আনসারুল্লাহ বাংলা টিম
লালমনিরহাটে ৫ জেএমবি সদস্যের যাবজ্জীবন
লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সক্রিয় সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাস করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (১ লা মার্চ) দুপুরে লালমনিরহাট আদালতের বিশেষ ট্রাইব্যুনাল ১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরত মদাতী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হাসান আলী ওরফে লাল, তার ভাই আবু নাঈম মিস্টার, একই এলাকার আব্দুল জলিলের ছেলে আসমত আলী ওরফে লাল্টু, সিরাজুল ইসলামের ছেলে আলী হোসেন এবং একই উপজেলার চর ভোটমারী এলাকার মুনছার আলীর ছেলে শফিউল ইসলাম সাদ্দাম।
লালমনিরহাট আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, ২০১৮ সালে ৩০ অক্টোবর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব ১৩ এর একটি দল অভিযান চালিয়ে কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরত মদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে গোপন বৈঠক করাকালে আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তুল, চারটি গুলি, দুটি ম্যাগাজিন, গান পাউডার, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং বেশ কিছু লিফলেট ও জিহাদি বই জব্দ করা হয়।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে ১ জন আটক, ৪৫টি স্বর্ণের বার জব্দ
এ ঘটনায় তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন র্যাব ১৩ রংপুর এর উপপরিদর্শক (এসআই) সুবির বিক্রম দে।
তদন্ত শেষে রংপুর র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস আটক পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি শেষে বুধবার (১ লা মার্চ) দুপুরে আসামিদের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন লালমনিরহাট আদালতের বিশেষ ট্রাইব্যুনাল ১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান।
রায়ে বলা হয়, মামলায় পাঁচটি ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত। মামলায় হাজতবাস করা সময় দণ্ড থেকে বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: লালমনিরহাটে জেএমবির ৩ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে ফেনসিডিল জব্দ, ২ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
১ বছর আগে
সীতাকুণ্ডে অস্ত্রসহ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার বাড়বকুণ্ড বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম- মোজাহের উদ্দিন প্রকাশ রাজিব (৩৩)।
রবিবার সকালে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামি মোজাহের উদ্দিন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য তার বিরুদ্ধে ডিএমপি মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি রাজশাহী পুটিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি এবং সীতাকুণ্ড থানায় অস্ত্র মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে সংঘর্ষের ঘটনায় ৫ হাজারের বেশি জামায়াত কর্মীর বিরুদ্ধে মামলা
পুলিশ জানায়, আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মোজাহের উদ্দিন প্রকাশ রাজীব ঢাকা থেকে বিগত দেড় মাস আগে সীতাকুণ্ডে আসেন। এই দেড় মাসে তিনি চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স কারখানায় ডাকাতিসহ বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটান। ডাকাতিতে প্রাপ্ত অর্থ আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সম্পৃক্ততা বৃদ্ধি করার লক্ষ্যে গোপনে সাংগঠনিক প্রচারণা বৃদ্ধির কাজে ব্যবহারের জন্য সংগ্রহ করা হচ্ছিল।
তারা আরও জানায়, সীতাকুণ্ড আসার খবরে পুলিশ তার ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এক পর্যায়ে পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে বাড়বকুণ্ড ইউনিয়নের চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স কারখানার ২ নম্বর গেটের সামনে থেকে এসআই নির্মল ত্রিপুরার নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: কক্সবাজারে ১৯১ টি চোরাই মোবাইল জব্দ, আটক ৩
রাজধানীতে ব্যবসায়ী ও তার সহকারীকে হত্যা: গ্রেপ্তার ৪
১ বছর আগে
অভিজিৎ হত্যায় দণ্ডিত দু’জন বিদেশে পালিয়ে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যায় দণ্ডিতদের মধ্যে দু’জন বিদেশে পালিয়ে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘অভিজিৎ হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের একটি গ্রুপ এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে। ওই সময় আমাদের দেশে জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছিল। তবে আমাদের দেশের নিরাপত্তায় যারা আছে তারা তাদের সকল কর্মকাণ্ড ব্যর্থ করে দিয়েছে।’
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে হরিরামপুর উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: অভিজিৎ হত্যাকারীদের তথ্য চেয়ে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
মন্ত্রী আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় পাঁচজনের মৃত্যুদন্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মেজর জিয়া ও আকরামকে আমরা খুঁজছি। কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে তা থেকে জানা গেছে সে অন্য কোন দেশে গা ঢাকা দিয়ে আছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির হোসেন, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দূর্জয়, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।
আরও পড়ুন: ব্লগার অভিজিৎ হত্যায় ৫ জঙ্গির ফাঁসি
ব্লগার অভিজিৎ হত্যা মামলার রায় আজ
৩ বছর আগে
সিদ্ধিরগঞ্জে আনসারুল্লাহর সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
৪ বছর আগে
ব্লগার ওয়াশিকুর হত্যা: পুনঃঅভিযোগ গঠন শুনানি ৪ নভেম্বর
ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার পুনঃঅভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করেছে আদালত।
৪ বছর আগে
রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক
রাজধানীর পল্লবী এলাকা থেকে বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সন্দেহভাজন দুই সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
৫ বছর আগে
রাজধানীতে ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ ৪ সদস্য আটক
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে রবিবার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
৫ বছর আগে