ফারিয়া
‘নায়িকাদের কেন সংসার টেকে না’- ব্যাখ্যা দিলেন ফারিয়া
লাক্স তারকা ফারিয়া শাহরিন অনেকদিন ধরেই আলোচনায় নেই। এবার ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি বিরতির ইতি টানলেন।
যেখানে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘অন্তরা’ খ্যাত এই অভিনেত্রী ব্যাখ্যা দেন, শোবিজ তারকাদের কেন সংসার টেকে না।
আরও পড়ুন: ৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান ‘হাওয়াই মিঠাই’
ফারিয়া তার পোস্টে লেখেন, ‘আজ সারাদিন ভাবলাম, নায়িকাদের সংসার কেন টিকে না। আমি আমার মতামত দিচ্ছি, কারো দুঃখ লাগলে দয়া করে ক্ষমা করবেন। নায়িকা হলো স্বপ্নের মানুষ। স্বপ্নে তার হাত ধরে ঘোরা যায়, সংসার করা যায়, আকাশ ছোঁয়া যায়। লুতুপুতু প্রেম করা যায়, তার কথা ভাবতে ভাবতে অনেক কিছুই পুরুষরা করে; ওইটা আর নাই বললাম থাক!’
এই অভিনেত্রী আরও বলেন, ‘ওই নায়িকাকে যখন দেখবেন বাসায় ছিঁড়া গেঞ্জি পরে রান্না করতেছে, মেকআপ ছাড়া বউয়ের মতো মাথায় তেল দিয়ে বাসা ঝাড়ু দিচ্ছে, দাঁত মাঝতেছে, টয়লেট করতেছে, পেত্নীর মতো দুই পা ঝুলিয়ে মোবাইল টিপতেছে আর খাচ্ছে, ওই নায়িকা তখন আর স্বপ্নের নায়িকা থাকবে না। বরং বাস্তবের জরিনা হয়ে যাবে।’
মেকআপ ছাড়া খুব কম নায়িকাই সুন্দরী তা উল্লেখ করে ফারিয়া বলেন, ‘মেকআপসহ টিভিতে, টিকটকে, সোশ্যাল মিডিয়ায় দেখা কোনো নায়িকা লুতুপুতু সুন্দরী না। খুব কমই নায়িকা আছে যে ন্যাচারালি সুন্দর। আর হলেও রোজ কি একই তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে? তাই নায়িকারা টিভির জগতে থাকলেই সুন্দর। বাস্তবে শাকচুন্নি হওয়ার থেকে স্বপ্নের অপ্সরা হয়ে বেঁচে থাকলেই বরং ভালো।’
উল্লেখ্য, কয়েক বছর আগে চিত্রনায়িকা পরীমনি ও ফারিয়া শাহরিন একসঙ্গে আলোচনায় আসেন তাদের সাবেক প্রেমিককে নিয়ে। যা নিয়ে গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানেই বেশ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
আরও পড়ুন: লন্ডনে গানে গানে মাতালো 'সোলস'
ক্যানবেরা মাতালো সোলস
১ বছর আগে
ফেসবুকে পরিচয়, চুয়াডাঙ্গার ফারিয়ার সঙ্গে চীনা যুবকের বিয়ে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। আর প্রেম থেকেই চীন থেকে ছুটে এসে সাউই চুই (২৮) নামের এক যুবক চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুরের মেয়েকে বিয়ে করলেন।
পছন্দের সেই মানুষটি হচ্ছে ফারিয়া সুলতানা মুন (২৫), যিনি গয়েশপুর গ্রামের দিনমজুর সানোয়ার হোসেনের মেয়ে। গত ঈদুল আজহার পরেরদিন ঢাকায় বিবাহ-বন্ধনে আবদ্ধ হোন তারা।
ফারিয়ার বাবা সানোয়ার হোসেন বলেন, মোবাইলের মাধ্যমে আমার মেয়ের সঙ্গে চীনা ছেলেটির পরিচয় হয়। পরিচয় হওয়ার পর ওই ছেলে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে আমরা তাকে আমাদের দেশে আসতে বলি এবং সকল আইন মেনে বিয়ে দিয়েছি। যদিও তারা প্রথমে ঢাকাতে বিয়ে করে। গ্রামে আসার পর আবার বিয়ে দিয়েছি।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৯ লাখ টাকা মোহরানায় ব্যাঙের বিয়ে!
