ভাড়াটিয়া
সিলেটে ট্রাকচাপায় পথচারী নিহত
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের নাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মিল ইসলাম (৩৪) ওসমানীনগর উপজেলার তাজপুরে একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। তিনি একটি বিস্কুট কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
প্রত্যক্ষদর্শীরা জানান, নাজির বাজারে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে দুর্ঘটনার এক ঘন্টা অতিবাহিত হলেও সড়কে পড়ে থাকা তার লাশ উদ্ধার করতে পুলিশ বা ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়নি।
সিলেটের মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, মোজাম্মেল নামে ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে আমরা শুনেছি। পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
১ বছর আগে
খুলনায় বাড়ির মালিককে হত্যা: ভাড়াটিয়ার যাবজ্জীবন কারাদণ্ড
খুলনায় হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি বাবু বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঘোড়াঘাট ইউএনও হত্যাচেষ্টা মামলায় বাগান মালির ১৩ বছরের কারাদণ্ড
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি কামরুল হোসেন জোয়াদ্দার।
মামলার এজাহার থেকে জানা গেছে, খুলনার ৯ নং মিয়া পাড়া এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম ডলার। তার বাড়ির ভাড়াটিয়া ছিলেন জনৈক সুধীর বিশ্বাসের ছেলে বাবু বিশ্বাস। ঘটনার আগের চারমাসের ঘর ভাড়া নিয়ে ভাড়াটিয়া বাড়ির মালিকের সঙ্গে তাল-বাহানা করতে থাকে।
২০১৭ সালের ২৪ অক্টোবর রাত ১২ টার দিকে বাড়ির মালিক ডলার ভাড়া আনতে আসামি বাবুর কাছে যান। এ সময়ে উভয়ের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে বাবু ঘর থেকে ধারালো একটি ছুরি দিয়ে ডলারের শরীরে উপর্যপুরী আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে পরিবার ও অন্যান্য ভাড়াটিয়া তার লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ সুরতহাল রির্পোট করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহত ডলারের স্ত্রী বাদী হয়ে ওই দিন থানায় হত্যা মামলা দায়ের।
মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি বাবুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আরও পড়ুন: রাজশাহীতে পদ্মা সেতুর নামে গুজব ছড়ানোর দায়ে যুবকের কারাদণ্ড
চট্টগ্রামে র্যাবের ওপর হামলার ঘটনায় ৫ জনের কারাদণ্ড
২ বছর আগে
হিউস্টনে ৩ ভাড়াটিয়া খুন, হামলাকারী নিহত
যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরের এক অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে বিতাড়িত হওয়া এক ব্যক্তি অন্য পাঁচ ভাড়াটিয়াকে গুলি করেছে। এতে তিনজন মারা গেছে। তাদের বাহিরে বের করার জন্য রবিবার সকালে ঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।
রবিবার রাত ১টার দিকে দক্ষিণ-পশ্চিম হিউস্টনের একটি শিল্প-আবাসিকের সংমিশ্রিত এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ প্রধান ট্রয় ফিনার বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়।
তিনি আরও বলেন, অন্য ভাড়াটিয়ারা যখন ঘর থেকে বের হচ্ছিল তখন বন্দুকধারী সম্ভবত একটি শটগান দিয়ে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং একজনকে হাসপাতালে নেয়া হয়। ফায়ার সার্ভিস আহত দুজনকে উদ্ধার করে। যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নেভানোর কাজ করছিল তখন হামলাকারী ফাঁকা গুলি ছুড়তে থাকে। পুলিশ তাকে চিহ্নিত করে গুলি করে হত্যা করার আগ পর্যন্ত এ অবস্থা চলতে থাকে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সহকর্মীর গুলিতে নিহত ৩
