল মোত্তালিব, আবদুল্লাহ আল হৃদয়, আফরোজা পারভিন, ফয়সাল আহমেদ, হাসিন আনজম, ইত্তেজা আহমেদ, মেহেরুন্নেসা তুসি, মনিরা ইসলাম, নাজিহা রহমান, রহিমা আক্তার রহিমা, সাদিয়া রহমান, সাজ্জাদ হোসেন টিটু, সুলতান মাহমুদ, মিমলা মিমি, মহুয়া যুথি।
১৬ জন বিজয়ীর প্রত্যেকেই অংশগ্রহণের জন্য পুরস্কার পাবেন।
আরও পড়ুন: এশিয়া কাপ: ফাইনালে ২৩ রানে শ্রীলঙ্কার জয়
এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
কুইজ খেলে সাড়ে ২২ লাখ টাকা পেলেন বিকাশের ৪৫০০ গ্রাহক
সড়কে প্রতিযোগিতা, প্রাণ গেল তিন যুবকের
কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের প্রতিযোগিতায় প্রাণ গেল তিন যুবকের। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আরও পড়ুন: ভোলায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষকের মৃত্যু
নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের মোহিনী মিল এলাকার জুয়েল (২৫), কুমাড়গাড়া এলাকার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী (২৪) এবং মনোহর শেখের ছেলে রাহুল (২০)।
এছাড়া গুরুতর আহত শহরতলীর চেড়হাস এলাকার বিপ্লবকে (২০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
তিনি জানান, রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলে করে চার যুবক কুষ্টিয়ার দিকে আসছিল। এ সময় তারা একে অপরের থেকে আগে আসার প্রতিযোগিতায় লিপ্ত হন।
এক পর্যায়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে দুটি মটরসাইকেল কার্গোর সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
গাইবান্ধায় ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মহিমাগঞ্জের বাঙ্গালী নদে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৪টি নৌকা অংশ গ্রহণ করেছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা
প্রতিযোগিতাটি উপভোগ করতে গোবিন্দগঞ্জের বাঙ্গালী নদীর তীর জনস্রোতে সৃষ্টি হয়। নারী-পুরুষ, যুবক-যুবতীসহ নানা বয়সের মানুষেরা বাঙ্গালীর দুই পাড় কানায় কানায় ভরে যায়।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য কেএম জাহাঙ্গীর আলম, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান. উপজেলা স্বেচ্ছা সেবকলীগের হামিদুল ইসলাম সহ অন্যরা।
জানা যায়, ৫দিনের নৌকা বাইচ শেষে বিজয়ী দলকে একটি গরু এবং রানার্স আপ দলকে একটি খাসি পুরস্কার হিসেবে দেয়া হবে।
আরও পড়ুন: সিলেটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ধলেশ্বরীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
পার্বত্য অঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নে উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতা শুরু
পার্বত্য চট্টগ্রামের নারীদের জীবনমান উন্নয়নে পরিবেশবান্ধব স্যানিটারি প্যাড এবং রান্নার চুলা উদ্ভাবনের খোঁজে আইডিয়া প্রতিযোগিতা শুরু করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনডিপি স্ট্রেংথেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্র্যাক্টস (এসআইডি-সিএইচটি) আয়োজিত এই প্রতিযোগিতায় কারিগরি সহযোগিতা প্রদান করছে এটুআই ইনোভেশন ল্যাব এবং আর্থিক সহাযোগিতা প্রদান করছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।
