বলা হচ্ছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা। তাকে আসন্ন মৌসুমের জন্য আবারও দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
শাহরুখ খানের মালিকানাধিন এই ক্লাবটির নাম রাখা হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতার নামে। আইপিএলের শুরুরদিকে সৌরভ গাঙ্গুলিসহ অনেক বাঙালি ক্রিকেটারকে দেখা গেছে এই ক্লাবের হয়ে খেলতে। পশ্চিমবঙ্গেও জনপ্রিয় এই ক্লাবটি।
তবে শেষের দিকে এসে সাকিবকে ছেড়ে দেয়ায় এই ক্লাবে আর কোনো বাঙালি ক্রিকেটার ছিল না। এ নিয়ে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলোতে ব্যাপক সমালোচনাও হয়। সবশেষ তাকে আবারও দলে ফেরাল কেকেআর।
অবশ্য তাকে সহজেই দলে নিতে পারেনি কেকেআর। বৃহস্পতিবার রীতিমতো লড়াই করতে হয়েছে আরেক ফ্রাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সাথে।
আরও পড়ুন: আইসিসির দশক সেরা ওয়ানডে দলে সাকিব
সাকিবকে বিগ ব্যাশে নিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার আপত্তি
সাকিবের ক্ষমা চাওয়া নিয়ে কঙ্গনার প্রশ্ন
সাকিবের নিরাপত্তায় সশস্ত্র প্রহরী দিল বিসিবি
নিলামে নতুন মৌসুমের জন্য সাকিবের ভিত্তি মূল্য রাখা হয় ২ কোটি রুপি। দ্বিতীয় ধাপেই নাম ছিল তার। কেকেআর ভিত্তি মূল্যেই সাকিবকে নেয়ার আগ্রহ প্রকাশ করে। তবে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা সাকিবকে কী এত সহজেই পাওয়া যায়! কেকেআরের সাথে লড়াইয়ে নামে পাঞ্জাব। ফ্রাঞ্চাইজিটি সাকিবকে ২.২ কোটি রুপিতে কিনতে চায়। এরপর হাড্ডাহাড্ডি লড়াই চলে দুই ফ্রাঞ্জাইজির মধ্যে। কেকেআর ২.৪ কোটি ডাকলে পাঞ্জাব ২.৬ কোটি রুপিতে তাকে দলে নিতে চায়। এরপর কেকেআর এক লাফে ৩.২ কোটি রুপিতে সাকিবকে দলে নেয়।
কেকেআরের হয়ে দুইটি শিরোপা জিতেছেন সাকিব। আইপিএলে মোট ৬৩টি ম্যাচ খেলেছেন এ অলরাউন্ডার। ৭৪৬ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ৫৯টি।
এদিকে বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। মুস্তাফিজ এর আগে সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। আইপিএলের অভিষেকই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতান মুস্তাফিজ। একের পর এক কাটারে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ঘায়েল করেন তিনি। উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও পান মুস্তাফিজ। তার দল শিরোপাও জিতেছিল।
আরও পড়ুন: ফর্মে না থাকা মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন কোহলি