কারও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ফিনার জানিয়েছেন, ফায়ার সার্ভিস বা পুলিশের কেউ আহত হয়নি।
ফিনার বলেন, ‘আমি অনেক ঘটনা দেখেছি, কিন্তু ৩২ বছরে এরকম ঘটনা দেখিনি। এধরনের ঘটনা সময়ে সময়ে ঘটতেই থাকে। সমাজের বাসিন্দারা যেন একত্রে থাকে আমরা তার আর্জি জানাই।’
রবিন আহরেন্স নামের এক প্রতিবেশী হিউস্টন ক্রনিকলকে বলেন, কাজে বের হওয়ার জন্য প্রস্তুতির সময় প্রাথমিকভাবে তিনি মনে করেন যা দেখছেন তা ছিল আতশবাজি।
তিনি আরও বলেন, আমি ভাগ্যবান যে বাইরে যাইনি। লোকটি হয়তো আমাকেও গুলি করত। বন্দুকধারীর কোলন ক্যান্সার ছিল। বাড়িভাড়াও বাকি ছিল। কোনো চাকরি ছিল না। কয়েকদিন আগেই জানতে পারেন তাকে বের করে দেয়া হয়েছে। নিশ্চয়ই গত কয়েকদিনে কঠিন কিছু হয়েছিল যা সে সহ্য করতে পারেনি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গোলাগুলিতে নিহত ১, আহত ৫
২ বছর আগে
সোনারগাঁয়ে ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা খুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হোসনে আরা (৫০) নামের এক বাড়িওয়ালাকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে।
শনিবার রাতে উপজেলার ঝাউচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হোসনে আরার ছেলে আল আমিন বলেন, রংপুর এলাকার হারুন অর রশিদ ও তার স্ত্রী সুলতানা স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। গত পাঁচ মাস ধরে তারা আমাদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। হারুন অর রশিদের সাথে আমার বাবার সুসম্পর্ক ছিল এবং বিশ্বস্ত হওয়ায় আমাদের বাসায় হারুন অর রশিদ ও তার স্ত্রী সব সময়ই যাওয়া আসা করতো। আমার মা কোথায় টাকা ও স্বর্ণালংকার রাখতো সব কিছুই জানতো ভাড়াটিয়ার স্ত্রী সুলতানা।
আরও পড়ুন: ভাড়াটিয়াকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ, শিশুর মৃত্যু
তিনি বলেন, সেই সুযোগে গত শনিবার রাতে হারুন অর রশিদ আমার বাবা ও মায়ের সাথে গল্প করে বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। পরে আমার মাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরে থাকা ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: রাজধানীতে ভাড়াটিয়াকে বাড়ি ছাড়তে বাধ্য করায় মালিক কারাগারে
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভাড়া নিয়ে দ্বন্দ্ব: গাজীপুরে স্কুলছাত্রীকে নৃশংসভাবে হত্যা, ভাড়াটিয়া দম্পতি আটক
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।
৩ বছর আগে
ভাড়াটিয়াকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ, শিশুর মৃত্যু
খুলনা মহানগরীর হরিণটানা রিয়াবাজার এলাকায় ভাড়া না পেয়ে শিশু সন্তানসহ ভাড়াটিয়াকে পাঁচদিন ধরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে এক বাড়িওয়ালার বিরুদ্ধে।
৩ বছর আগে
করোনাভাইরাস: ৩ মাসের বাড়ি ভাড়া মওকুফের অনুরোধ ভাড়াটিয়াদের
করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউনের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ঢাকা ও অন্যান্য শহরে বসবাসরত ভাড়াটিয়ারা। মহামারির সময় এপ্রিল থেকে আগামী তিন মাসের বাড়ি ভাড়া ও ইউটিলিটি বিল মওকুফ করার জন্য তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
৪ বছর আগে
বাড়ি ভাড়ার আদর্শ মান নির্ধারণে কমিশন গঠন কেন নয়: হাইকোর্ট
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ভাড়া নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত ১৫ ধারা কেন আইন কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওয়ার্ড বেসিসে রেন্ট কন্ট্রোলার (ভাড়া নিয়ন্ত্রক) নিয়োগ, বাড়িভাড়া আইনের অসঙ্গতি দূর করে ভাড়ার আদর্শ মান নির্ধারণ ও সুপারিশের জন্য একটি কমিশন গঠনের কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
৪ বছর আগে