মুস্তাফিজ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
১০৬ রানে গুটিয়ে গিয়েও অসাধারণ বোলিং পারফরম্যান্সে নেপালের বিপক্ষে ২১ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে ঈদুল আজহার দিন দেশবাসীর আনন্দে বাড়তি খুশি যুক্ত করে সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা।
সোমবার সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেল ক্রিকেট গ্রাউন্ডের বোলিংবান্ধব উইকেটে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান নেপাল অধিনায়ক রোহিত পাউড়েল।
শুরুতে ব্যাট করে তিন বল বাকি থাকতেই ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশি বোলারদেরও তোপের মুখে পড়েন নেপালি ব্যাটাররা। শেষ পর্যন্ত চার বল হাতে রেখেই ৮৫ রানে নেপালকে অলআউট করে ২১ রানের জয় নিশ্চিত করে টাইগাররা।
আরও পড়ুন: বৃষ্টিতে ডুবল পাকিস্তানের স্বপ্ন, শেষ আটে যুক্তরাষ্ট্র
এদিন নির্ধারিত ৪ ওভারে মাত্র ৭ রানের খরচায় ৪ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন তানজিম সাকিব। ম্যাচসেরার পুরস্কারটি তাই উঠেছে তার হাতেই।
মোস্তাফিজুরও ৭ রানের খরচায় নিয়েছেন ৩ উইকেট। এছাড়া সাকিব দুটি ও তাসকিন একটি উইকেট নেন।
নেপালের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ২৭ ও ২৫ রান করেন যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম ব্যাটার কুশল মাল্লা ও দীপেন্দ্র সিং আইরি।
লক্ষ্য তাড়ায় নেমে তানজিমকে চার মেরে ইনিংস শুরু করলেও তাকে ওই একটি বাউন্ডারিই মারতে পেরেছেন প্রতিপক্ষের ব্যাটাররা। মাঝের দুটি ওভার মেইডেন এবং শেষের ওভারে দুটি সিঙ্গেল দেন তিনি। আর ওয়াইড থেকে আরও এক রানে মোট সাত রান দিয়েছেন প্রথমবার বিশ্বকাপ খেলা এই বোলার।
প্রথম ওভারে ৫ রান দিয়ে উইকেট না পেলেও দলীয় তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারেই জোড়া সাফল্য পান তানজিম। পঞ্চম ওভারে ফের মেইডেনসহ এক উইকেট নিলে ষষ্ঠ ওভারে চার রান দিয়ে আরও একটি উইকেট তোলেন মুস্তাফিজ। ফলে পাওয়ার প্লেতে ২৪ রান তুলতেই ৪ উইকেট হারায় নেপাল।
আরও পড়ুন: বিশ্বকাপে আর দেখা যাবে না বোল্টকে!
সপ্তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার বোলিংয়ে এসে আরও একটি উইকেটের দেখা পান তানজিম। সাত ওভার শেষে ২৬ রানে ৫ উইকে হারানো নেপালেকে এরপর পথ দেখান কুশল ও দীপেন্দ্র। এই দুজনে মিলে ৫২ রানের জুটি গড়ে টাইগারদের হারানোর শঙ্কায় ফেলেন। তবে ১৬.৪তম ওভারে ব্রেকথ্রু এনে দলকে স্বস্তি এনে দেন মুস্তাফিজ। পরের ওভারে তাসকিনকে একটি ছক্কা হাঁকিয়ে বিদায় নেন দীপেন্দ্রও। ১৯তম ওভারটি মেইডেন দিয়ে মুস্তাফিজ আরও একটি উইটেক নিলে পরের ওভারের প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে বাকি কাজটুকু সারেন সাকিব।
ফলে ২১ রানের জয় নিয়ে শেষ আটের টিকিট কেটে মাঠ ছাড়ে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি সবচেয়ে কম রান করে প্রতিপক্ষকে আটকে দেওয়ার ঘটনা।
মজার বিষয় হচ্ছে এই তালিকার প্রথম পাঁচটির চারটিই চলতি বিশ্বকাপে ঘটেছে। দ্বিতীয় রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার, বাংলাদেশের বিপক্ষে ১১৪ রান করেও জয় পেয়েছিল তারা। তৃতীয়টিও তাদের, এই নেপালের বিপক্ষেই ১১৬ রানের।