এলক্ষ্যে মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে চ্যালেঞ্জ প্রতিযোগিতার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি জনাব প্রসেনজিৎ চাকমা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআইডি-সিএইচটি এর এনপিডি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব সত্যেন্দ্র কুমার সরকার।
সরকার কর্তৃক পরিচালিত বেইজলাইন ন্যাশনাল হাইজিন জরিপ ২০১৮ অনুসারে বাংলাদেশে মাত্র ১৩ ভাগ নারী সঠিক মাসিক স্বাস্থ্যবিধি মেনে চললেও সচেতনতার অভাবে এখনও পার্বত্য চট্টগ্রামের নারী ও মেয়েরা অনেক পিছিয়ে রয়েছেন। এছাড়া সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতির কারণে যৌন ও প্রজনন স্বাস্থ্যের বিষয়ে পার্বত্য চট্টগ্রামের নারীরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে এখনও তারা কুসংস্কার, ভ্রান্ত ধারণা ও পৌরাণিক কাহিনীর উপর বিশ্বাস করেন এবং সমাজের লোকেরা মাসিকের বিষয়টিকে অসম্মানজনক বলে মনে করেন।
অন্যদিকে, পার্বত্য অঞ্চলের দারিদ্র্য এবং লিঙ্গ বৈষ্যমের কারণে নারীরা গৃহস্থালির কাজ এবং গৃহস্থালির জ্বালানির চাহিদা যেমন- কাঠ এবং অন্যান্য জৈববস্তু সংগ্রহের কাজে নিয়োজিত থাকেন। রান্নায় কাঠ-কয়লা সঠিকভাবে ব্যবহার না করার কারণে নারীদের অনেক ধরনের স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয়। এছাড়া, বন থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে তারা নিরাপত্তা এবং যৌন সহিংসতার মতো ঝুঁকিরও সম্মুখীন হন। এই দু’টি সমস্যার সমাধানে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় বসবাস করা মেয়ে ও নারীদের জন্য পরিবেশবান্ধব স্যানিটারি প্যাড এবং উন্নত রান্নার চুলা উদ্ভাবনের সর্বোত্তম সমাধানের খোঁজে এই আইডিয়া প্রতিযোগিতা চালু হয়েছে।
আরও পড়ুন: ৫০ বছরের কূটনৈতিক বন্ধন: থাই দূতাবাসের পক্ষ থেকে ফটোগ্রাফি ও ভিডিও প্রতিযোগিতার আয়োজন
প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আগামী ৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ এর মধ্যে আগ্রহী উদ্ভাবকেরা তাদের আইডিয়া জমা দিতে পারবেন। নাগরিকদের কাছ থেকে জমা হওয়া উদ্ভাবনী আইডিয়াগুলো থেকে সম্মানিত জুরি বোর্ড টেকসই ও সাশ্রয়ী দুটি আইডিয়াকে পুরস্কৃত করবেন। পরবর্তীতে এই প্রতিযোগিতায় বিজয়ী দু’টি নতুন উদ্ভাবনকে প্রোটোটাইপ উন্নয়ন এবং পাইলটিং এর জন্য সীড মানি হিসেবে ২৫ লাখ টাকা করে প্রদান করা হবে। এই প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে ভিজিট করুন: https://ilab.gov.bd/cht-challenge-2022/ ।
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম বলেন, আমরা লক্ষ্য করেছি প্রযুক্তিগত উদ্ভাবনের কারণে নারীদের উৎপাদন ক্ষমতা আগে থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। স্থানীয় উদ্ভাবন সবার ব্যবহারের উপযোগী করে তৈরি করতে পারলে উদ্ভাবনের সম্ভাবনাগুলোকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে। এধরনের স্থানীয় উদ্ভাবনের ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যেও উদ্ভাবন চর্চা বৃদ্ধি পাবে।
বিশেষ অতিথির বক্তব্যে এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, সরকারি সেবাগুলোকে আরও বেশি জনবান্ধব করতে আমরা সহায়তা করে যাচ্ছি। জ্বালানির ব্যবহারের ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর স্থানীয় উদ্ভাবন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। পাবর্ত্য চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর সহযোগিতা করতে এটুআই সবসময় প্রস্তুত রয়েছে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার বলেন, শুধু আজকের উদ্বোধন হওয়া চ্যালেঞ্জ দুটোই নয় অন্য যেকোনো সমস্যার সমাধান নিয়ে আসলেও আমরা প্রকল্প থেকে অথবা মন্ত্রণালয় থেকে সহযোগিতা প্রদান করার জন্য প্রস্তুত রয়েছি। প্রযুক্তিগত শিক্ষা ও উদ্ভাবন পাবত্য অঞ্চলে পৌঁছে দিতে এটুআই এর সাথে সমন্বয় করে ইতোমধ্যে আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি।
