বিজয়ী
২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রজার ফেদেরারের অবসরের ঘোষণা
২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রজার ফেদেরার ৪১ বছর বয়সে পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
হাঁটুর অপারেশনের পর এই বিখ্যাত তারকা খেলোয়ার প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ এর সঙ্গে পুরুষদের টেনিসে একটি সোনালী যুগ তৈরি করেছেন।
ফেদেরার বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে অবসরের ঘোষণাকে একটি ‘তিক্ত মধুর সিদ্ধান্ত’ বলে পোস্ট করেছেন।
এর আগে গত এক সপ্তাহেরও কম সময় আগে ২৩ বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসও তার পদত্যাগের ঘোষণা দেন।
এক্ষেত্রে, খেলাধূলার ইতিহাসে দুজন সেরা ক্রীড়াবিদের প্রস্থান একটি উল্লেখযোগ্য পরিবর্তনের প্রতিনিধিত্ব করে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক টেনিস টুর্নামেন্টের উদ্বোধন
ফেদেরার টুইটারে লিখেছেন, ‘আপনারা অনেকেই জানেন গত তিন বছর আমাকে ইনজুরি ও অস্ত্রোপচারের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। আমি সম্পূর্ণ ফর্মে ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করেছি।’
তিনি আরও বলেন, ‘কিন্তু আমি আমার শরীরের ক্ষমতা ও সীমাও জানি এবং ইদানীং আমার কাছে এই বিষয়টি স্পষ্ট হয়েছে।’
ফেদেরার ২০২১ সালের জুলাই মাসে উইম্বলডনের পর থেকে আর কোনো ম্যাচে খেলেননি।
তবে তিনি এই জুলাইয়ে অল ইংল্যান্ড ক্লাবে সেন্টার কোর্টের ১০০ বছর পূর্তি উপলক্ষে একটি ইভেন্টে উপস্থিত হয়েছিলেন এবং তিনি ‘আরও একবার’ সেখানে খেলতে ফেরার আশা ব্যক্ত করেছিলেন।
ফেদেরার আরও বলেছিলেন যে তিনি অক্টোবরে সুইস ইনডোরে নিজ দেশে টুর্নামেন্ট অ্যাকশনে ফিরবেন।
বৃহস্পতিবারের ঘোষণায়, ফেদেরার বলেন যে তার বিদায় অনুষ্ঠানটি পরের সপ্তাহে লন্ডনে ল্যাভার কাপ হবে। এটি তার পরিচালনা সংস্থার দ্বারা পরিচালিত একটি টিম ইভেন্ট।
ফেদেরারের স্ত্রী মিরকাও একজন টেনিস খেলোয়াড়; এক অলিম্পিকে ক্রীড়াবিদ হিসেবে তাদের দেখা হয়েছিল। তাদের দুটি যমজ সন্তান রয়েছে।
আরও পড়ুন: গর্ভাবস্থা থেকে টেনিসে ফেরা নিয়ে নিয়ম পরিবর্তনকে স্বাগত জানালেন সেরেনা
ইউএনবির ‘এশিয়া কাপ ২০২২ কুইজ প্রতিযোগিতায়’ ১৬ বিজয়ী
শেষ হয়েছে এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসর। ১১ সেপ্টেম্বর (রবিবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠবারের মতো মহাদেশীয় এই টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় শ্রীলঙ্কা।
ক্রিকেটের এই উন্মাদনা দর্শক-শ্রোতাদের মধ্যে আরও বহু গুণে ছড়িয়ে দিতে পুরো টুর্নামেন্ট জুড়ে আকর্ষণীয় এক কুইজ প্রতিযোগিতার অয়োজন করে বার্তা সংস্থা ইউএনবি। এতে ১৬ জন প্রতিযোগী বিজয়ী হন।
ইউএনবির কুইজ ক্যাম্পেইনটি ২৭ আগস্ট শুরু হয় এবং ১১ সেপ্টেম্বর শেষ হয়।
অংশগ্রহণকারীদের ইউএনবি ওয়েবসাইট এবং ফেসবুক পেজে চলমান এশিয়া কাপ ক্রিকেটের ১৬টি কুইজ দেয়া হয়েছিল।
সঠিক উত্তর থেকে লটারির মাধ্যমে ১৬ জন অংশগ্রহণকারীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। প্রতিদিনের কুইজের জন্য একজন বিজয়ীকে বেছে নেয়া হয়।
কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা হলেন-তাপস চক্রবর্তী, আবদুল মোত্তালিব, আবদুল্লাহ আল হৃদয়, আফরোজা পারভিন, ফয়সাল আহমেদ, হাসিন আনজম, ইত্তেজা আহমেদ, মেহেরুন্নেসা তুসি, মনিরা ইসলাম, নাজিহা রহমান, রহিমা আক্তার রহিমা, সাদিয়া রহমান, সাজ্জাদ হোসেন টিটু, সুলতান মাহমুদ, মিমলা মিমি, মহুয়া যুথি।