ফারিয়ার মা আনজু খাতুন বলেন, আমরা পারিবারিকভাবে মেয়েকে বিয়ে দিয়েছি। জামাই অনেক ভালো ও শান্ত স্বভাবের। আমার মেয়েকে চীনে নিয়ে যাওয়ার কথা বলছে।
ফারিয়া বলেন, সাউই চুই-এর সঙ্গে আমার ফেসবুকে পরিচয় হয়। পরে পরিবারের সবাই তাকে পছন্দ করে। আমার পরিবার রাজি থাকায় প্রায় আট মাস উই চ্যাটের মাধ্যমে কথাবলি। সাউই চুই আমাকে কিছু ভাষা শিখিয়ে দিয়েছিল। সেগুলো দিয়ে তার সঙ্গে আমি কথা বলেছি, বলছি।
তিনি আরও বলেন, তারপরে গত ২০দিন আগে আমাদের বিয়ে হয়। তিনি সবকিছু মানিয়ে নিতে চেষ্টা করেন। ভাষাগুলো শিখতে আমার আরও সময় লাগবে। আমি চেষ্টা করছি। কিছুদিনের মধ্যে সকল প্রক্রিয়া শেষ করে আমাকে চীনে নিয়ে যাবেন।
ফারিয়া বলেন, আমি টুকটাক কথা বাংলায় বললে ওনি বুঝতে পারেন। তাছাড়া গুগল ট্রান্সলেটর ব্যবহার করে কথা বলি। খুব দ্রুত চীনা ভাষা শিখে যাব।
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন বলেন, চীন থেকে এসে এক যুবক গয়েশপুর গ্রামের একটি মেয়েকে বিয়ে করেছ। এটা আমি শুনেছি এবং ছেলেটাকে দেখতে প্রতিদিন তার বাড়িতে মানুষ ভিড় করছে। ভিসা সংক্রান্ত কাজ শেষ করে ছেলেটি মেয়েটিকে চীনে নিয়ে যাবেন বলে জানতে পেরেছি। এতে করে দারিদ্র্যতাও ঘুচবে বলে আমার মনে হয়। মেয়ের পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, চীনের এক নাগরিক জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে এসে একটি মেয়েকে বিয়ে করেছে বিয়ের ঘটনাটি আমরা শুনেছি। তাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে। তাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রেমের টানে জার্মান তরুণী সিলেটের বিশ্বনাথে, বর্ণিল আয়োজনে বিয়ে
১ বছর আগে
অনম বিশ্বাসের সিনেমায় শুভর বিপরীতে ফারিয়া
‘দেবী’ সিনেমা পরিচালনা করে বেশ নাম কুড়িয়েছেন পরিচালক অনম বিশ্বাস। ১৯৭১ সালের প্রেক্ষাপটে তার সিনেমায় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। নায়ক হিসেবে যে থাকছেন আরিফিন শুভ না পূর্বেই জানা গেছে।
‘ফুটবল ৭১’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার ছবি ফারিয়া নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট। অনম বিশ্বাসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার তারিখও জানিয়েছেন পোস্টটিতে, ২০২২ সালের ১৫ নভেম্বর।
আরও পড়ুন: ২০২২ সালে ১০০ কোটির ক্লাবের ভারতীয় সিনেমা কোনগুলো
বলিউডে আত্মপ্রকাশের অপেক্ষায় যেসব ‘স্টার কিডস’
১ বছর আগে
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফারিয়ার সিনেমা
ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৩তম আসরে দেখা যাবে নুসরাত ফারিয়ার সিনেমা। মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘পাতালঘর’ পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই উৎসব।
এবার মোট ২৫টি কাহিনিচিত্র এবং ২০টি প্রামাণ্যচিত্র বেছে নিয়েছে উৎসব কর্তৃপক্ষ। ফারিয়ার ‘পাতালঘর’ প্রদর্শিত হবে ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে। উৎসবটি চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
আরও পড়ুন: আমি সবসময় মঞ্চে রয়েছি: চঞ্চল চৌধুরী
এমন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত প্রসঙ্গে সামাজিক মাধ্যমে ফারিয়া লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ‘পাতালঘর’ সিনেমাটি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। অভিনন্দন সিনেমার পুরো টিমকে।’
