আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় যে কোনো সময় তারা গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছে পুলিশ।
মামলাটি ধানমন্ডি থানায় ৪ তারিখে হলেও বৃহস্পতিবার রাতে জানাজানি হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শুক্রবার (১০ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া ইউএনবিকে জানান,গত ৪ ডিসেম্বর আদালতে একটি পিটিশন করেন সাদ স্যাম নামের ইভ্যালির একজন গ্রাহক। শুনানির পর আদালত ধানমণ্ডি থানাকে ওই গ্রাহকের পিটিশনটিকে এফআইআর (এজাহার) হিসেবে নিয়ে মামলা রুজু করে এ বিষয়ে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
ওসি আরও জানান,তারা মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ইভ্যালি’র এমডি’র বিরুদ্ধে বরিশালে চেক প্রতারণার ৩ মামলা
এক প্রশ্নের উত্তরে ওসি আর জানান, তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে প্রয়োজনে তাদের গ্রেপ্তার করা হতে পারে।
মামলার অন্য আসামিরা হলেন- গ্রেপ্তার হওয়া ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েস।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি ও তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে সাদ স্যাম তিন লাখ ১৮ হাজার টাকা ইভ্যালিতে বিনিয়োগ করেন। এসব তারকার কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
জানা যায়, গায়ক-অভিনেতা তাহসান খান ইভ্যালির শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। আর রাফিয়াত রশিদ মিথিলা ইভ্যালির ফেস অব ইভ্যালি লাইফস্টাইল শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন। এ ছাড়াও প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন শবনম ফারিয়া।
আরও পড়ুন: ইভ্যালি পরিচালনায় বিচারপতি মানিককে প্রধান করে ৫ সদস্যের বোর্ড