১৬ জন বিজয়ীর প্রত্যেকেই অংশগ্রহণের জন্য পুরস্কার পাবেন।
আরও পড়ুন: এশিয়া কাপ: ফাইনালে ২৩ রানে শ্রীলঙ্কার জয়
এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
কুইজ খেলে সাড়ে ২২ লাখ টাকা পেলেন বিকাশের ৪৫০০ গ্রাহক
‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১’ বিজয়ীদের নাম ঘোষণা ২০ ডিসেম্বর
দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের জন্য সর্বোচ্চ সম্মাননা জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১ (জেবিওয়াইএ) আগামী ২০ ডিসেম্বর (সোমবার) বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। শুক্রবার এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত অবিস্মরণীয় স্লোগান ‘জয় বাংলা’র স্মরণে প্রতি দুই বছরে একবার এ পুরস্কার দেয়া হয়। তবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এবছর ব্যবধান কমিয়ে এক বছর করা হয়েছে।
আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পৃষ্ঠপোষকতায় পরিচালিত ইয়াং বাংলার সূত্র জানায়, বিচারকেরা এই আয়োজনের প্রশংসা করে বলেছেন, তরুণ অর্জনকারীরা শুধু দেশকেই না, বিশ্বকেও পরিবর্তনের সম্ভাবনার অধিকারী বলে মনে করা হয়।
আরও পড়ুন: জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কার পেলেন ড.ইউনূস
ইয়াং বাংলা পুরস্কারের জন্য প্রায় ৭৫০টি যুব-নেতৃত্বাধীন সংস্থা থেকে আবেদন পেয়েছে। সেখান থেকে বাছাইয়ের মাধ্যমে তারা ১৫টি সংস্থাকে পাঁচটি বিভাগে পুরস্কার দেবে।
সিআরআই এর তরুণদের সংগঠন ইয়াং বাংলা ২০১৪ সালে আত্মপ্রকাশের পর মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্লোগান 'জয় বাংলা'র নামে চালু করে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।
আরও পড়ুন: পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো প্রথম বাংলাদেশ কউচার উইক
প্রথম ইউনেস্কো-বঙ্গবন্ধু পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী
স্যামসাং ঈদুল আজহার বিশেষ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চলমান স্যামসাং বাংলাদেশের বিশেষ ক্যাম্পেইনের প্রথম ব্যাচের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
এই পাঁচজন বিজয়ীরা হলেন- মাসুদ রানা শিকদার, রবিউল ইসলাম, ঈশা হাবিব, মো. বাবুলুর রহমান এবং আজিজ সাঈদ সালমান। এই ঈদ ক্যাম্পেইনের অধীনে, বিজয়ীরা স্যামসাং পণ্য কিনে ইতোমধ্যেই আকর্ষণীয় পুরস্কার জিতে নিয়েছেন এবং এ ব্যাপারে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আরও পড়ুনঃ ঈদে স্যামসাংয়ের ‘বিগ অফার ঈদ জমবে এবার’
এ ব্যাপারে বিজয়ী ব্যবসায়ী মাসুদ রানা শিকদার বলেন, ‘হঠাৎ এমন উপহার পেতে সবসময়ই ভালো লাগে।’ তিনি স্যামসাং এস২১ আল্ট্রা কিনে জিতে নিয়েছেন একটি স্যামসাং এস২১+ হ্যান্ডসেট। তিনি আরও বলেন, ‘এই অসাধারণ উপহারের জন্য স্যামসাং বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ।’
আরেক বিজয়ী চাকরিজীবী রবিউল ইসলামও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি একটি স্যামসাং এস২১ আল্ট্রা হ্যান্ডসেট কিনে স্যামসাং বাডস প্রো ব্লুটুথ ইয়ারবাডস পেয়েছি। এখন এই অসাধারণ ইয়ারবাডের সাথে আমি আমার ফ্ল্যাগশিপ ফোনটি আরও ভালভাবে উপভোগ করতে পারবো।’
আরও পড়ুনঃ সকল পণ্যে ওয়ারেন্টির মেয়াদ বাড়াল স্যামসাং
ঈশা হাবিব, মো. বাবুলুর রহমান এবং আজিজ সাঈদ সালমান স্যামসাং এস২১ আল্ট্রা ও স্যামসাং এস২১ আল্ট্রা ফাইভজি কিনে প্রত্যেকে জিতে নিয়েছেন স্যামসাং এস২১+ স্মার্টফোন।