সুপার এইটের ‘গ্রুপ ১’ এ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে পেয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার লক্ষ্যে আগামী ২১ জুন অস্ট্রেলিয়া, ২২ জুন ভারত ও ২৫ জুন আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
৫ মাস আগে
আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই: বিসিবি’র জালাল ইউনুস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে বা-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের আর কিছু শেখার নেই বলে মন্তব্য করে বিতর্কের সূচনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
চেন্নাই সুপার কিংসের হয়ে চার উইকেট সহ পাঁচ ম্যাচে ১০ উইকেট নেওয়া মুস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্সের পর এই ঘোষণায় বিতর্কের সৃষ্টি হয়।
তবে মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণের মেয়াদ একদিন বাড়িয়ে তাকে ১ মে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। আগামী ৩ মে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
বুধবার (১৭ এপ্রিল) মিরপুরে জালাল বলেন, 'আইপিএলে খেলে মুস্তাফিজের শেখার কিছু নেই। তার শেখার প্রক্রিয়া শেষ। আসলে আইপিএলের অনেক খেলোয়াড়ই মুস্তাফিজের কাছ থেকে শিখতে পারে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। মুস্তাফিজ থাকায় অন্যরা উপকৃত হবে।’
জালাল জোর দিয়ে বলেন, আইপিএলটি মুস্তাফিজের জন্য চার ওভারের স্পেলে সীমাবদ্ধ নয়। টুর্নামেন্টের টাইট সূচির শারীরিক চাহিদা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: পাকিস্তানের মুশতাককে স্পিন বোলিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি
তিনি বলেন, 'আমাদের চিন্তার বিষয় মুস্তাফিজের স্বাস্থ্য নিয়ে। তার ফিটনেস। তারা (আইপিএলের দলগুলো) তার কাছ থেকে ১০০ শতাংশ নিতে চাইবে। তার ফিটনেস নিয়ে তাদের মাথাব্যথা নেই, কিন্তু আমাদের আছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের কী দরকার? আমাদের সতেজ মুস্তাফিজ দরকার। আমরা ক্লান্ত মুস্তাফিজ চাই না।’
তিনি ব্যাখ্যা করে বলেন, সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ব্যাপক সম্পৃক্ততার কারণে মুস্তাফিজের ওয়ার্কলোড সামলানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত।
জালালের এই মন্তব্যের পর বাংলাদেশ ক্রিকেট দলের প্রখ্যাত কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির ইমোজি সহ বিদ্রুপাত্মক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, 'এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না, চমৎকার চিন্তাভাবনা। সর্বকালের সেরা জোকস (আমি) শুনেছি।’
আরও পড়ুন: বিসিবির অস্পষ্ট অবস্থানেই তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চিত
৭ মাস আগে
আইপিএলের জন্য মুস্তাফিজের এনওসির মেয়াদ একদিন বাড়াল বিসিবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অনুমতি দিয়ে মুস্তাফিজুর রহমানের অনাপত্তিপত্র (এনওসি) একদিনের জন্য বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে ৩০ এপ্রিল আইপিএল ছাড়ার কথা থাকলেও এখন ১ মে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে পারবেন মুস্তাফিজ। আগামী ২ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ পড়লেন তামিম
আগামী ৩ মে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। মুস্তাফিজের জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও প্রথম ম্যাচে খেলতে পারবেন না। এই সিরিজের শেষ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।
পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়ে আইপিএলে দারুণ পারফর্ম করেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। আইপিএলের এবারের আসরে চেন্নাইয়ের অন্যতম প্রধান বোলার তিনি।
এছাড়া জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র সফরে যাবে বাংলাদেশ দল।
আরও পড়ুন: বিসিবির নারী বিভাগের নতুন প্রধান হাবিবুল বাশার
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য বিসিবির দল ঘোষণা
৭ মাস আগে
আইপিএল-২০২৪: মুস্তাফিজকে দলে ভেড়াল চেন্নাই সুপার কিংস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের জন্য চেন্নাই সুপার কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান।
নিলামে মুস্তাফিজকে দুই কোটি রুপির বেস প্রাইসে কেনা হয়। এর আগে আইপিএলে চারটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা মুস্তাফিজ টুর্নামেন্টে পরিচিত মুখ।
আরও পড়ুন: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ: আশিকুরের অসাধারণ সেঞ্চুরিতে প্রথমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ
এবারের নিলামে অংশ নিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন আসরে মুস্তাফিজই একমাত্র বাংলাদেশি প্রতিনিধি। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিলামের আগে বাকিদের নাম প্রত্যাহার করে নিয়েছে।
ঠিক যে মুহূর্তে মুস্তাফিজ আইপিএলে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ জাতীয় দল। স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে চ্যালেঞ্জিং সফরে অংশ নিচ্ছে দলটি।
আরও পড়ুন: বিজয় দিবস হ্যান্ডবল: বাংলাদেশ আনসার ও ভিডিপি দল বিজয়ী
এর আগে চারটি ভিন্ন দলের হয়ে আইপিএলের ৪৮ ম্যাচে ৪৮ উইকেট নেওযার অভিজ্ঞতা রযেছে এই বাঁহাতি পেসারের।
চেন্নাই সুপার কিংসে তার অন্তর্ভুক্তি দলের পেস আক্রমণে একটি উত্তেজনাপূর্ণ মাত্রা যোগ করে।
চেন্নাই পাঁচটি আইপিএল শিরোপা জিতেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যৌথভাবে সর্বাধিক সংখ্যক শিরোপা জিতেছে।
আরও পড়ুন: নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
১১ মাস আগে
ক্রিকেট :মুস্তাফিজ, সাকিব, আমরা, আমাদের চাচাতো ভাই ইত্যাদি
আমার খুব ঘনিষ্ট এক বন্ধু ভীষণ ক্রিকেট বিরোধী। সে প্রায় নীতিগত ভাবে বিরোধী। সে খুব নির্মম একটা অভিজ্ঞতার কথা বললো। এক হাসপাতালে রোগী আইসিউতে আর তার পাশেই ডাক্তার-নার্সরা খেলা দেখছেন এবং কেউ আউট হলে কিংবা চার-ছয় মারলে তারা জোরে হর্ষধ্বনি দিয়ে উঠছেন। এটা মোটেও গ্রহণযোগ্য নয়, ধিক্কার জানাই এমন ঘটনার। তবে এটা সচরাচর হাসপাতালে ঘটে না। কিন্তু ঘরে-অফিসে-ক্লাবে ক্রিকেট খেলার সময় এমন ঘটনা প্রায়ই ঘটছে। কথা হলো, ক্রিকেট আমাদের দরকার, তবে অবশ্যই তা শোভন আচরণের মাধ্যমে। কিন্তু ক্রিকেট কেন দরকার, এ প্রশ্ন ওঠা স্বাভাবিক।
ক্রিকেট এখন কী ?
আমার আসলে ক্রিকেট খেলা হিসেবে ভালো লাগে কিনা বলতে পারব না। খুব একটা না বোধ হয়। আগে শুধু টেস্ট ক্রিকেট ছিল, পাঁচ দিন ধরে তা দেখার সুযোগ পেত কেবল ছাত্র, বেকার ও অবসরপ্রাপ্তরা। এটা তাদেরই খেলা, ধুক্কুর, ধুক্কুর করে চলছে তো চলছেই কোন শেষ নেই। খুবই বিরক্তিকর। তা-ও নাকি এটা পূর্বের চেয়ে অনেক ভালো। আগে খেলা চলতো রেজাল্ট না হওয়া পর্যন্ত। খাইছে, কি কয় ?
