ইজারা
হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকা নষ্ট করে ইজারা দেওয়ার কোনো প্রশ্নই আসে না।
তিনি বলেন, ‘যেসব এলাকায় সমস্যা আছে, দয়া করে আপনারা আমাদের জানাবেন। আমরা সেখানে যাব এবং সমস্যা সমাধানের চেষ্টা করব।’
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এএলআরডি, বারসিক ও বেলা’র আয়োজনে হাওরের প্রাণ-প্রকৃতি, পরিবেশ, জীবন-জীবিকা, অর্থনীতি, সংস্কৃতি ও মানবাধিকার সুরক্ষায় ‘জাতীয় হাওর সংলাপ ২০২৪’ এ প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
হাওর জীববৈচিত্র্যের আধার উল্লেখ করে তিনি বলেন, হাওরাঞ্চলে ১৪৩ প্রজাতির দেশি ও ১২ প্রজাতির বিদেশি মাছ রয়েছে। কয়েক প্রজাতির মিঠা পানির চিংড়িসহ বিভিন্ন ছোট-বড় মাছ, শামুক, ঝিনুক রয়েছে। আরও রয়েছে- দেশের মোট গবাদি পশুর ২২ শতাংশ, হাঁস ২৪ শতাংশ, ১২৯ দেশীয় ও ১২৮ প্রজাতির বিদেশি পাখি, ২৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৯ প্রজাতির উভচর প্রাণি, ৪০ প্রজাতির সরীসৃপ এবং কয়েক প্রজাতির ধান।
উপদেষ্টা আরও বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর চাষের মাছ নিয়ে খুব বেশি বলা হতো। এছাড়া দেশি মাছের কথা বললেই হাওরের মাছের কথা চলে আসে। অন্যদিকে যখন মৎস্যজীবীর কথা বলা হয় তখন প্রকৃত মৎস্যজীবী, অরিজিনাল মৎস্যজীবী- এরকম কথা চলে আসছে। এর মানে হচ্ছে এ পেশায় অনেকেই অন্যায়ভাবে প্রবেশ করেছে। যারা সত্যিকারের মৎস্যজীবী তাদেরকে মূল্যায়ন করা হয়নি।
আরও পড়ুন: ৪৭ লাখ সুবিধাভোগীর স্মার্টকার্ড করতে ডিসিদের সহায়তা চাইলেন উপদেষ্টা
তিনি বলেন, হাওর নিয়ে সবসময় টানাটানি হয়, মন্ত্রণালয়গুলো কেউ দায়িত্ব নিতে চায় না। হাওর রক্ষার দায়িত্ব আমাদের সবার।
এছাড়া হাওর রক্ষায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে বলে জানান উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, হাওরে যেমন মাছ ও ধান আছে, তেমনি প্রাণিসম্পদও রয়েছে। শুষ্ক মৌসুমে হাওরে উফসি ও হাইব্রিড ধানে কীটনাশক ও হার্বিসাইড ব্যবহারের মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। মেশিন দিয়ে ফসল কাটা হচ্ছে। এই মেশিন হাওরে নামার ফলে মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছড়া আমি কৃষি উপদেষ্টাকে জানিয়েছি- মা মাছ রক্ষার্থে হাওরের ধানে যেন কীটনাশক না দেওয়া হয়।
মানবাধিকারকর্মী ও এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. রফিকুল ইসলাম, শেয়ার দ্য প্ল্যানেট এসোসিয়েশনের প্রেসিডেন্ট তেৎসু চুচুই, বেলা’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী তাসলিমা ইসলাম, পরিবেশ বাঁচাও আন্দোলনের নির্বাহী সভাপতি ড. লেলিন চৌধুরী, অধ্যাপক আফজালুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপপ্রধান মো. বেলাল উদ্দীন বিশ্বাস প্রমুখ।
এছাড়া সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও ব্রাহ্মণবাড়িয়া হাওরাঞ্চলের কৃষক, জেলে, আদিবাসী, হাওরের স্থানীয় প্রতিনিধি, সাংবাদিক, উন্নয়ন সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে কাজ করবে নয়া দিল্লি: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব
১ সপ্তাহ আগে
নরসিংদীতে নৌকা ঘাটের ইজারা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩
নরসিংদীতে নৌকা ঘাটের ইজারা ও দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আজিম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ৭নং ওয়ার্ডের সবেক কাউন্সিলর মো. আলমাছ মিয়ার অফিস সংলগ্ন মসজিদের সামনে এই সংঘর্ষ হয়।
আরও পড়ুন: শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে ১ জনের মৃত্যু
নিহত আজিম নরায়ণগঞ্জের আমির হেসেনের ছেলে এবং আলীজান জুট মিল একাডেমির ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে আজিম তার নানর বাড়ি কাউরিয়াপাড়া এলাকায় বসবাস করতেন।
আহতরা হলেন- কাউরিয়াপাড়া এলাকার মো. ছাত্তার মিয়ার মেয়ের জামাতা আমির হোসেন, ছেলে রায়হান ও তান্না। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার কাউরিয়া পাড়া মহল্লার মসজিদের সামনে মতিন গ্রুপ ও সাবেক কমিশনার আলমাছ গ্রুপের মধ্যে ঘাট দখল নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে একপর্যায় দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে চারজন আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে আজিম নামে এক কিশোরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, ঘাটের ইজারাসংক্রান্ত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, পুলিশি অভিযান চলছে।
আরও পড়ুন: হবিগঞ্জে সিএনজি ও পিকআপ সংঘর্ষে নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
১ বছর আগে
সেচ প্রকল্পের ইজারা নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সেচ প্রকল্পের ইজারা নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে পিএমখালীর চেরাঙ্গর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মোর্শেদ আলী (৩৮) মাইছপাড়া এলাকার বাসিন্দা।
নিহতের ভাই জয়নাল আবেদীন জানান, মোর্শেদ অনেক দিন ধরে সরকারি একটি সেচ প্রকল্প ইজারা নিয়ে চালিয়ে আসছিলেন। সেই প্রকল্প মাহমুদুল হকসহ স্থানীয় কয়েকজন দখল করে নেন। এ নিয়ে মোর্শেদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকালে এলাকার বাজারে ইফতারি কিনতে গেলে মোর্শেদের ওপর হামলা চালায় মাহমুদুল, মো. জয়নাল, কলিম উল্লাহসহ অন্তত ২০ জন। তারা মোর্শেদকে কুপিয়ে ও পিটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নেয়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান,হামলাকারীরা চিহ্নিত হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরকে কুপিয়ে হত্যা!
২ বছর আগে
বছরে ১২ কোটি টাকায় গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল ইজারা
রাজধানীর গাবতলী ও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল প্রথমবারের মতো উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে এক বছরের জন্য ১২ কোটি ১ লাখ ২০ হাজার টাকায় ইজারা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
৩ বছর আগে
মৌলবাদীদের হাতে ভাস্কর্য থাকা না থাকার ইজারা দেয়নি জনগণ: প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে মৌলবাদীদের বিরোধিতা নিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সোমবার বলেছেন, ভাস্কর্য থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করবে সরকার।
৪ বছর আগে