স্যামসাং বাংলাদেশ ঈদুল আযহা ক্যাম্পেইনের অধীনে ক্রেতারা গ্যালাক্সি এম০১ কোর, গ্যালাক্সি এম০২, গ্যালাক্সি এম০২এস ও গ্যালাক্সি এম১২ স্মার্টফোনগুলো কিনলে পাবেন কমপক্ষে ১ হাজার টাকার ক্যাশব্যাক। এছাড়াও, গ্যালাক্সি এম২১ কিনলে পাবেন কমপক্ষে ২ হাজার টাকা ক্যাশব্যাক এবং প্রমোশনাল অফারে গ্যালাক্সি এম৩১ স্মার্টফোন কিনলে সাথে থাকছে ৪ হাজার টাকার আকর্ষণীয় ছাড়।
আরও পড়ুনঃ স্যামসাং বাজারে নিয়ে এলো গ্যালাক্সি এ১২
শুধু তাই নয়, গ্যালাক্সি নোট ১০ লাইট স্মার্টফোনের সাথে ক্রেতারা পাবেন কমপক্ষে ৫ হাজার টাকা ক্যাশব্যাক। আরও থাকছে স্যামসাং গ্যালাক্সি এ৩২ স্মার্টফোন কেনার পরে ৬ মাসের সহজ কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা। ক্রেতারা গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি কিনলে, জিতে নিতে পারবেন বাডস প্রো, এস২১ প্লাস অথবা তাৎক্ষণিক ২৫ হাজার টাকার ক্যাশব্যাক।
এছাড়াও, ক্যাম্পেইনের অংশ হিসেবে, একটি গ্র্যান্ড ইনভাইট অফারে ক্রেতাদের জন্য লটারির মাধ্যমে ফ্রিজ, টেলিভিশন, এছাড়া কন্ডিশনার বা ওয়াশিং মেশিন জিতে নেয়ার সুযোগ থাকছে।
উল্লেখ্য পুরো জুলাই মাসজুড়েই চলবে এ ক্যাম্পেইন।
মানিকগঞ্জ প্রেসক্লাবের ছানু সভাপতি, বিপ্লব সম্পাদক ও মিহির যুগ্ম সম্পাদক নির্বাচিত
মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২১-২৩) নির্বাচনে গোলাম ছারোয়ার ছানু (জনকন্ঠ) টানা পঞ্চম বারের মতো সভাপতি, অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব (সমকাল ) টানা চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক এবং মনিরুল ইসলাম মিহির (ইউএনবি) দ্বিতীয় বারের মত যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ মিডিয়ার ওপর ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব
সভাপতি পদে ৪৩টি ভোট পেয়ে গোলাম ছারোয়ার ছানু বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম বিশ্বাস (ডেইলী স্টার ) পেয়েছেন ১১টি ভোট। সাধারণ সম্পাদক পদে ৪৫টি ভোট পেয়ে অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আকরাম হোসেন (বাংলাভিশন) পেয়েছেন ৮টি ভোট।
সহ-সভাপতি পদে আহমেদ সাব্বির সোহেল (এনটিভি) ৪২ ভোট ও গাজী ওয়াজেদ আলম লাভলু (মাছরাঙ্গাটিভি ) ৩২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাবুল উদ্দিন খান (বাংলাদেশ প্রতিদিন) পেয়েছেন ২৮ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির (৭১টিভি ও ইউএনবি ), সহ-সম্পাদক রিপন আনসারী (মানবজমিন), কোষাধ্যক্ষ শাহিন তারেক (ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন রিপন (মোহনাটিভি ), প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন (সম্পাদক সাপ্তাহিক তারুণ্যের কথা) ও দপ্তর সম্পাদক ইউসুফ আলী (চ্যানেল টুয়েন্টিফোর)।
আরও পড়ুনঃ প্রেস ক্লাবকে সংঘর্ষের ঢাল বানানো অপরাধের শামিল: তথ্যমন্ত্রী
দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাব্বিরুল ইসলাম সাবু (কালের কন্ঠ), সহযোগী নির্বাচন কমিশন হিসেবে ছিলেন মতিউর রহমান (যুগান্তর) এবং আব্দুল মোমিন (প্রথম আলো)।
এর আগে সোমবার সকালে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলালিংক ইনোভেটর্স ৪.০ বিজয়ী দলের নাম ঘোষণা
উদ্ভাবনী তরুণদের জন্য আয়োজিত ডিজিটাল ব্যবসায়িক পরিকল্পনার প্রতিযোগিতা বাংলালিংক ইনোভেটর্সের চতুর্থ আসরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।