ইজারা
নরসিংদীতে নৌকা ঘাটের ইজারা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩
নরসিংদীতে নৌকা ঘাটের ইজারা ও দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আজিম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ৭নং ওয়ার্ডের সবেক কাউন্সিলর মো. আলমাছ মিয়ার অফিস সংলগ্ন মসজিদের সামনে এই সংঘর্ষ হয়।
আরও পড়ুন: শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে ১ জনের মৃত্যু
নিহত আজিম নরায়ণগঞ্জের আমির হেসেনের ছেলে এবং আলীজান জুট মিল একাডেমির ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে আজিম তার নানর বাড়ি কাউরিয়াপাড়া এলাকায় বসবাস করতেন।
আহতরা হলেন- কাউরিয়াপাড়া এলাকার মো. ছাত্তার মিয়ার মেয়ের জামাতা আমির হোসেন, ছেলে রায়হান ও তান্না। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার কাউরিয়া পাড়া মহল্লার মসজিদের সামনে মতিন গ্রুপ ও সাবেক কমিশনার আলমাছ গ্রুপের মধ্যে ঘাট দখল নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে একপর্যায় দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে চারজন আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে আজিম নামে এক কিশোরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, ঘাটের ইজারাসংক্রান্ত দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, পুলিশি অভিযান চলছে।
আরও পড়ুন: হবিগঞ্জে সিএনজি ও পিকআপ সংঘর্ষে নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
১ বছর আগে
সেচ প্রকল্পের ইজারা নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সেচ প্রকল্পের ইজারা নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে পিএমখালীর চেরাঙ্গর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মোর্শেদ আলী (৩৮) মাইছপাড়া এলাকার বাসিন্দা।
নিহতের ভাই জয়নাল আবেদীন জানান, মোর্শেদ অনেক দিন ধরে সরকারি একটি সেচ প্রকল্প ইজারা নিয়ে চালিয়ে আসছিলেন। সেই প্রকল্প মাহমুদুল হকসহ স্থানীয় কয়েকজন দখল করে নেন। এ নিয়ে মোর্শেদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকালে এলাকার বাজারে ইফতারি কিনতে গেলে মোর্শেদের ওপর হামলা চালায় মাহমুদুল, মো. জয়নাল, কলিম উল্লাহসহ অন্তত ২০ জন। তারা মোর্শেদকে কুপিয়ে ও পিটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নেয়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান,হামলাকারীরা চিহ্নিত হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরকে কুপিয়ে হত্যা!
২ বছর আগে
বছরে ১২ কোটি টাকায় গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল ইজারা
রাজধানীর গাবতলী ও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল প্রথমবারের মতো উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে এক বছরের জন্য ১২ কোটি ১ লাখ ২০ হাজার টাকায় ইজারা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
৩ বছর আগে
মৌলবাদীদের হাতে ভাস্কর্য থাকা না থাকার ইজারা দেয়নি জনগণ: প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে মৌলবাদীদের বিরোধিতা নিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সোমবার বলেছেন, ভাস্কর্য থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করবে সরকার।
৩ বছর আগে