স্কুলশিক্ষক নিহত
নাটোরে ট্রাক্টর চাপায় স্কুলশিক্ষক নিহত, চালক আটক
নাটোরের সিংড়ায় মাটিবাহী ট্রাক্টর চাপায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ সময় ট্রাক্টরের চালককে আটক করছে পুলিশ। সোমবার সকালে চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী (৩২) উপজেলার বিয়াস গ্রামের বাসিন্দা ও চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক।
আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর কর্মকর্তা নিহত
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর ই আলম সিদ্দিক জানান, শিক্ষক আইয়ুব আলী সকালে মোটরসাইকেলে বিয়াস গ্রামের নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মাটিবাহী একটি ট্রাক্টর তার মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে ট্রাক্টর চালক সাকিলকে আটক করা হয়।
১০৩৬ দিন আগে
মোটরসাইকেল দুর্ঘটনায় নাটোরে স্কুলশিক্ষক নিহত
নাটোরের সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের জোড়ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সমরেন্দ্র নাথ দেব বিয়াস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
আরও পড়ুন:টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ স্কুলছাত্র নিহত
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ই আলম জানান, শিক্ষক সমরেন্দ্র দুপুরে মোটরসাইকেলযোগে বিয়াস থেকে সিংড়া শহরে যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের জোড়ব্রিজ এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
১২২৮ দিন আগে
বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলঢুপ এলাকায় বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
নিহত মাওলানা আইয়ুব আলী বড়লেখা উপজেলার তারাদরম এলাকার মৃত আব্দুল মালিকের ছেলে ও গোলাপগঞ্জের ভাদেশ্বর নাসির উদ্দিন হাইস্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক।
আরও পড়ুন: পৃথক সড়ক দুর্ঘটনায় নাটোরে নিহত ২
স্থানীয়দের বরাতে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, রাতে উপজেলার জলঢুপ এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তির লাশ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের সহকর্মী রশীদ আহমদ জানান, বুধবার বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট বিতরণ ও একাডেমিক বিষয়ক সভায় অংশগ্রহণ শেষে নিজ গ্রামের বাড়ি বড়লেখা উপজেলায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
আরও পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
খেলাফত মজলিসের সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ দিলওয়ার হোসাইন জানান, মাওলানা আইয়ুব আলী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জোনের সহকারি ছিলেন।
১২৯৯ দিন আগে
নাটোরে বাসের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
নাটোর শহরে বাসের ধাক্কায় অসিত কুমার নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
শনিবার ভোরে শহরের কোর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নাটোর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন জানান, বগুড়া থেকে একটি যাত্রীবাহী বাস ভোরে নাটোরে আসছিল। এসময় শহরের কোর্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রাতভ্রমণরত স্কুলশিক্ষক অসিত কুমারকে ধাক্কা দিয়ে নির্মাণাধীন কালভার্টের ভেতর ডুকে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে গুরুতর অবস্থায় অসিত কুমারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: মার্চে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৩: আরএসএফ
১৪১৬ দিন আগে
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সোমবার রাতে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
১৫৭৪ দিন আগে