আবু শাহেদ ইমন প্রযোজিত ‘পাতালঘর’ সিনেমাটি ২০২০ সালের অক্টোবরে ছবির শুটিং শুরু হয়।
এতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, মামুনুল হক, রওনক হাসান, অর্ষা প্রমুখ।
আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে গ্র্যামি মনোনয়নে মা-মেয়ের জুটি
শুক্রবার ২ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দেশান্তর’
১ বছর আগে
মনোজ ও ফারিয়ার ‘লাভ জার্নি’
ঈদুল ফিতরের বিশেষ আয়োজনে এবার থাকছে মনোজ প্রামানিক ও শবনম ফারিয়া জুটির নাটক ‘লাভ জার্নি’। সেজান নূরের রচনায় এটি পরিচালনা করেছেন দীপু হাজরা। ঈদের দ্বিতীয় দিন একুশে টেলিভিশনে রাত ৮টার সময় নাটকটি প্রচারিত হবে।
নাটকটিতে আরও অভিনয় করেছেন সাইফ খান, নওশীন মেঘলা, অর্নব চৌধুরী, ঊর্মিলা তালুকদার, আবিসা জাহান প্রমুখ।
আরও পড়ুন: ঈদে ‘ইত্যাদি’তে দর্শকের মুখোমুখি অপূর্ব-পূর্ণিমা
‘লাভ জার্নি’ প্রসঙ্গে পরিচালক দীপু হাজরা বলেন, ‘ঈদের নাটক নিয়ে একটু ভিন্নভাবে ভাবতে হয়। সেই জায়গা থেকে চেষ্টা করেছি নাটকটি নির্মাণ করতে। ঈদের ছুটিতে নাটকটি দর্শকরা উপভোগ করবে আশা করি। সবাইকে ঈদের শুভেচ্ছা।’
২ বছর আগে
গ্রেপ্তার হতে পারেন তাহসান, মিথিলা ও ফারিয়া
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় যে কোনো সময় তারা গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছে পুলিশ।
মামলাটি ধানমন্ডি থানায় ৪ তারিখে হলেও বৃহস্পতিবার রাতে জানাজানি হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শুক্রবার (১০ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া ইউএনবিকে জানান,গত ৪ ডিসেম্বর আদালতে একটি পিটিশন করেন সাদ স্যাম নামের ইভ্যালির একজন গ্রাহক। শুনানির পর আদালত ধানমণ্ডি থানাকে ওই গ্রাহকের পিটিশনটিকে এফআইআর (এজাহার) হিসেবে নিয়ে মামলা রুজু করে এ বিষয়ে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
ওসি আরও জানান,তারা মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ইভ্যালি’র এমডি’র বিরুদ্ধে বরিশালে চেক প্রতারণার ৩ মামলা
এক প্রশ্নের উত্তরে ওসি আর জানান, তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে প্রয়োজনে তাদের গ্রেপ্তার করা হতে পারে।মামলার অন্য আসামিরা হলেন- গ্রেপ্তার হওয়া ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েস।মামলার এজাহার সূত্রে জানা গেছে, তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি ও তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে সাদ স্যাম তিন লাখ ১৮ হাজার টাকা ইভ্যালিতে বিনিয়োগ করেন। এসব তারকার কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
জানা যায়, গায়ক-অভিনেতা তাহসান খান ইভ্যালির শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। আর রাফিয়াত রশিদ মিথিলা ইভ্যালির ফেস অব ইভ্যালি লাইফস্টাইল শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। এ ছাড়াও প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন শবনম ফারিয়া।
আরও পড়ুন: ইভ্যালি পরিচালনায় বিচারপতি মানিককে প্রধান করে ৫ সদস্যের বোর্ড
ইভ্যালির সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে হাইকোর্টের নিষেধাজ্ঞা
২ বছর আগে
যথেষ্ট কারণ না থাকলে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে আসতাম না: ফারিয়া
সদ্য বিবাহ বিচ্ছেদ হওয়া তারকা অভিনেত্রী শবনম ফারিয়া রবিবার ফেসবুকে নিজের পেজে এক পোস্টে লিখেছেন, কারণ না থাকলে তিনি বিচ্ছেদের মতো সিদ্ধান্ত নিতেন না।
৩ বছর আগে