স্পুটনিক ভি
বাংলাদেশের সাথে যৌথ টিকা উৎপাদনে সম্মত রাশিয়া: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন বলেছেন যে, বাংলাদেশের সাথে যৌথভাবে করোনার স্পুটনিক-ভি টিকা উৎপাদনে সম্মত হয়েছে রাশিয়া।
সোমবার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানানা পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: বাংলাদেশে যৌথভাবে টিকা উৎপাদনে চীনা প্রতিষ্ঠানগুলো কাজ করছে: চীনা উপরাষ্ট্রদূত
ড. মোমেন বলেন, ‘প্রায় সবকিছু এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশে স্পুটনিক-ভি টিকা বোতল জাত ও মোড়কীকরণের কাজ করতে সম্মত হয়েছে রাশিয়া।’
আরও পড়ুন: বাংলাদেশ মডার্নার আরও ৩০ লাখ টিকা পাবে: মার্কিন রাষ্ট্রদূত
তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত না অন্যান্য দেশ টিকার ফর্মুলা অবমুক্ত করছে, ততক্ষণ পর্যন্ত রাশিয়াও তাদের টিকার ফর্মুলা উনমুক্ত করবে না।
আরও পড়ুন: টিকার যৌথ উৎপাদন নিয়ে শিগগরই আনুষ্ঠানিক ঘোষণা: পররাষ্ট্রমন্ত্রী
গত শুক্রবার উজবেকিস্তানের তাসখন্দে এক আন্তর্জাতিক সভায় অংশগ্রহণের পাশাপাশি রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সাথে করোনার টিকার ব্যাপারে আলোচনা করেন ড. আব্দুল মোমেন।
১৬০০ দিন আগে
রাশিয়া থেকে ৫ মিলিয়ন টিকা কিনতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন রবিবার বলেছেন, বাংলাদেশ রাশিয়া থেকে দ্রুত ৫ মিলিয়ন করোনার টিকা ‘স্পুটনিক ভি’ আমদানি করতে আগ্রহী। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে।
রবিবার রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার আই ইগ্নটভের বিদায়ী সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
ড. মোমেন বলেন, অনুমোদন পেলে বাংলাদেশের কয়েকটি কোম্পানি রাশিয়ার সাথে যৌথভাবে টিকা উৎপাদন করতে পারবে।
আরও পড়ুন: চীনের উপহার ছয় লাখ টিকা আসবে ১৩ জুন
রাশিয়া থেকে দ্রুত করোনা টিকা আমদানির ক্ষেত্রে বিদায়ী রাষ্ট্রদূতের সহযোগিতা চান ড. মোমেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কাজের গতি এবং মানে সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি কর্মরত রাশিয়ান বিশেষজ্ঞ এবং শ্রমিকদের কাজের ভূয়সী প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।
আরও পড়ুন: বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা উপহার দেবে চীন
তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং সে সময়ের সহযোগিতার জন্য রাশিয়ার সরকার এবং জনগণকে ধন্যবাদ জানান।
এছাড়াও ড. মোমেন বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার অবদান এবং বিভিন্ন মেগা প্রজেক্টে রাশিয়ার উন্নয়ন সহযোগিতার কথা উল্লেখ করে রাশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: বাংলাদেশের সাথে যৌথভাবে করোনার টিকা উৎপাদনে আগ্রহী চীন
রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।
পররাষ্ট্রমন্ত্রীও রাশিয়ার কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
রাশিয়ার রাষ্ট্রদূত ঢাকায় তার কার্যকাল মেয়াদ শেষ করে আগামী ৮ জুন রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
১৬৪৩ দিন আগে
ফাইজারের ১ লাখ টিকা দেশে পৌঁছেছে
কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় ফাইজারের ১ লাখ ৬০২ ডোজ টিকা সোমবার রাতে ঢাকায় পৌঁছেছে।
বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. নাসরিন আক্তার বলেন, রাত ১১টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হকসহ অন্যান্য কর্মকর্তারা টিকাগুলো গ্রহণ করেন।
আরও পড়ুন: চীন থেকে দেড় কোটি টিকা ক্রয় করবে সরকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গঠিত টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে ফাইজারের এই টিকা দেশে আসল।
এর আগে ২৭ মে দেশে ফাইজার বায়োএনটেক উৎপাদিত কোভিড-১৯ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার।
আরও পড়ুন: বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা উপহার দেবে চীন
সম্প্রতি রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনের সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।
এর আগে ৭ জানুয়ারির ভারতের সেরাম ইনিস্টিউটের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।
আরও পড়ুন: রাশিয়ার টিকা 'স্পুটনিক ভি’ ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ
গত ১৮ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশ কোভেক্স সুবিধার আওতায় ফাইজারের ১ লাখের বেশি ডোজ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছিলেন।
১৬৪৯ দিন আগে
দেশে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন
দেশে ফাইজার বায়োএনটেক উৎপাদিত কোভিড-১৯ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদপ্তর মহাপরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েয়েছেন।
দেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদিত টিকার মধ্যে এটি চতুর্থ টিকা।
সম্প্রতি রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনের সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।
আরও পড়ুন: চীন থেকে দেড় কোটি টিকা ক্রয় করবে সরকার
এর আগে ৭ জানুয়ারির ভারতের সেরাম ইনিস্টিউটের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।
গত ১৮ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশ কোভেক্স সুবিধার আওতায় কমপক্ষে ফাইজারের ১ লাখ ৬ হাজার ভ্যাকসিন পাবে।
এদিকে, বৃহস্পতিবার চীনের সিনোফার্মের তৈরি করোনার টিকার সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আরও পড়ুন: রাশিয়ার টিকা 'স্পুটনিক ভি’ ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ
অনুমোদন অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ আগামী তিন মাসের মধ্যে- জুন, জুলাই এবং আগস্টে মোট ১৫ মিলিয়ন (দেড় কোটি) টিকা সংগ্রহ করবে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার বলেন, ‘প্রতি মাসে চীনা প্রতিষ্ঠান থেকে ৫০ লাখ ডোজ ক্রয় করা হবে।
১৬৫৩ দিন আগে
করোনার বিরুদ্ধে ২ বছর সুরক্ষা দিতে পারবে রাশিয়ার ‘স্পুটনিক ভি’
রাশিয়ার ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন ৯৬ শতাংশ কার্যকর উল্লেখ করে, এই টিকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান গামালেয়া রিসার্চ সেন্টারের পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে এই ভ্যাকসিন দীর্ঘ দুই বছর সুরক্ষা দিতে পারবে।
১৮১৯ দিন আগে
অ্যাস্ট্রাজেনেকাকে সমন্বিতভাবে ভ্যাকসিন নিয়ে গবেষণার পরামর্শ রাশিয়ার
টিকার কার্যকারিতা বাড়াতে ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যাল সংস্থা আস্ট্রাজেনেকাকে সমন্বিতভাবে টিকা নিয়ে গবেষণা করতে বৃহস্পতিবার আহ্বান জানিয়েছেন রাশিয়ার ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ এর উদ্ভাবনকারীরা।
১৮৩৪ দিন আগে