অতএব যাদের কোনো কাজ নেই এটা তাদের খেলা, কিন্তু এখন আর আগের সেই অবস্থা নেই। এই খেলাকে একদিনের, টি-টোয়েন্টি ইত্যাদি নানা সংস্করণে সময় উপযোগী করে ফেলা হয়েছে।
টি-টোয়েন্টি আনন্দের উপকরণ, মেরে পিটিয়ে তক্তা বানিয়ে, পাগলের মতো দৌঁড়িয়ে, মাত্র কয়েক ঘন্টায় খেলা শেষ। ভালো মন্দ বোঝার সময় থাকে না। আমাদের আজকের জীবনের গতির সাথে মেলে। উত্তেজনা, আনন্দ, সবই পাওয়া যায় অল্প সময়েই।
ভালো লাগার রহস্যটা কী ?
সব চেয়ে ভালো লাগে একটা বিষয়, আমার পতাকা। যখন দেশের জার্সি পরে দেশের ছেলে-মেয়েরা খেলে, আসলে তখন আমার দেশ খেলে। অতএব যখন জিতে, আমার দেশ জিতে। আমরা তো খেলার এত নিপুণ পর্যবেক্ষক নই, আমরা আম-দর্শক, কোন খেলায় দেশ জিতছে দেখতে আমাদের ভালো লাগে, গর্ব হয়। কারণ আমাদের জেতার পরিসর, সুযোগ তো কম। তাই ক্রিকেট আর খেলা থাকে না, এটা হয়ে ওঠে দেশপ্রেমের একটা অংশ, গৌরব সন্ধানের উপায়। অর্থাৎ সব কিছুরই মূলে কিন্তু সেই দেশ।
খারাপ লাগে কেন ?
মুস্তাফিজ যখন ওভারে মাত্র ১ রান দিয়ে বিজয়ের পথ সুগম করে দেয়, বিদেশিরা বাধ্য হয়ে তাকে ‘জাদুকর’ বলে। তখন ভালো লাগে। কিন্তু সাকিবের এক ওভারে ৫ ছক্কা খারাপ লাগে। মনে হয় আমাদের বুকের ওপর পাথর মারলো কেউ, সাকিবের কষ্ট তখন আমাদের সবার হয়ে যায়। অনেকে বলবে, এটা তো নিছক খেলা, আমি বলবো, খেলা ঠিক কিন্তু এটা তো আমার পরিচিতি, এটা কোনোদিনই শুধু খেলা নয় আমার জন্য।
দেশে এখন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ চলছে। টানা তিনটিতে জিতে আমরা সিরিজ জয় নিশ্চিত করেছি। কিন্তু শনিবার চতুর্থ ম্যাচে হারার পর মনে হয়েছে ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিতে হবে। আর একটা কথা, বিজয়ের পর আমরা যেন আত্মতুষ্টিতে না ভুগি। তবে বলে লাভ নেই, এটা আমাদের অনেক হয়।
সোমবার সিরিজের শেষ খেলা, জিতলে খুশিতে সবাই আত্মহারা হবে জানি। তবে হারার জন্য অনেকেই মনে মনে প্রস্তুতি নিচ্ছে। সব কথার শেষ কথা, দেখা যাক !
লেখক: এডিটর এট লার্জ, ইউএনবি
৩ বছর আগে
আইপিএল: সাকিবকে নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই, জিতল কেকেআর, মুস্তাফিজ রাজস্থানে
এ যেন ঘরের ছেলের ঘরে ফেরা। ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা সাত মৌসুম বলিউড কিং শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেছেন। কেকেআর ছেড়ে দিলে তাকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। পরের দুই মৌসুম হায়দরাবাদের হয়ে খেলেন। সবশেষ মৌসুম আইসিসির নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি।
৩ বছর আগে
মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে খুলনাকে হারাল চট্টগ্রাম
মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শনিবার জেমকন খুলনাকে পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রেখেছে গাজী গ্রুপ চট্টগ্রাম।
৩ বছর আগে