খেলাফত মজলিস
সুষ্ঠু নির্বাচন আয়োজনে ঘরে বসে না থেকে মাঠে নামার আহ্বান রাষ্ট্রপতির
সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোকে ঘরে বসে না থেকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেন, ‘রাজনীতিকে সঠিক পথে পরিচালিত করতে হলে রাজনৈতিক দলগুলোকেই এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে শুধু সদিচ্ছা ব্যক্ত করাই যথেষ্ট নয়। ঘরে বসে না থেকে মাঠে নেমে জনগণকে উদ্বুদ্ধ করতে পারলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব।’
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে চলমান সংলাপের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় খেলাফত মজলিসের সাথে আলোচনায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।
আরও পড়ুন: ইসি নিয়ে রাষ্ট্রপতির সংলাপ: সুশীল সমাজকেও চায় তরিকত
আলোচনায় খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় অংশ নেন।
এসময় রাষ্ট্রপতি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর মতামত এ ব্যাপারে কার্যকর অবদান রাখতে পারে।
খেলাফত মজলিসের প্রতিনিধিদল নির্বাচন কমিশন আইন প্রণয়ন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও শক্তিশালীকরণ, নির্বাচনের পরিবেশ রক্ষাসহ পাঁচ দফা প্রস্তাব পেশ করেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সংলাপ: ইসি গঠনে আইন চায় ন্যাপ
তারা নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য প্রয়োজনীয় বাজেটের সংস্থান, জনশক্তি নিয়োগ ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির প্রস্তাব দেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
২ বছর আগে
২০ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
রাজনৈতিকভাবে ‘অকার্যকর’ আখ্যা দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস।
খেলাফতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মজলিসে শুরার বৈঠকের পর রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট এম জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, বৈঠকে সর্বসম্মতিক্রমে ২০-দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
জাহাঙ্গীর বলেন, খেলাফত মজলিস দীর্ঘ ২২ বছর ধরে ২০ দলীয় জোটে আছে, কিন্তু ২০১৯ সাল থেকে এর কোনো দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা ও কর্মসূচি নেই।
তিনি বলেন, ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে ২০ দলীয় জোট কার্যত অকার্যকর হয়ে যায়।
আরও পড়ুন: বিএনপি যাদের নিয়ে ঐক্য করে তাদের মধ্যেই প্রচন্ড অনৈক্য: তথ্যমন্ত্রী
জাহাঙ্গীর বলেন, ‘আদর্শিক, সাংগঠনিক অবস্থান এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের দলের মজলিস-ই-শুরা আজ সিদ্ধান্ত নিয়েছে যে, খেলাফত মজলিস একটি আদর্শিক সংগঠন হিসেবে নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে মাঠে ভূমিকা পালন করবে। আমরা এখন থেকে ২০ দলীয় জোটসহ সব রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের দল অন্য কোনো রাজনৈতিক জোটের সঙ্গে যুক্ত হবে না।
এর আগে মাওলানা ইসহাকের সভাপতিত্বে মজলিস-ই-শুরার প্রায় ২০০ সদস্য বৈঠকে অংশ নেন।
গত ১৪ জুলাই বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আরেকটি অংশ জমিয়তে উলামায়ে ইসলামের একটি অংশ জোট থেকে বেরিয়ে যায়।
১৯৯৯ সালে তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্র করার জন্য বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট গঠিত হয়। ২০০১ সালের নির্বাচনে এই জোট বিপুল ব্যবধানে জয় লাভ করে। এরপর ২০১২ সালে চারদলীয় জোটের পরিসর বাড়িয়ে ২০-দলীয় জোট করা হয়।
পড়ুন: সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা করছে বিএনপি: স্থানীয় সরকারমন্ত্রী
২০ দলীয় জোট ছাড়ল জমিয়তে উলামায়ে ইসলাম
৩ বছর আগে
বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা: বাবুনগরীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে মন্তব্যের জন্য রাষ্ট্রদোহের অভিযোগে হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরীসহ তিনজনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
৪ বছর আগে
মুফতি ফয়জুল, মামুনুলকে গ্রেপ্তারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের শাহবাগ অবরোধ
ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা মামুনুল হকের শাস্তির দাবিতে শনিবার শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা-পরিবারের স্বার্থ রক্ষায় গঠিত সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা।
৪ বছর আগে