ফিটনেস
আফগানিস্তান সিরিজের উদ্বোধনী ম্যাচে ফিটনেস নিয়ে শঙ্কা থাকা সত্ত্বেও খেলতে বদ্ধপরিকর তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন যে তিনি শতভাগ ফিট না হলেও বুধবার থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অংশ নিতে চান।
মঙ্গলবার সকালে বাংলাদেশ দলের একটি অনুশীলন সেশন ছিল, যেখানে তামিম উপস্থিত থাকলেও ব্যাটিং বা ফিল্ডিং থেকে বিরত ছিলেন।
মঙ্গলবার চট্টগ্রামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি ১০০ শতাংশ ফিট নই, তবে আগামীকাল খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখন ভালো বোধ করছি।’
আরও পড়ুন: বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন: তামিম ইকবাল
তামিম অবশ্য জানিয়েছেন, ফিটনেস নিয়ে মেডিকেল টিমের সঙ্গে পরামর্শ করেই পরবর্তী ম্যাচে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।
তিনি বলেন, ‘আমি এমন কোনো সিদ্ধান্ত নেব না যা দলকে সমস্যায় ফেলতে পারে। তবে আমি বিশ্বাস করি আগামীকালের ম্যাচ খেলার জন্য আমি ফিট।’
সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল এবং বাকি ম্যাচগুলো একই ভেন্যুতে ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির এবং প্রতিদিন দুপুর ২টায় শুরু হবে।
আফগানিস্তান সম্প্রতি জুনে একটি টেস্ট খেলেছে এবং তারা এখন যথাক্রমে চট্টগ্রাম ও সিলেটে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
আরও পড়ুন: সাকিব ও আমি যখন মাঠে নামি, তখন আমাদের জন্য অন্য কিছু গুরুত্ব রাখে না: তামিম
১ বছর আগে
জিম করতে গিয়ে চোট পাওয়ায় মুশফিকের পায়ে ৬টি সেলাই
বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম শনিবার সকালে রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমে ফিটনেস চর্চার সময় আঘাত পাওয়ায় তার পায়ে ছয়টি সেলাই দেয়া হয়েছে।
বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছে, মুশফিককে অন্তত দুই সপ্তাহ ক্রিকেট থেকে দূরে থাকতে হবে।
সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক।এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটের অন্য দুটি ফরম্যাটে মনোযোগ দিতে চান বলে জানান তিনি।
এক দশকেরও বেশি সময় ধরে অভিজ্ঞ এই ব্যাটার বাংলাদেশের ব্যাটিং লাইন আপের অন্যতম প্রধান ভিত্তি।
আরও পড়ুন: হাঁটুর চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন জাদেজা
তবে বর্তমানে টি-টোয়েন্টিতে বারবার নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন মুশফিক। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বাজে পারফরমেন্সের পরই এই ফরম্যাটে তার অবসরের ঘোষণা আসে।
এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে মাত্র পাঁচ রান করেছিলেন মুশফিক।
শুধু মুশফিক নয়, বাংলাদেশ দলের বেশিরভাগ ব্যাটসমান এশিয়া কাপে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন।
আরও পড়ুন: পায়ের গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গেলেন সাইফুদ্দিন
আঙুলে চোট পেলেও উইন্ডিজের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা নেই তাসকিনের
২ বছর আগে
ফিটনেসে ফিরতে ১০ কেজি ওজন কমাতে হবে মাশরাফিকে
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দীর্ঘ ৯ মাস পর ক্রিকেটীয় কার্যক্রম আবার শুরু করেছেন। তবে ফিটনেসে ফিরতে তাকে কমপক্ষে ১০ কেজি ওজন কমাতে হবে।
৩ বছর আগে