প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে চ্যালেঞ্জ ফান্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ঝুমা দেওয়ান, চিফ, জেন্ডার অ্যান্ড কমিউনিটি কোহেসন, ইউএনডিপি-এর এসআইডি-সিএইচটি; সূচনা বক্তব্য প্রদান করেন সুপ্রদীপ চাকমা, এনপিএম, সিআইডি-সিএইচটি, ইউএনডিপি; চ্যালেঞ্জ ফান্ডের উপর একটি উপস্থাপনা প্রদান করেন এটুআই-আইল্যাব এর হেড অব টেকনোলজি ফারুক আহমেদ জুয়েল। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটুআই, ইউএনডিপি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ডিপিএস এসটিএসের আয়োজনে রান্নার প্রতিযোগিতা ‘শেফ মিনিস্টার’
মৈত্রী দিবস উদ্যাপন: লোগো ও ব্যাকড্রপ নকশা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ব্যবসার ধরন পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে: বিজিএমইএ
বিজিএমইএ-এর সভাপতি ফারুক হাসান বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য ফ্যাশন শিল্পের পরিবর্তনশীল প্রবণতার সঙ্গে ব্যবসায়িক কৌশলের সমন্বয় সাধন করা এবং সেই অনুযায়ী সক্ষমতা তৈরি করা অপরিহার্য।
বৃহস্পতিবার ঢাকায় ওয়ার্ল্ডএক্স ইন্ডিয়া আয়োজিত ইনটেক্স দক্ষিণ এশিয়ার নবম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফারুক হাসান এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্বব্যাপী পোশাক শিল্প দ্রুত ও উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এর বেশিরভাগই নতুন উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং ব্যবসার জন্য নতুন ব্যবসায়িক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প টেকসই ও প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য ব্যবসার পুনর্বিন্যাস, পণ্যে বৈচিত্র্যকরণ এবং প্রযুক্তির উন্নয়নের দিকে মনোনিবেশ করছে।
আরও পড়ুন: ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের প্রচারের আহ্বান বিজিএমইএ’র
বিজিএমইএ সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববাজারে নন-কটন পণ্যের আধিপত্য থাকায় এবং আগামী দিনেও তা অব্যাহত থাকার সম্ভাবনা থাকায় বাংলাদেশ হাতে তৈরি ফাইবারের পণ্যের ওপর জোর দিচ্ছে।
ম্যানুফ্যাকচারিং ল্যান্ডস্কেপ থ্রিসি অর্থাৎ খরচ, প্রতিযোগীতা ও নৈকট্য দ্বারা প্রভাবিত হবে। কারণ চতুর্থ শিল্প বিপ্লব হবে উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের শ্রেষ্ঠত্ব অর্জনের চাবিকাঠি।
ফারুক দক্ষিণ এশীয় অঞ্চলের মধ্যে জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তি বিনিময়ের ওপর জোর দিয়ে বলেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য সাহায্য ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, ওয়ার্ল্ডএক্স ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক রাজেশ ভগত ও ওয়ার্ল্ডএক্স ইন্ডিয়ার পরিচালক আরতি ভগত।
আরও পড়ুন: গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে বৈচিত্র্য আনার আহ্বান এফবিসিসিআই সভাপতির
শ্রমিক ছাঁটাইয়ের ‘ঘোষণা’ দেয়া হয়নি: বিজিএমইএ